26/05/2025
ভাগ্যবতী নারী কাকে বলে জানেন?
যে নারী তার জীবন একজন সঠিক পুরুষ পেয়েছে।
যে পুরুষ তাকে সম্মান করে, ভালোবেসে আগলে রাখে তার ছায়া দিয়ে। যে পুরুষ শুধু তার ভালো সময় না,খারাপ সময়ও তার পাশে থাকে।নিজের সর্বোচ্চ দিয়ে তাকে আগলে রাখে।তার শখের নারী কষ্ট পাবে এমন কাজ সে কখনোই করে না।সঠিক পুরুষের নজর শুধু মাত্র তার শখের নারী'র দিকে'ই থাকে সর্বদা।হাজারো সুন্দরী কে ইগনোর করে শুধু মাত্র একজনেই আ'সক্ত থাকে। জীবনে যেকোনো পরিস্থিতিতে সে পাশে থাকে হাতটা শক্ত করে ধরে রাখে।
সঠিক পুরুষের ভালোবাসা আসলেই অনেক সুন্দর হয়, আর সেই ভালোবাসা যে নারী পেয়েছে সে নারী নিঃসন্দেহে ভাগ্যবতী একজন নারী।🌸🤍