মানবিক লোকমান 001

মানবিক লোকমান 001 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মানবিক লোকমান 001, Ulipur.

যতদিন বাঁচবো,, সৎ পথে চলবো ! সত্য ন্যায়ের কথা বলবো,, ভাগ্যে যা আছে তাই হবে !!!

পৃথিবীর সকল সুখ দুঃখ ক্ষণস্থায়ী, মৃত্যু নিশ্চিত

আপনার কোনো প্রয়োজন বা সমস্যা থাকলে বিস্তারিত ইনবক্সে পাঠিয়ে দিন
প্রচার করা হবে ইনশাআল্লাহ
,

♦️বগুড়ায় মর্গে পড়ে আছে লাশ, মিলছেনা পরিচয় !!!♦️গত কাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  আনুমানিক ভোর ৫:৪০ ঘটিকার সময় দীঘলকান...
26/09/2025

♦️বগুড়ায় মর্গে পড়ে আছে লাশ, মিলছেনা পরিচয় !!!♦️

গত কাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুমানিক ভোর ৫:৪০ ঘটিকার সময় দীঘলকান্দি নামক স্থানে রংপুরগামী লেনে অজ্ঞাত নামা ১ টি ট্রাকের পিছনে পাভেল এক্সপ্রেস অজ্ঞাত রেজিস্ট্রেশন এর ১টি বাস ধাক্কা দিলে ট্রাকের হেলপার গুরুতর আহত হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই দুর্ঘটনা কবলিত ট্রাক এবং বাস টি চলে যায়। ঘটনাস্থলে পাভেল এক্সপ্রেসের সামনের পড়ে থাকা গ্লাস দেখে বাসটি পাভেল এক্সপ্রেস বলে সনাক্ত করে পুলিশ। উক্ত ঘটনায় ১ টি নোহা মাইক্রো পাভেল এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা লাগলে সেই নোহা মাইক্রোটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে পড়ে থাকা ট্রাকের আহত হেলপারকে স্থানীয় লোকজন এবং কুন্দারহাট হাইওয়ে পুলিশের সহযোগিতায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সেই হেলপার মৃত্যুবরণ করেন। মৃতের লাশ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে রাখা আছে। তার পরিচয় সনাক্ত করা যায়নি। যদি কেউ তাকে চিনতে পারেন তাহলে তার পরিবারকে দ্রুত বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে যোগাযোগ করতে বলার জন্য অনুরোধ করা হলো।

24/09/2025

🙏ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রাকিবের পাশে দাঁড়ান,
সাহায্য করতে না পারলে ভিডিওটি শেয়ার করুন

অসুস্থ ভাইকে সরাসরি ভিডিও কল এ দেখতে পারেন,,, 01631918899 ( Whatsapp+ Imo

ক্যান্সারে আক্রান্ত রাকিবের মা ও তার নাম্বার
বিকাশ পারসোনাল : 01631918899
নগদ পারসোনাল : 01617005822
রকেট পারসোনাল : 016319188993

24/09/2025

হিপ জয়েন্ট অপারেশন করাতে হবে হাফেজ নাইমুল ইসলাম এর, সাহায্য করতে না পারলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল

যোগাযোগ নাইমুল ইসলাম 01780869083 বিকাশ নগদ

আপনাদের শেয়ার ও সাহায্য পেয়েই সোহাগীর চিকিৎসা চলছে, সোহাগী ও সোহাগীর পরিবার আপনাদের সাহায্য ভালোবাসা কখনও ভুলবে না সবা...
24/09/2025

আপনাদের শেয়ার ও সাহায্য পেয়েই সোহাগীর চিকিৎসা চলছে, সোহাগী ও সোহাগীর পরিবার আপনাদের সাহায্য ভালোবাসা কখনও ভুলবে না সবাই দোয়া করবেন ❤️

24/09/2025

🙏টাকার অভাবে এখনও অপারেশন সম্পন্ন করতে পারেননি হাফেজ নাইমুল, সিদ্ধান্ত নিয়েছে বসতবাড়ি বিক্রি করার, অক্টোবর মাসের ভিতরেই অপারেশন করতে হবে, এখনও প্রায় ৪ লক্ষ্য টাকার প্রয়োজন,,

দয়া করে এগিয়ে আসুন, ভিডিওটি শেয়ার করুন 🙏
বিস্তারিত যোগাযোগ রোগী নাইমুল ইসলাম 01780869083

নিজের বাবা মনে করে একটি শেয়ার করি 📢 অজ্ঞাত রোগীর খোঁজচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৮ নম্বর ওয়ার্ডে একজন অজ্ঞাত রোগী...
24/09/2025

নিজের বাবা মনে করে একটি শেয়ার করি
📢 অজ্ঞাত রোগীর খোঁজ
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৮ নম্বর ওয়ার্ডে একজন অজ্ঞাত রোগী ভর্তি আছেন।

তিনি MES কলেজের কবরস্থানের পাশে ফুটপাতে অজ্ঞান হয়ে পড়েছিলেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, তিনি ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিলেন।

👉 যদি কেউ তাকে চিনে থাকেন বা তার পরিচিত হয়ে থাকেন, অনুগ্রহ করে দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন।

যোগাযোগের ঠিকানা:
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল,
১৮ নম্বর ওয়ার্ড, চট্টগ্রাম।
আসুন সবাই বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করি।।

24/09/2025

🙏ফুসফুস ক্যান্সারে আক্রান্ত নিজের ভাই মনে করে ভিডিওটি শেয়ার করে সাহায্য করুন

🙏ফুসফুস ক্যান্সারে আক্রান্ত রাকিবের চিকিৎসা করার মতো সামর্থ্য নেই দয়া করে এগিয়ে আসুন

সাহায্য করার উপায়: সরাসরি ভিডিও কলে দেখে বা সরাসরি গিয়ে সহায়তা করতে পারেন
রাকিব ও রাকিবের মায়ের নাম্বার

বিকাশ 01631-918899 রাকিবের মা
📞
সরাসরি ফোন 0 1631-918899

নগদ। 01617-005822 (পার্সোনাল
রকেট 01631-9188993 পার্সোনাল

আপনাদের দোয়া ও সাহায্যের জন্য আগাম অসংখ্য ধন্যবাদ।
আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🙏

ধনাঢ্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদেরই ভাই

23/09/2025

🙏 ফুসফুস ক্যান্সারে আক্রান্ত অসহায় রাকিবকে বাঁচাতে এগিয়ে আসুন, রাকিবের পরিবার নিয়ে লিখতে গেলে শেষ হবে না, আপনারা ফোন করে বা সরাসরি গিয়ে শুনে নিয়েন😭🙏

♦️রাকিব ও তার মায়ের নাম্বার ♦️
বিকাশ পারসোনাল : 01631918899
নগদ পারসোনাল : 01617005822
রকেট পারসোনাল : 016319188993

নিজের ভাই মনে করে ভিডিওটি শেয়ার করে সাহায্য করুন 🙏😭

23/09/2025

♦️জানাজার জায়গা নেই ♦️ কুড়িগ্রাম জেলার ধামশ্রেণী ইউনিয়ন উঁচাভিটা বাইতুল আমান জামে মসজিদের কবরস্থানের কাজ চলতেছে সবাই ভিডিওটা শেয়ার করবেন আর সাহায্য করার চেষ্টা করবেন উদ্যোক্তা
আলহাজ মোঃ সোলায়মান মেলেটারী প্রয়োজনে মোবাইল :01714817456
সাহায্যেয় হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ, ,

গতকাল দ্বিতীয় থেরাপি রাত ৯:০০ টায় দেওয়া হয়েছিলো। আপনারা যদি সাহায্যর হাত বাড়িয়ে না দিতেন হয়তোবা ক্যা'ন্সার আ'ক্রান্ত...
22/09/2025

গতকাল দ্বিতীয় থেরাপি রাত ৯:০০ টায় দেওয়া হয়েছিলো।
আপনারা যদি সাহায্যর হাত বাড়িয়ে না দিতেন হয়তোবা ক্যা'ন্সার আ'ক্রান্ত সোহাগীর চিকিৎসা হত না। যারা সাহায্য পাঠিয়েছেন বা পাঠাচ্ছেন তাদের কাছে ঘোগাদহ বাঁশি চিরঋণী।

22/09/2025

🙏🥲 ক্যান্সারে আক্রান্ত বাবার বাঁচার আকুতি
কুড়িগ্রাম সদর, ঘোগাদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি(অবঃ) বর্তমানে মরণব্যাধি ক্যা'ন্সারে আ'ক্রান্ত। জীবন-মৃ'ত্যু'র লড়াইয়ে চিকিৎসার ব্যয় বহন করা তাদের পরিবারের পক্ষে সম্ভব নয়।বর্তমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন আছে।

সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে এই অসহায় পরিবার। আপনার সামান্য সহযোগিতাই পরেশ চন্দ্রের ( বড় বাবার ) জীবনে ফেরাতে পারে আশার আলো।

সাহায্য পাঠানোর জন্য নম্বর:
📞 +8801774304373 (বিকাশ)
পরেশ চন্দ্রের বড় ছেলের নাম্বার।

আপনার সহানুভূতি তাদের জন্য বিশাল আশীর্বাদ।
অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে পারে।

🙏ক্যান্সার আক্রান্ত পরেশ চন্দ্রের বাঁ'চার আকতি।কুড়িগ্রাম সদর, ঘোগাদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি(অবঃ) বর্তমানে মরণব...
22/09/2025

🙏ক্যান্সার আক্রান্ত পরেশ চন্দ্রের বাঁ'চার আকতি।

কুড়িগ্রাম সদর, ঘোগাদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি(অবঃ) বর্তমানে মরণব্যাধি ক্যা'ন্সারে আ'ক্রান্ত। জীবন-মৃ'ত্যু'র লড়াইয়ে চিকিৎসার ব্যয় বহন করা তাদের পরিবারের পক্ষে সম্ভব নয়।বর্তমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন আছে।

সমাজের সহৃদয় মানুষদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে এই অসহায় পরিবার। আপনার সামান্য সহযোগিতাই পরেশ চন্দ্রের জীবনে ফেরাতে পারে আশার আলো।

সাহায্য পাঠানোর জন্য নম্বর:
📞 +8801774304373 (বিকাশ)
পরেশ চন্দ্রের বড় ছেলের (সাধন) নাম্বার।

আপনার সহানুভূতি তাদের জন্য বিশাল আশীর্বাদ।
অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে।

Address

Ulipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবিক লোকমান 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানবিক লোকমান 001:

Share