25/04/2025
আবু মাসউদ উকবা ইবনে আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ
যে ব্যক্তি কোন ভালো কাজের পথ দেখায়, তার জন্য রয়েছে সে ভালো কাজটি সম্পাদনকারীর মত সমান সওয়াব।
সহীহ মুসলিম, হাদীস ১৮৯৩সূত্র : রিয়াযুস সালেহীন, ৩য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ১৭৩