মালোশিয়া প্রবাসী 2.0

  • Home
  • মালোশিয়া প্রবাসী 2.0

মালোশিয়া প্রবাসী 2.0 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মালোশিয়া প্রবাসী 2.0, Digital creator, .

জোর করে কাউকে আর থাকতে বলি না, যার ইচ্ছা থাকবে যার ইচ্ছে চলে যাবে। I don’t care ❤️

"চিনি আর লবন একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু ,, ঠিক কি না।??

দেশটা সুন্দর করে তোলার দ্বায়িত্ব আমাদের❤️

20/06/2025

- সৌন্দর্য শুধু চোখকে আকর্ষণ করে !
কিন্তু ব্যক্তিত্ব হৃদয় কেড়ে নেয় ..!😊

🩶"প্রতিটি মানুষ তার নিজের পরিস্থিতির সাথে লড়ছে"-তবে  প্রতিটা নিরবতা কিন্তু ইগো নয়...✍️
19/06/2025

🩶"প্রতিটি মানুষ তার নিজের পরিস্থিতির সাথে লড়ছে"
-তবে প্রতিটা নিরবতা কিন্তু ইগো নয়...✍️

বিজেপি নেতৃত্বে ভারত দুনিয়ার জন্য ক্যান্সার!!
23/04/2025

বিজেপি নেতৃত্বে ভারত দুনিয়ার জন্য ক্যান্সার!!

বিজেপি নেতৃত্বে ভারত দুনিয়ার জন্য ক্যান্সার!! একটা রাষ্ট্র যখন সন্ত্রাসবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা ক....

খ্রিষ্টীয় ৮০০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আমাদের পতাকা সমূহ।
23/04/2025

খ্রিষ্টীয় ৮০০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আমাদের পতাকা সমূহ।

●══❥𝄞⋆⃝༎︵།།এই শহরটা যেমন আছে তেমনি থাকবে,শুধু বদলে যাবে কিছু গল্প, কিছু স্মৃতি। ─༅༎•🌺🌸༅༎•
20/10/2024

●══❥𝄞⋆⃝༎︵།།এই শহরটা যেমন আছে তেমনি থাকবে,
শুধু বদলে যাবে কিছু গল্প, কিছু স্মৃতি। ─༅༎•🌺🌸༅༎•

14/09/2024

আমাদের প্রিয় বন্ধু গুলো 😳

হুমকির মুখে বাংলাদেশের আকাশ সীমা..!!______________________________দক্ষিন এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্...
12/09/2024

হুমকির মুখে বাংলাদেশের আকাশ সীমা..!!
______________________________
দক্ষিন এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত ৯৫ ভাগ বানিজ্যিক বিমানকে- বাংলাদেশকে কোন ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যবহার হয়, অথচ চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্ট্রার করা হয়, তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত। আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ, অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে- অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে।
মূল কারন হল- ১৯৮০ সালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর (বর্তমান শাহ জালাল (রহঃ) বিমান বন্দর) এ একটি মাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হয়। ৪৪ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই ডেট এক্সপায়ারড হয়ে গেছে। কিন্তু এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডারই ব্যবহার করতে হয়। এত পুরাতন রাডার দক্ষিন এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই ব্যবহার করে। যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মান দন্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকে।
মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ২০১৭ সালে চট্টগ্রামের জন্য নতুন একটি ৪র্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত সেই রাডারটি ২০১৭ সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই। ভারতের কারণেই এই রাডার সচল করা হচ্ছে না বলে শোনা যাচ্ছে । রাডারটি বসানোর সময়েও ভারত আপত্তি জানায়। অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে। যার বার্ষিক আয়ের পরিমান প্রায় ১০০ কোটি ডলারের উপরে। এক ভারতকেই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়ত করতে হয়। অথচ ছয় বছর থেকে চট্টগ্রামের রাডারটি অযত্নে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন।


09/09/2024

Today Malaysia🇲🇾 Utsob

03/09/2024

এবার পশ্চিম বাংলাসহ সেভেন সিস্টার্স ভারতের দাসত্ব মুক্ত হতে বাংলাদেশের সহায়তা চায় (পশ্চিমবাংলা মিডিয়া)

01/09/2024

কারো টাকা না জানিয়ে নিলে কিভাবে ফারত দেবেন তার নিয়ম

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগ স...
31/08/2024

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। এই সুযোগ সুবিধাগুলো সকল যাত্রীদের জন্য প্রযোজ্য।

১. বিভিন্ন পয়েন্টে টেলিফোন রাখা আছে। আপনি চাইলে যেকোনো নম্বরে কথা বলতে পারবেন। এজন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না।

২. সার্বক্ষণিক ফ্রি ওয়াই ফাই সুবিধা।

৩. যাত্রীদের সার্ভিস দেয়ার জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা। আপনার কোনো কিছু জানার থাকলে হেল্প ডেস্কের যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে সঠিক পরামর্শ দিবে।

৪. লাগেজ ভাঙলে কমপ্লেইনের ব্যবস্থা আছে। দ্রুত সময়ের মধ্যে আপনার সমস্যা সমাধান করা হবে।

৫. লাগেজ চুরির ঘটনা এখন নাই বললেই চলে। তবে কোনো লাগেজ হারিয়ে গেলে/খুঁজে না পেলে Lost and Found নামক একটা অফিস আছে ওখানে কমপ্লেইন করলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হয়ে থেকে।

৬. দেশের সব সিম অপারেটরদের কাস্টমার সার্ভিস সুবিধা (২৪ ঘণ্টা)। আপনি চাইলে সিম কিনতে/রিপ্লেস করতে পারবেন।

৭. কারেন্সি চেঞ্জ করার জন্য দেশের প্রায় সব ব্যাংকের বুথ ২৪ ঘণ্টা খোলা থাকে। অতিরিক্ত টাকা ছাড়াই বর্তমান বাজার মূল্যে কারেন্সি চেঞ্জ করতে পারবেন।

এরপরও আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে আপনার আশে পাশে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর যে কোনো সদস্যকে জিজ্ঞাসা করলে আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী দেশের সকল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে ।

এনজেড ট্রিপ✈️
বিমান টিকিটের একমাএ বিশ্বস্ত প্রতিষ্ঠান ।
Fly Abrar
De Abrar Air Ticket Services.

01/06/2023

বাংলা টু মালাইশিয়া

Address


Telephone

+8801770768840

Website

Alerts

Be the first to know and let us send you an email when মালোশিয়া প্রবাসী 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মালোশিয়া প্রবাসী 2.0:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share