03/08/2025
দীর্ঘ বিরতির পর স্কুল খুলেছে …
সবাই আবার একই পথে ক্লাসে ফিরছে, কিন্তু হঠাৎ করেই “ না ফেরার দেশে “ চলে যাওয়া চেনা মুখ গুলোর টাংগিয়ে রাখা ছবি গুলোর পাশে থমকে দাঁড়িয়ে আছে ছাত্রছাত্রীরা।
হয়তো সহপাঠীদের বলছে -“ এই তো আমাদের বন্ধু , ওর সাথেই তো এক সাথেই ক্লাস করতাম , একই টিফিন শেয়ার করতাম , এই তো আমাদের শিক্ষক উনি কত আদর করেছেন…কতশত স্মৃতি “
কিন্তু ছবিতে স্থির থাকা মুখ গুলো শুধু হৃদয়ের রক্ত ক্ষরণ বাড়াবে , আজ কাল হয়ত বেনী দোলানো মেয়েটি খিলখিল শব্দে হাসবে না ,আজো কোন দুখিনি মা হয়তো বার বার ঘড়ির দিকে তাকিয়ে থাকবে এই বুঝি ছুটির ঘন্টা বেজে উঠল!!! আজো কোন বাবা তার ছেলের অপেক্ষায় বসে থাকবে একবুক কষ্ট নিয়ে!!
আজো বিমান গুলো আকাশ দিয়ে শব্দ করেই উড়াল দেবে , সবাই এই বিমান দেখে আনন্দিত না হয়ে আতংকিত হবে !!!
সময়ের সাথে সাথে মাইলস্টোন ট্রাজেডি র ট্রমা থেকে বের হতে হবে !! হতেই হবে !!!
গভীর ক্ষত দাগ রেখে যায় , এই ক্ষতের আর পুনরাবৃত্তি না ঘটুক !!!
আল্লাহ আপনি সবাইকে মানসিকভাবে,শারীরিকভাবে সুস্থতা দান করুন!! শোক সহ্য করার শক্তি দিন !!
বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি,অসুস্থদের সুস্থতার গল্প শুনতে চাই ।