Ulipurbd.com - উলিপুর বিডি ডট কম

Ulipurbd.com - উলিপুর বিডি ডট কম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ulipurbd.com - উলিপুর বিডি ডট কম, News & Media Website, Ulipur Pukurpar Park, Ulipur.

"UlipurBD.com একটি নিরপেক্ষ ও তথ্যসমৃদ্ধ অনলাইন নিউজ পোর্টাল। আমরা উলিপুরের স্থানীয় সংবাদ থেকে শুরু করে সারা দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির খবর পাঠকের কাছে পৌঁছে দিই। UlipurBD.com – উলিপুর থেকে জাতীয় সংবাদ, সব খবর এক ঠিকানায়
সত্য, দ্রুত ও নির্ভরযোগ্য সংবাদ – UlipurBD.com

UlipurBD.com হলো বাংলাদেশের একটি নিরপেক্ষ ও তথ্যনির্ভর অনলাইন নিউজ পোর্টাল। আমরা প্রকাশ করি উলিপুর ও কুড়িগ্রামের স্থ

ানীয় সংবাদ (Ulipur news / উলিপুর সংবাদ), দেশের সর্বশেষ রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তি সম্পর্কিত খবর।

আমাদের লক্ষ্য হলো পাঠকের কাছে দ্রুত, যাচাই করা এবং নিরপেক্ষ সংবাদ পৌঁছে দেওয়া। আমরা **Bangla online newspaper** এবং **online news portal** হিসেবে বিশ্বস্ত সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ।

**SEO হাইলাইট কীওয়ার্ড:**
UlipurBD.com | Ulipur News | উলিপুর সংবাদ | Bangladesh News | বাংলাদেশ সংবাদ | Bangla News | Breaking News in Bangla | Online News Portal | Bangla Online Newspaper | Local News

03/09/2025
29/08/2025

বিদ্যুৎ বন্ধ থাকবে রংপুর-কুড়িগ্রাম লাইনে ( #উলিপুরসহ)

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (Power Grid Bangladesh PLC) জানিয়েছে, রংপুর-কুড়িগ্রাম ১৩২ কেভি সঞ্চালন লাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামী ৩০ আগস্ট ২০২৫, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে রংপুর ও কুড়িগ্রাম জেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিশেষ করে রংপুর সদর, পীরগাছা, গঙ্গাচড়া, তারাগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রাম সদর উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়বে।

পাওয়ার গ্রিডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই রক্ষণাবেক্ষণ কাজ অত্যন্ত জরুরি। এজন্য সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

👉 সংক্ষেপে:

তারিখ: ৩০ আগস্ট ২০২৫, শনিবার

সময়: সকাল ৭টা – দুপুর ১টা

কারণ: জরুরি মেরামত কাজ

প্রভাবিত এলাকা: রংপুর ও কুড়িগ্রাম জেলার বেশ কিছু উপজেলা

উলিপুরে বাইপাস সড়কের পরিবর্তে  #ফ্লাইওভার নির্মাণের দাবি উলিপুরে কয়েক বছর ধরে বাইপাস সড়ক নির্মাণের তোরজোড় চলছে। তবে স্থা...
29/08/2025

উলিপুরে বাইপাস সড়কের পরিবর্তে #ফ্লাইওভার নির্মাণের দাবি

উলিপুরে কয়েক বছর ধরে বাইপাস সড়ক নির্মাণের তোরজোড় চলছে। তবে স্থানীয়রা মনে করছেন, এভাবে কৃষিজমি, বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে বাইপাস নির্মাণের পরিবর্তে যুগোপযোগী ফ্লাইওভার নির্মাণ করাই হবে সঠিক সিদ্ধান্ত।

উলিপুর বাজারে দীর্ঘদিন ধরেই ভয়াবহ যানজট লেগে থাকে। যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। কিন্তু বাইপাস সড়ক নির্মাণের কারণে বিপুল পরিমাণ উর্বর কৃষিজমি নষ্ট হবে। একইসঙ্গে বহু মানুষকে বসতভিটা থেকে উচ্ছেদ হতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হবে।

স্থানীয়দের মতে, বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে কৃষিজমি রক্ষার দিকেই অগ্রাধিকার দেওয়া উচিত। কারণ আজ উলিপুরে বাইপাস হলে, অদূর ভবিষ্যতে দুর্গাপুর ও নাজিমখাঁ বাজারেও একইভাবে বাইপাসের প্রয়োজন দেখা দেবে। এতে ক্রমাগত কৃষিজমি হারিয়ে যাবে।

বিশেষজ্ঞরা বলছেন, খরচের দিক থেকে ফ্লাইওভার ও বাইপাস প্রায় সমপরিমাণ। কিন্তু ফ্লাইওভার নির্মাণ হলে তা দ্রুত বাস্তবায়নযোগ্য হবে। একইসঙ্গে উলিপুর বাজারের গুরুত্ব অক্ষুণ্ণ থাকবে, বরং আরও বাড়বে। পাশাপাশি ফ্লাইওভার একটি দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবে উলিপুরের পরিচিতি বৃদ্ধি করবে।

স্থানীয়রা তাই সরকারের কাছে আবেদন জানিয়েছেন—কৃষিজমি ও বসতভিটা ধ্বংস না করে, উলিপুরে যুগোপযোগী ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

28/08/2025

#ব্রেকিংনিউজ
" উলিপুর (হেলিপ্যাডমোড়) চিলমারী (গুনাইগাছ) সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের জন্য সরকার কর্তৃক জমি অধিগ্রহণের প্রস্তাব করা হয়েছে।

26/08/2025

উলিপুর লালদলের দাপুটে জয়: ট্রাইবেকারে ভূরঙ্গামারীকে ৪-৩ গোলে হারিয়ে জয়ের উল্লাস লালদলের।🎉

কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজে প্রথমবারের মতো ডিগ্রি (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীদের হাতে আইডি কার্ড (পরিচয়পত্র) তুলে ...
26/08/2025

কুড়িগ্রামের উলিপুর সরকারি কলেজে প্রথমবারের মতো ডিগ্রি (পাস) প্রথম বর্ষের শিক্ষার্থীদের হাতে আইডি কার্ড (পরিচয়পত্র) তুলে দেওয়া হয়েছে। কলেজের ইতিহাসে এই উদ্যোগটি এক নতুন দিগন্ত উন্মোচন করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ জানান, উচ্চ মাধ্যমিকের পাশাপাশি ডিগ্রি (পাস) শিক্ষার্থীদেরও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ বছর থেকেই আইডি কার্ড প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ বলেন, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ—ডিগ্রি (পাস) শিক্ষার্থীদের শতভাগ ক্লাস নিশ্চিত করা এবং ভালো ফলাফল অর্জনের জন্য সব ধরনের সহযোগিতা প্রদান করতে।”

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা জানান, আইডি কার্ড প্রদান তাদের জন্য বিশেষ এক সম্মানের পাশাপাশি আত্মপরিচয়ের স্বীকৃতি হয়ে থাকবে।

সুষ্ঠু শিক্ষা পরিবেশ গড়ে তুলতে এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সাফল্য নিশ্চিত করতে কলেজ প্রশাসন, শিক্ষক ও অভিভাবকদের একান্ত সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

আজ ২৫শে আগস্ট, দানবতী মহারাণী স্বর্ণময়ীর প্রয়াণ দিবস। শিক্ষা বিস্তার, জনকল্যাণ ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলায় তাঁর অসামান...
25/08/2025

আজ ২৫শে আগস্ট, দানবতী মহারাণী স্বর্ণময়ীর প্রয়াণ দিবস। শিক্ষা বিস্তার, জনকল্যাণ ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলায় তাঁর অসামান্য অবদান আজও ইতিহাসে গৌরবের সাথে স্মরণীয় হয়ে আছে।

Ulipurbd.com - উলিপুর বিডি ডট কম এই মহীয়সীকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।

উল্লেখ্য, ১৮৭১ খ্রিস্টাব্দে মহারাণী স্বর্ণময়ী এক হাজার টাকা ও জমিসহ নিজ বাসভবন রংপুর হাই স্কুলকে দান করেন। পরবর্তীতে এই প্রতিষ্ঠানই বর্তমান উলিপুর মহারাণী স্বর্ণময়ী উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ে রূপ নেয়।

👉 মহারাণী স্বর্ণময়ীর ত্যাগ ও অবদান উলিপুরসহ সমগ্র দেশের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে।

24/08/2025

উলিপুর একটি উপজেলা, তবে আয়তন, জনসংখ্যা ও অবকাঠামোগত উন্নয়নের কারণে মানুষ একে মজা করে বলে “পকেট জেলা”।

Address

Ulipur Pukurpar Park
Ulipur
5620

Alerts

Be the first to know and let us send you an email when Ulipurbd.com - উলিপুর বিডি ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share