Off story

Off story যে অতীত ভালবাসে তার কোন প্রাক্তন হয় না

সৌদি আরবের চাঁদ আজ কত সুন্দর  না
07/09/2025

সৌদি আরবের চাঁদ আজ কত সুন্দর না

তারপর,তারপর একদিন;আমার আলোকিত আকাশ মেঘে ঢেকে গেলো!আকাশ ভাঙ্গা মুষলধারের বৃষ্টিতে আমি ভেসে গেলাম অজানা আর অপ্রত্যাশিত গন্...
06/09/2025

তারপর,

তারপর একদিন;

আমার আলোকিত আকাশ মেঘে ঢেকে গেলো!

আকাশ ভাঙ্গা মুষলধারের বৃষ্টিতে আমি ভেসে গেলাম অজানা আর অপ্রত্যাশিত গন্তব্যে.....!

29/08/2025

আগে মনে করতাম নেশা করলে পিনিক হয় ওর মাইরে বাপ এখন দেখি স্মৃতি মনে পড়ে 😁🤭

28/08/2025

ছিন্নভিন্ন বইয়ের পাতা
আমাকে পাওয়া যায় গোলমাল দুপুরে, আবার কখনো প্রেমময় বিকেলে; নর্দমায়, কিংবা মানুষের পায়ের ধুলোয়।
আমাকে পাওয়া যায়-রাগ, ক্ষোভ আর তীব্র ঘৃণায়, থুথু ফেলা মৃত্তিকায়।
আমি এক-
ছিন্নভিন্ন বইয়ের পাতা। আমাকে কেউ যত্ন করে মলাট করে দিক,

ছিন্নভিন্ন বইয়ের পাতাআমাকে পাওয়া যায় গোলমাল দুপুরে, আবার কখনো প্রেমময় বিকেলে; নর্দমায়, কিংবা মানুষের পায়ের ধুলোয়।আমাকে প...
28/08/2025

ছিন্নভিন্ন বইয়ের পাতা

আমাকে পাওয়া যায় গোলমাল দুপুরে, আবার কখনো প্রেমময় বিকেলে; নর্দমায়, কিংবা মানুষের পায়ের ধুলোয়।

আমাকে পাওয়া যায়-রাগ, ক্ষোভ আর তীব্র ঘৃণায়, থুথু ফেলা মৃত্তিকায়।

আমি এক-

ছিন্নভিন্ন বইয়ের পাতা। আমাকে কেউ যত্ন করে মলাট করে দিক,
লেখক হাবিবুর রহমান 😥❤️‍🩹

আমি যে শূন্যতায় রোজ ভুগি...?
27/08/2025

আমি যে শূন্যতায় রোজ ভুগি...?

প্রিয়তুমি আমার জীবনে আসার আগে পযন্ত আমার জীবনে বড়ো-সড়ো কোনো দুঃখ ছিলো না!যে টুকু দুঃখ ছিলো, তা চোখের পানি গড়িয়ে পড়ার আগে...
27/08/2025

প্রিয়

তুমি আমার জীবনে আসার আগে পযন্ত আমার জীবনে বড়ো-সড়ো কোনো দুঃখ ছিলো না!

যে টুকু দুঃখ ছিলো, তা চোখের পানি গড়িয়ে পড়ার আগেই মিলিয়ে যেতো!

এই যে তুমি আমার হয়েও-হলে না, এই দুঃখটা আমার কাছে সমুদ্রের মতো!

যদি পৃথিবীর সমস্ত দুঃখ একদিকে রাখা হয়, আর অন্য দিকে প্রিয় মানুষটা কে হারানোর দুঃখ রাখা হয়!

তবে প্রিয় মানুষটাকে হারানোর পাল্লাটাই বেশি ভারী

হবে!

পেয়ে হারানোর অনুভূতিটা কাউকে বলে বোঝানো যায় না!

তবুও মানুষ ভালোবাসে, ভালোবাসতে চায় সমস্ত দুঃখের বিপরীতে, একটা নতুন সোনালী সুখের আশায়!..
লেখক হাবিবুর রহমান , ❤️‍🩹😥

পাসপোর্ট আমার টাকার, ভিসা আমার টাকার,  পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার আমার টাকার,  মেডিকেল মাফিয়া ক্লিয়ারেন্স আমার টাকার, টিকি...
03/02/2025

পাসপোর্ট আমার টাকার, ভিসা আমার টাকার, পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ার আমার টাকার, মেডিকেল মাফিয়া ক্লিয়ারেন্স আমার টাকার, টিকিট সিন্ডিকেট থেকে টিকেট কেনা আমার টাকার। বিদেশ গিয়ে রেসিডেন্সি পারমিট নেয়া আমার টাকার, কাজ খুজে নেয়া সেটাও আমার দায়িত্ব, আর আয় করে তোমাদের কথা মত চ্যানেল দিয়ে টাকা দিতে হবে কোন হিসাবে?

প্রবাস থেকে Nid সমস্যার সমাধান হয়না, জন্ম নিবন্ধন সমস্যার সমাধান হয়না, ব্যাংক একাউন্ট সমস্যার সমাধান হয়, সময় মত প্লেন টিকিট পাওয়া যায়না, আকাশছোঁয়া টিকিটের দাম, পাসপোর্ট রিনিউ সেবা ঠিকমতো পাইনা, ব্যাংক প্রতিনিধি, পাসপোর্ট প্রতিনিধি তাদের অমানুষের মত ব্যবহার শুধরায় না, বেতন ভাতা আদায়ে এম্বেসির সাহায্য পাওয়া যায়না, অবৈধ লোক দেশে যাইতে পারেনা হয়রানী হয়। কেউ মারা গেলে লাশটাও পড়ে থাকে হিমঘরে।

দেশে গিয়ে জমি কিনলে চান্দা দেও, বাড়ি করলে চাদা দেও, ব্যবসা করেল চাদা দেও। কাগজপত্র বানাতে গেলে টেবিলের নিচে থেকে চাদা দেও।

শত হয়রানির পরে হে প্রিয় বাংলাদেশ একটা পাসপোর্ট ছাড়া কি দিয়েছো আমাদের?

যতদিন টিকেট সিন্ডিকেট না ভাঙবে ততদিন আমি রেমিট্যান্স শাটডাউন করলাম। আপনি করছেন তো?

03/02/2025

চোখ শুধু দেখার অঙ্গ নয়, বরং এটি আমাদের অন্তর্জগতের প্রতিচ্ছবি। সুখ, দুঃখ, রাগ, ভালোবাসা – এই সবকিছুই চোখের মাধ্যমে ফুটে ওঠে। তাই বলা হয়, “চোখ মনের আয়না”। শব্দের অপেক্ষায় চোখের ভাষা কথা বলে।
লেখক :হাবিবুর রহমান

03/02/2025

মির্জা গালিবের একটা কথা আছে না—
'সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায়'

সময়ের সাথে আমারাও চলে যাচ্ছি । কোথায় যাচ্ছি জানি না । তবে বুঝতে পারছি কোথাও একটা যাচ্ছি।হয়তো সমুদ্রের দিকে– নয়তো নক্ষত্রের দিকে।নিয়ম করে আমাদের জ্বর , ঠান্ডা , অভিমান হচ্ছে । বিনা পারিশ্রমিকে দিনের পর দিন নিজের সাথে অভিনয় করে যাচ্ছি । নিরপরাধ দুটো চোখ ক্লান্ত হয়ে যাচ্ছে । তবুও আমরা যাচ্ছি । প্রিয় মানুষ ফেলে , পরিচিত আকাশ ফেলে আমরা চলে যাচ্ছি । দূরে । বহুদূরে কোথাও.

লেখক: হাবিবুর রহমান

Address


Telephone

+8801887562529

Website

Alerts

Be the first to know and let us send you an email when Off story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Off story:

  • Want your business to be the top-listed Media Company?

Share