28/07/2025
পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীদেরক মাঝে পুরস্কার বিতরণ
পাঁচবিবি নিউজ, স্টাফ রিপোটার: ২৮ জুলাই, আজ পাঁচবিবিতে পারফরম্যান্স বেজড গ্র্যান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়, ঢাকা কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৭জন অতি মেধাবী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়। ২০২২ ও ২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বর পাওয়ার ভিত্তিতে সরাসরি শিক্ষা বোর্ড কর্তৃক এই মেধাবী শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।
পুরস্কার হিসাবে প্রত্যেক মেধাবী শিক্ষার্থীকে সার্টিফিকেট, সন্মাননা ক্রেস্ট ও ১০ হাজার করে টাকা মোবাইলে প্রদান করা হয়। পুরস্কারের টাকা প্রত্যেকের মোবাইল একাউন্টে দেওয়া হয়েছে।
এ উপলক্ষে পাঁচবিবি উপজেলা মিলনায়তনে সকাল ১১ টায় আয়োজিত আলোচনা সভায়, মিজানুর রহমান খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পাঁচবিবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রোমানা রিয়াজ, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মো: রুহুল আমিন, জেলা শিক্ষা অফিসার জয়পুরহাট, এছাড়াও উপস্থিত ছিলেন, মেধাবী ছাত্র-ছাত্রীর অভিভাবক সহ বিভিন্ন পেশার সাধারণ ছাত্র-ছাত্রী প্রমুখ।
প্রচার: পাঁচবিবি নিউজ, এডমিন গ্রুপ।