
14/07/2025
সাবধান! সতর্ক!
কিছুকালের মধ্যে আপনার মাধ্যমে নিম্মোক্ত তিনটি বিষয় ঘটতে পারে।
কাউকে সমর্থন করে প্রতিনিধি বানানোর চেষ্টা করা মানে তার ব্যপারে আপনি নিম্নলিখিত তিনটি বিষয়ের আমানত রক্ষার দায়িত্ব পালন করছেন।
১. সাক্ষ্য প্রদান
২. সুপারিশ ও
৩. প্রতিনিধিত্বের অথরিটি প্রদান।
আগামীতে আপনার অঙ্গপ্রত্যঙ্গ,হাত,পা,সময় এসব ব্যবহার করার সময় খুবই সতর্ক থাকতে হবে, উপরোক্ত তিনটি বিষয়ে যেন খিয়ানত না হয়, পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে গিয়ে যেন আমার মাধ্যমে মিথ্যা সাক্ষ্য প্রদান না হয়।