19/12/2022
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ সাধারণ জ্ঞান
উদ্বোধনী ম্যাচের তারিখ – ২০ নভেম্বর, ২০২২
বিশ্বকাপে অংশ নিচ্ছে- ৩২টি দল (৮টি গ্রুপে ভাগ হয়ে)।
সর্বশেষ (৩২তম) দল হিসেবে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে- কোস্টারিকা।
মোট ম্যাচ অনুষ্ঠিত হয় ৬৪টি।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়- (১৮ ডিসেম্বর, ২০২২) কাতারের লুসাইল শহরের ‘লুসাইল আইকনিক স্টেডিয়ামে’।
অফিসিয়াল ফুটবলের নাম- ‘আল রিহলা’ (Adidas Al Rihla)।আরবি ভাষায় ‘আল রিহলা’ শব্দের অর্থ-ভ্রমণ বা যাত্রা।
অফিসিয়াল মাস্কটের নাম- ‘লায়িব’ (Laʼeeb)। আরবি ভাষায় ‘লায়িব’ শব্দের অর্থ- অত্যন্ত দক্ষ খেলোয়াড়।
কাতার বিশ্বকাপের প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে- ৪২ মিলিয়ন (৪ কোটি ২০ লক্ষ) মার্কিন ডলার। রানার্সআপ দল পাবে- ৩০ মিলিয়ন (৩ কোটি) মার্কিন ডলার।
পরবর্তী “ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে- যৌথভাবে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে।প্রথমবারের মতো এই বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (৩য় বার)
রানার আপ ফ্রান্স
৩য় স্থান ক্রোয়েশিয়া
গোল্ডেন বল বিজয়ী মেসি(আর্জেন্টিনা)
গোল্ডেন বুট বিজয়ী কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)সর্বোচ্চ গোলদাতা ৮ গোল..
সেরা গোলরক্ষক
(গোল্ডেন গ্লোভ বিজয়ী) ইমিলিয়ানো মার্টিনেজ(আর্জেন্টিনা)
সেরা উদীয়মান খেলোয়াড় এনজো ফার্নান্দেজ,সিলভার বল বিজয়ী,(আর্জেন্টিনা)
কাতার বিশ্বকাপ ২০২২ কততম আসর:কাতার বিশ্বকাপ ২০২২ হল ২২তম আসর। উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় কাতারের আল-খোর শহরের ‘আল-বাইত স্টেডিয়ামে’।তাহলে যদি বলা হয় ফুটবল বিশ্বকাপ ২০২২ কত তম উত্তর ২২ তম,যা ২০২২ এর ২০ নভেম্বর শুরু হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়, স্বাগতিক কাতার ও ইকুয়েডর।
কাতার বিশ্বকাপে মুসলিম দেশ কয়টি
এবার কাতার বিশ্বকাপে মুসলিম বিশ্বাসের 6 টি দেশ অংশগ্রহণ করেছে। খেলোয়াড় রয়েছে, যার মধ্যে কাতার, সৌদি, ইরান, মরক্কো এবং সেনেগাল। এছাড়াও এই দেশের খেলোয়াড়দের পাশাপাশি জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স, ক্যামেরুন এবং ঘানার মতো দলে অনেক মুসলিম খেলয়ার খেলায় অংশ নিয়েছে।
কাতার বিশ্বকাপের প্রাইজমানি কত টাকা
চ্যাম্পিয়ন- ৪ কোটি ২০ লাখ ডলার
রানার্সআপ- ৩ কোটি ডলার
তৃতীয় দল- ২ কোটি ৭০ লাখ ডলার
চতুর্থ দল- ২ কোটি ৫০ লাখ ডলার
৫ম থেকে ৮ম দল
প্রতিটি দল পাবে ১ কোটি ৭০ লাখ ডলার।
সব মিলিয়ে ৬ কোটি ৮০ লাখ ডলার
৯ম থেকে ১৬তম দল
প্রতিটি দল পাবে ১ কোটি ৩০ লাখ ডলার।
সব মিলিয়ে ১০ কোটি ৪০ লাখ ডলার
১৭তম থেকে ৩২তম দল
প্রতিটি দল পাবে ৯০ লাখ ডলার। সব
মিলিয়ে ১৪ কোটি ৪০ লাখ ডলার
(কালেক্টে)