পাঁচবিবি নিউজ

  • Home
  • পাঁচবিবি নিউজ

পাঁচবিবি নিউজ My portfolio link- http://surl.li/mbbxx
Proposals Link -
https://www.upwork.com/workwith/mdatikurr23
(1)

পাঁচবিবি নিউজ-এ আপনাকে সুস্বাগতম।

আমরা সত্যের পথে

আমরা জানতে চাই এবং জানাতে চাই।

ধন্যবাদ

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-2025জয়পুরহাট ডিসি কাপ ফুটবল টুনামেন্ট শুভ উদ্বোধন খেলা হবে আগামী 29/07/2025ইং তারিখ সকালে...
29/07/2025

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-2025

জয়পুরহাট ডিসি কাপ ফুটবল টুনামেন্ট শুভ উদ্বোধন খেলা হবে আগামী 29/07/2025ইং তারিখ সকালে পাঁচবিবি পৌরসভা বনাম জয়পুরহাট পৌরসভা খেলা অনুষ্ঠিত হবে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে আপনারা জয়পুরহাটবাসী উক্ত খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করার জন্য আমত্রণ রইল।
শুভেচ্ছান্তে
পাঁচবিবি পৌরবাসী
পাঁচবিবি,জয়পুরহাট।

প্রচারে: পাঁচবিবি নিউজ, এডমিন গ্রুপ।

আমার দেশ (ইপেপার)স্বাধীনতার কথা বলেআজ 28-07-2025ইং,
28/07/2025

আমার দেশ (ইপেপার)
স্বাধীনতার কথা বলে
আজ 28-07-2025ইং,

28/07/2025
পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীদেরক মাঝে পুরস্কার বিতরণপাঁচবিবি নিউজ, স্টাফ রিপোটার: ২৮ জুলাই, আজ পাঁচবিবিতে পারফরম্যান্স ব...
28/07/2025

পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীদেরক মাঝে পুরস্কার বিতরণ
পাঁচবিবি নিউজ, স্টাফ রিপোটার: ২৮ জুলাই, আজ পাঁচবিবিতে পারফরম্যান্স বেজড গ্র্যান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়, ঢাকা কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৭জন অতি মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বর পাওয়ার ভিত্তিতে সরাসরি শিক্ষা বোর্ড কর্তৃক এই মেধাবী শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।
পুরস্কার হিসাবে প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে সার্টিফিকেট, সন্মাননা ক্রেস্ট ও ১০ হাজার করে টাকা মোবাইলে প্রদান করা হয়। পুরস্কারের টাকা প্রত্যেকের মোবাইল একাউন্টে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা মিলনায়তনে সকাল ১১ টায় আয়োজিত আলোচনা সভায়, মিজানুর রহমান খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পাঁচবিবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোমানা রিয়াজ, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মো: রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার জয়পুরহাট, এছাড়াও উপস্থিত ছিলেন, মেধাবী ছাত্র-ছাত্রীর অভিভাবক সহ বিভিন্ন পেশার সাধারণ ছাত্র-ছাত্রী প্রমুখ।

প্রচার: পাঁচবিবি নিউজ, এডমিন গ্রুপ।

পাঁচবিবিতে এক রাতে চার বাড়িতে দুর্ধষ চুরি ! এলাকায় আতংক!পাঁচবিবি নিউজ, স্টাফ রিপোটার, পাঁচবিবিতে একই রাতে ৪টি বাড়ীতে দূর...
27/07/2025

পাঁচবিবিতে এক রাতে চার বাড়িতে দুর্ধষ চুরি ! এলাকায় আতংক!

পাঁচবিবি নিউজ, স্টাফ রিপোটার, পাঁচবিবিতে একই রাতে ৪টি বাড়ীতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে।

আজ ২৭ জুন, রোববার রাতে ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামে দূর্ধষ চুরির ঘটনা ঘটে। চোরেরা ঐ চার বাড়ী থেকে স্বর্ণলঙ্কার, নগদ টাকাসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, শনিবার দিনগতরাতে প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া দাওয়া শেষে শ্রীমন্তপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র মাহমুদুন নবী (কলম) মাস্টার ঘুমিয়ে গেলে, শনিবার দিনগত রাতের কোন এক সময় চোরেরা বাড়ীতে ঘরের জানালা কেঁটে ঘরের ভিতর প্রবেশ করে। এরপর আলমারিতে রাখা স্বর্ণের চেইন, গলার মালা, কানের দুল ও নগদ ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়। ভোরে ফজরের নামাজের জন্য উঠে দেখে যে, ঘরের জানালা ও আসবাবপত্র এলোমেলো, ঘরের মালামাল ও টাকা চুরির ঘটনা জানা যায়।

বিষয়টি জানাজানি হলে একই গ্রামের মজিবর রহমান মোজামের পুত্র হাবিবুর রহমানের প্রায় দুই ভরি স্বর্ণ ও কিনু মিয়ার পুত্র ব্যবসায়ী আব্দুর রশিদের বাড়ী হতে নগদ ৪০ হাজার টাকা চুরির ঘটনা জানা যায়।

এছাড়া একই রাতে আইয়ুব আলীর পুত্র তুহিনের বাড়ীতে চোর প্রবেশ করলেও কোন চুরি হয়নি বলে জানান। চুরি সময় চেতনানাশক কোন কিছু ছিটিয়ে বাড়ীর মানুষকে অচেতন করে, চুরি করে নিয়ে গেছে বলে মনে করা হচ্ছে।

একই রাতে একাধিক বাড়ীতে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চুরি আতংক বিরাজ করছে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তদন্ত চলছে। পরবর্তীতে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রচারে:- পাঁচবিবি নিউজ, এডমিন গ্রুপ।

Address


Telephone

+8801713736645

Website

https://www.youtube.com/@educationalvideokid

Alerts

Be the first to know and let us send you an email when পাঁচবিবি নিউজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পাঁচবিবি নিউজ:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share