Md Anamul Haque

Md Anamul Haque I'm an O+ve donor. Last donate (04/06/2024-21th Term,Chilmari Upazila Health Complex,Kurigram)

29/03/2025
গতকাল ২১ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। রংপুর বিভাগের জন্য কোনো বরাদ্দ নাই।দীর্ঘদিন থেকে বগুড়া-সিরাজগঞ্জ রে...
25/03/2025

গতকাল ২১ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। রংপুর বিভাগের জন্য কোনো বরাদ্দ নাই।
দীর্ঘদিন থেকে বগুড়া-সিরাজগঞ্জ রেললাইনের দাবি জানানো হচ্ছে কাজের বাস্তবায়ন নাই।
ঈদে ১০ টা বিশেষ ট্রেন বরাদ্দ থাকলেও রংপুর বিভাগের জন্য কোনো বরাদ্দ নাই।
ঈদে রংপুর বিভাগের মানুষ রীতিমতো যুদ্ধ করে বাড়ি যায়।সেদিকে ট্রেন মাত্র ৪ টা।এদিকে আরও ৫ টা ট্রেন দিলেও কোনো লস হতো বলে মনে হয় না।কিন্তু এগুলো দেখার কেউ নাই।

ইউনুস সাহেব না বলেছিল উনি রংপুরের উপদেষ্টা। সব কাজ তো দক্ষিণবঙ্গে হচ্ছে। সারাজীবন উত্তরবঙ্গ অবহেলিতই থেকে যাচ্ছে।

উত্তরবঙ্গের যারা নেতা তাদেরও কোনো ভ্রুক্ষেপ নাই।

কালেমা,নামাজ,রোজা,হজ্ব,যাকাত।যাকাত সমাজে প্রতিষ্ঠিত করতে না পারলে গরীব ও অসহায় চিরদিন একই অবস্থায় থাকবে আর আপনার ধন সম...
20/03/2025

কালেমা,নামাজ,রোজা,হজ্ব,যাকাত।

যাকাত সমাজে প্রতিষ্ঠিত করতে না পারলে গরীব ও অসহায় চিরদিন একই অবস্থায় থাকবে আর আপনার ধন সম্পদের শুদ্ধি হবে না।
কিন্তু আমারা কতজন মানি??

19/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

19/03/2025

Big shout out to my newest top fans! 💎 Shirina Begum

Drop a comment to welcome them to our community,

❝নজরুলের না পাওয়া ভালবাসা❞কবি নজরুল বেগম ফজিলাতুন্নেসা জোহাকে এতই ভালবেসেছিলেন যে তাকে বিখ্যাত ❝সঞ্চিতা❞ কাব্যগ্রন্থটি উ...
01/10/2024

❝নজরুলের না পাওয়া ভালবাসা❞

কবি নজরুল বেগম ফজিলাতুন্নেসা জোহাকে এতই ভালবেসেছিলেন যে তাকে বিখ্যাত ❝সঞ্চিতা❞ কাব্যগ্রন্থটি উৎসর্গ করতে চেয়েছেন।তবে ফজিলাতুন্নেসা তা কঠোরভাবে প্রত্যাখান করায় পরে তা রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন নজরুল।

কবির জীবনে অনেকবারই প্রেম এসেছিল।এদের মধ্যে অন্যতম ৩ জন হলেন নাগির্স আক্তার,প্রমিলা দেবি এবং ফজিলাতুন্নেসা।

সবার কাছ থেকে ভালবাসা পেলেও ফজিলাতুন্নেসা প্রথম নিবেদনেই কবিকে প্রত্যাখান করে ছিলেন।কবি হার না মেনে তাকে লিখে ফেলেন ৮ টি চিঠি।১ টি চিঠিতে ফজিলাতুন্নেসা কবিকে খুবই বিদ্রুপ,কঠোর ভাষায় আর চিঠি না লিখতে বলেন।

দু:খ ভারাক্রান্ত মনে কবি লিখেন,❝‘তুমি বসে রবে ঊর্ধ্বে মহিমা শিখরে নিঃপ্রাণ
পাষাণ দেবী?
কভু মোর তরে নামিবে না প্রিয়ারূপে ধরার
ধুলায়?
লো কৌতুকময়ী! শুধু কৌতুক লীলায়?
দোলাবে আমারে লয়ে? আর সবি ভুল❞?

পরে ফজিতুন্নেসা অন্যত্র বিয়ে করেন এবং বিদেশ গমন করেন।তার বিদায়ে কবি লিখেছেন ❝বর্ষা বিদায়❞ কবিতা।

নজরুলের একপাক্ষিক ভালবাসায় নজরুল ফজিলাতুন্নেসার ভালবাসা না পেলেও আমরা পেয়েছি অসাধারন সব গান,কবিতা,কাব্যসংকলন!

ফজিলাতুন্নেসা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী।তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়ের কথা বলায় কঠোর নিষেধাজ্ঞা ছিল।নজরুল প্রথম দেখায়ই ফজিলাতুন্নেছার সাথে কথা বলে এই প্রথা ভেঙ্গে দেন।ফলস্বরুপ নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয় আজীবন নিষিদ্ধ ঘোষনা করেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।নজরুল কখনো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাননি।তবে মৃত্যুর পর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়েই শায়িত করা হয় এবং ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

স্বাধীনচেতা কবি নার্গিসের বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিলেন।কারন নার্গিসের পরিবার কবিকে ঘরজামাই করে রাখতে চেয়েছিল।আর কবি সবচেয়ে বেশি ভালবাসা পেয়েছেন তার স্ত্রী প্রমিলা দেবী থেকে।মৃত্যু অবধি সুখে-দুখে তারা একসাথে ছিলেন।।

সংগৃহীত

05/09/2024

মুসলিম মেয়েদের হিজাব বাধ্যতামূলক করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি
আলহামদুলিল্লাহ।

বিস্তারিত কমেন্টে......
12/08/2024

বিস্তারিত কমেন্টে......

31/07/2024

Big shout out to my newest top fans! Shirina Begum

Address

Ulipur
ULIPUR5620

Telephone

+8801751300883

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Anamul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Anamul Haque:

Share