10/07/2025
এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে আজকে। ছোট ভাই ও বোনেরা - রেজাল্ট যেমনই হোক। রেজাল্টের উপর ডিপেন্ট করে যদি নিজের কোনো ক্ষতি করো। সেটা তোমারই ক্ষতি।
ধরো তোমার রেজাল্ট খারাপ হলো। তোমার বন্ধু বান্ধবীর রেজাল্ট তোমার চেয়ে ভালো হলো। এজন্য যদি তুমি রাগে বা মন খারাপে বা অভিমানে নিজের কোনো ক্ষতি করো সেই ক্ষতি টা কিন্তু তোমার বন্ধু কিংবা বান্ধবীর হবে না, তোমারই হবে। সুতরাং জীবনে ভাই যা আছে তাই হবে বাট নিজের কোনোই ক্ষতি করা যাবে না।
তুমি নিশ্চয়ই রেজাল্ট খারাপ হোক এমন লেখা লিখো নাই পরীক্ষার খাতায়। তোমার কপালে যেটা ছিলো সেটাই হয়েছে।
শুভকামনা থাকবে তোমাদের জন্য ❤️🤝❤️