H.M.Eyasin Bin Rakib

  • Home
  • H.M.Eyasin Bin Rakib

H.M.Eyasin Bin Rakib আল্লাহ নসিবে যা লিখেছে তা ই হবে,আমি শুধু চেষ্টা করে যাচছি। 01869463465
(2)

07/06/2025

সবাইকে ঈদ মোবারক # #হা মাও ইয়াসিন আরাফাত

30/05/2025

কুরবানি নিয়ে চমৎকার মাসআলা যা আগে কেউ এরকম কেউ বলেনি, # #হাফেজ মাওঃইয়াসিন আরাফাত সিদ্দিকী-01869463465

মুহাম্মাদ (সাঃ)❤️❤️
29/05/2025

মুহাম্মাদ (সাঃ)❤️❤️

28/05/2025

জিলহজের চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে এক মহিমান্বিত দশকে প্রবেশ করলাম আমরা।

রমাদানের পরে ইবাদেতের সবচেয়ে বড় মৌসুম হলো জিলহজের প্রথম দশক। রাসুল (সা.) বলেছেন, আল্লাহর নিকট অন্য যে কোনো সময়ের আমলের চেয়ে জিলহজের প্রথম দশকের আমল অধিক প্রিয় [সহিহ বুখারি]।

তাই আসুন, এই শ্রেষ্ঠ দশককে ইবাদতের সৌরভে ভরিয়ে তুলি, হাফেজ মাওঃইয়াছিন আরাফাত সিদ্দিকী

যখন নিজের অস্তিত্বে আঘাত এসেছে, তখন পাকিস্তান হাত গুটিয়ে বসে থাকেনি। উপযুক্ত জবাব দিয়েছে ভারতকে। বুঝা গেছে, পাকিস্তান ...
13/05/2025

যখন নিজের অস্তিত্বে আঘাত এসেছে, তখন পাকিস্তান হাত গুটিয়ে বসে থাকেনি। উপযুক্ত জবাব দিয়েছে ভারতকে। বুঝা গেছে, পাকিস্তান শক্তিশালী। তো এই পাকিস্তান গাজার জন্য কিছু করেনি। স্বার্থপরের মতো এড়িয়ে গেছে গাজাকে।

এদিকে কাতার আমেরিকার প্রেসিডেন্টকে উপহার দিচ্ছে ৪০০ মিলিয়ন ডলারের বিমান। অথচ গাজায় খাবার এবং পানির অভাবে মারা যাচ্ছে শিশুরা। কাতার দেখেও না দেখার ভান করে রইল।
ঈমানের চেয়ে স্বার্থকে বড় করে দেখছে সবাই।

রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। কারণ মজলুমের বদদোয়া কবুল হওয়ার মাঝে কোন আড়াল থাকে না। (বুখারি শরিফ, হাদিস নং ২৪৪৮)

H.M.Eyasin Arafat

10/05/2025

সর্ব শক্তিমান আল্লাহ

07/05/2025

ফজরের পর সুরা ইয়াসিন পড়া উত্তম আমল।

দেশী টাটকা গাছের আম, # # photos # #😍😍
05/05/2025

দেশী টাটকা গাছের আম, # # photos # #😍😍

04/05/2025

"হিংসা" শব্দটির বাংলা ভাষায় দুটি প্রধান অর্থ রয়েছে:

1. ঈর্ষা (Jealousy/Envy): যখন কেউ অন্যের সুখ, সাফল্য, গুণ বা সম্পদ দেখে মনোভাবে ক্ষুব্ধ হয় বা তাকে দেখতে না পারে, তখন তাকে হিংসা বলা হয়। যেমন:
সে বন্ধুর সাফল্যে হিংসা করে।
2. নির্যাতন বা আক্রমণ (Violence): কাউকে শারীরিক বা মানসিকভাবে ক্ষতি করার কাজকেও হিংসা বলা হয়। যেমন:
হিংসার পথ পরিহার করতে হবে।?হাফেজ মাওঃইয়াসিন আরাফাত

28/04/2025

বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলামের কন্ঠে নতুন সুরে কোরআন তিলাওয়াত # হাফেজ মাওঃইয়াসিন আরাফাত কুমিল্লা .. # #

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when H.M.Eyasin Bin Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share