নাস্তিকের প্রতিবেশী

নাস্তিকের প্রতিবেশী Almost right information about Muslims, you can get from this page.

17/09/2023

জন্ম, মৃত্যু, বিয়ে সবই উপরওয়ালার ইচ্ছা

17/09/2023

কিয়ামতের দিন প্রথম যার বিচার হবে, সে একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তাঁর দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন। সে তা স্মরণ করবে। এর পর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কী আমল করে এসেছ? সে বলবে, আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি আসলে এ জন্য জিহাদ করেছ, যাতে লোকেরা তোমাকে বলে, অমুক একজন বীর পুরুষ। তা–ই বলা হয়েছে। এর পর (ফেরেশতাদের) আদেশ করা হবে, আর তাকে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে ছুড়ে দেওয়া হবে।

14/09/2023

ইসলামের জন্য অপরিসীম ত্যাগের জন্য যাঁরা পৃথিবীর জীবনেই জান্নাতের সুসংবাদ লাভ করেছেন, তাঁদের মধ্যে আবদুর রহমান ইবনে আউফ (রা.) অন্যতম। যৌবনের শুরুতেই ইসলাম গ্রহণ করে তিনি ইসলাম প্রচারে সর্বাত্মকভাবে নিয়োজিত হয়েছিলেন।

আবদুর রহমান ইবনে আউফ (রা.) ছিলেন কোরআন ও হাদিসে পরিপূর্ণ জ্ঞানী, পরামর্শদানে বিজ্ঞ, বিচার ফয়সালার ক্ষেত্রে দূরদৃষ্টিসম্পন্ন এবং ফতোয়ায় অভিজ্ঞ। প্রথম তিন খলিফার খিলাফতকালে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে খলিফাদের পরামর্শ দিয়ে মুসলিম উম্মাহর কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে

13/09/2023

আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানবজাতিকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি।’ (সুরা জারিয়াত, আয়াত: ৫৬)

আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত পথ ও মতে জীবন পরিচালনা করাই ইবাদত। আল্লাহ যা নিষেধ করেছেন, মানুষ তা থেকে বিরত থাকবে। নামাজ পড়বে। রোজা রাখবে। সামর্থ্যবান হলে জাকাত ও হজ আদায় করবে। প্রতিবেশী ও আত্মীয়ের হক আদায় করবে। সঠিকভাবে উত্তরাধিকার বণ্টন করবে। মানুষের কল্যাণে কাজ করবে। সুদ, ঘুষ, ব্যভিচার, খুন, ধোঁকা, প্রতারণা, জুলুম, নির্যাতন, মিথ্যা ও গিবত ইত্যাদি মন্দ কাজ থেকে বিরত থাকবে।

12/09/2023

একটি ফেসবুক পেজ থেকে (the rational platform) ,নাস্তিকদের পেজ ,আসিফ মহিউদ্দিন আরেকজন মুসলিম কে আমন্ত্রণ জানিয়েছে বিতর্ক করার জন্য
বিতর্কের বিষয় মারিয়া কিবতিয়া (র) তথা দাসীর সাথে সম্পর্ক ।
নাস্তিকরা তাদের ধর্ম প্রচার করে যদি ৭ কোটি মুসলিম মুরতাদ হয়ে যায়, তখন বিতর্কের প্রসংগ আসতে পারে ।
বিতর্ক হয় সমানে সমানে ।৫ জন নাস্তিক আর ১৪ কোটি মুসলিম এক হল?
২,১ শ লোক তো ব্যতিক্রম থাকবেই (মানে তসলিমা নাসরিনের মত মুরতাদ),মুরতাদ হতেই পারে ।

আর এই সমস্ত নাস্তিকদের পেজে
হিংসুক হিন্দুরা কমেন্টস করতেছে যাদের পারসেন্টেজ ৯০% ।বাকি ১০% অতি উৎসাহী অন্যরা ।

05/09/2023

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিয়ো না এবং কবরগুলোকে উৎসবের জায়গা বানিয়ো না।’ (আবু দাউদ, হাদিস: ২,০৪২)

04/09/2023

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পুরো পৃথিবীই মসজিদ, শুধু কবরস্থান ও গোসলখানা ছাড়া।’ (তিরমিজি, হাদিস: ৩১৭)

03/09/2023

সর্বশক্তিমান আল্লাহ্ :
সর্বোচ্চ প্রমাণ, সর্বোচ্চ যুক্তি, সর্বোচ্চ বিজ্ঞান ;
মা আয়েশার কোন ক্ষতি হয়নি;
ব্রাদার রাহুল হোসেন কে অসংখ্য দোয়া ।আল্লাহ্ তাকে বেহেশতের সর্বোচ্চ সম্মান দান করুন ।
এভাবেই যুগে যুগে পরাজিত হবে নাস্তিকরা ।

02/09/2023

ব্রাদার রাহুল সুন্দর আলোচনা করেছেন নাস্তিক আসাদ নুরের সাথে

01/09/2023

প্রাচীনকাল থেকেই জ্ঞানী ব্যক্তিরা নাস্তিকদের কমন প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আসছেন ।
কেউ বোঝে আর কেউ বুঝেও বোঝে না ।

21/07/2023

নাস্তিক আসাদ নুরের ইহুদিরা কেমন !!!!

Address

Ullapara

Telephone

+8801950843716

Website

Alerts

Be the first to know and let us send you an email when নাস্তিকের প্রতিবেশী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category