Priyanka - প্রিয়া

Priyanka - প্রিয়া বড়দের প্রতি আমি শ্রদ্ধাশীল 🙏
ছোটদের প্রতি রইলো ভালোবাসা ❤️
শুভকামনা সকলের জন্যে 💝
ইউটিউব লিংক ⤵️
https://www.youtube.com/-129.
(1)

এম্নিতেই 🤟
18/06/2025

এম্নিতেই 🤟

শুভ বিকাল ☺️
28/11/2024

শুভ বিকাল ☺️

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
23/08/2024

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

🙏🏻 বিশ্ব বিখ্যাত শিল্পী আশা ভোঁসলের পা নিজ হাতে ধুয়ে দিচ্ছেন আর এক বিশ্ব বিখ্যাত শিল্পী সনু নিগম। অথচ আমাদের দেশে এখনো ...
04/07/2024

🙏🏻 বিশ্ব বিখ্যাত শিল্পী আশা ভোঁসলের পা নিজ হাতে ধুয়ে দিচ্ছেন আর এক বিশ্ব বিখ্যাত শিল্পী সনু নিগম। অথচ আমাদের দেশে এখনো যারা জাতীয় পর্যায়ে কোনদিন কাজ করতে পারেনি পাড়া মহল্লার ছোটখাটো দুই একটি স্টেজ শো তে গান করলেই অহংকারে মাটিতে পা পড়ে না। সিনিয়রদের সম্মান করতে তাদের যেন প্রেস্টিজে বাঁধে আর এরা জানে না জানতেও চায় না সেই সিনিয়র শিল্পী অথবা মিউজিসিয়ানের লাইফের এচিভমেন্ট সম্পর্কে।আমাদের দেশের শিল্পীদের অনেক কিছুই শেখার আছে এই ছবিটি দেখে। আমরা এটা ভুলে যাই যে আজকে আমি কোন সিনিয়রকে সম্মান করলে কালকে আমার জন্যেও সেই সেই সম্মানের প্রাপ্তির অধিকার থাকবে।👏🙏🏻

(Cp)
Priyanka Paul

একটু সময় নিয়ে লেখাটি মন দিয়ে পড়বেন প্লিজ...🙏🏻সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চ...
26/06/2024

একটু সময় নিয়ে লেখাটি মন দিয়ে পড়বেন প্লিজ...🙏🏻

সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না।
গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো বাসায় থাকাও অনেক ভালো,অনেক সম্মানের,অনেক আরামদায়ক।
গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে?

এখানে (গ্রামে) বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যাক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত।আপনার চুল বড় কেন,আপনি বোরখা পড়েন না কেন,অনার্সে পড়লেও মেয়ের বিয়ে দেয়না কেন,বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনো জব হয়না কেন, আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়াশুনা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন।মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয় অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত।

গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া,
আপনি এমন কোনো বাড়ি খুজে পাবেন না যেখানে জায়গা-জমি নিয়ে কোনো বিরোধ নেই।প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে।
১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি,অশ্লিল ভাষায় গালাগালি,মামলা মোকদ্দমা চলতেই থাকে।

এইজন ওইজনের নামে গোপনে প্যাচ লাগিয়ে ঝগড়া বাদিয়ে দেওয়া,কাউকে পছন্দ নাহলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া,এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেনো একটি নিত্যদিনের কাজ।

গ্রামের বেশিরভাগ মানুষ ই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝেনা,ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝেনা,এমবিবিএস ডাক্তার এর মানে বুঝেনা।
তাদের কাছে সরকারি চাকুরী মানে পুলিশ(হউক কনস্টেবল), সেনাবাহিনী(হউক সৈনিক), প্রাইমারি স্কুলের শিক্ষক এসব ই। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকুরী করেন তার থেকে গুরুত্বপূর্ণ আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি।আপনি যদি প্রাইমারি স্কুলের পিওন ও হোন তাও মেয়ে বিয়ে দিতে রাজি,কিন্তু বেসরকারি যতো ভালো চাকুরী ই করেন,আমতা আমতা করবেই।
তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহনের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে এসএসসির পর সৈনিক/কনস্টেবল/ বিদেশে বা কোনো কাজে চলে গেছে।

আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো।গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ে চুমুক উঠেই গীবত দিয়ে।যেখানে কার বৌয়ের বাচ্চা হচ্ছেনা,কার বৌ প্র‍্যাগন্যান্ট থেকে শুরু করে রাজনীতি,অর্থনীতি,খেলাধুলা কোনোটার ই গবেষণা বাকি থাকেনা।যার অধিকাংশই আবার গুজব।

(এতসবের মাঝেও গ্রামে কিছু আপনার শুভাকাঙ্ক্ষী থাকেই,যারা আপনাকে বুঝতে চায়,বুঝে,বুঝার চেষ্টা করে।যারা অন্যের ব্যাক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয়,যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশে চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন নয়,যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধুয়ো উঠায় না। তাদের স্যালুট,তারা আজীবন সম্মানপ্রাপ্য)
ধন্যবাদ।🙏🏻
Priyanka Paul

লিচু বিক্রেতা এক মামাকে জিজ্ঞেস করলাম,মামা  ১০০ লিচু কত? মামা বললেন ৩৫০ টাকা আমি বললাম ২৫০ টাকা দিব   তারপর ২৮০ টাকা দিয...
23/05/2024

লিচু বিক্রেতা এক মামাকে জিজ্ঞেস করলাম,
মামা ১০০ লিচু কত? মামা বললেন ৩৫০ টাকা
আমি বললাম ২৫০ টাকা দিব
তারপর ২৮০ টাকা দিয়ে ১০০ লিচু কিনলাম
মামাকে বললাম আমি গুনে নিব বলল 5 -6 টা কম হতে পারে পরে আমি বললাম ৫-৬ টা কম কেন নিবো আমাকে ৫-৬ টা বেশি দিয়ে দেন মামা বললো ১০ টা লিচু বেশি দিলাম নেন
বাসা এসে গুনার পর দেখলাম দশটি বেশি লিচু সহ লিচু সংখ্যা ৭২ 🥹
আমাদেরকে এভাবে আর কত ঠকাবে?

সবার সাথে share করলাম আপনারা লিচু কেনার সময় সতর্ক হোন এবং গুনে গুনে লিচু কিনবেন।

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
20/05/2024

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

ভিমরুলের মতো এক ধরনের পোকা ঘুরে বেড়ায় ঘরময়। অতি চঞ্চল। দ্রুত আসে, ঘরের এককোণের দেয়ালে কী যেন রেখে আবার পালিয়ে যায়। কিছুক...
15/05/2024

ভিমরুলের মতো এক ধরনের পোকা ঘুরে বেড়ায় ঘরময়। অতি চঞ্চল। দ্রুত আসে, ঘরের এককোণের দেয়ালে কী যেন রেখে আবার পালিয়ে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে আসে। কয়েকদিন একটানা খেয়াল রাখলাম। এক তাল কাঁদার স্তূপ জড়ো হয়েছে দেয়ালের সেই কোণে। খুব ভালো করে তখন পোকাটাকে লক্ষ করলাম। মুখে খুব সামান্য একফোঁটা কাদা। বাইরে থেকে বার বার আনে। সেই কাদাই এক সময় স্তুপে রূপ নেয়। কাদার সেই স্তূপটা হলো ওই ভিমরুলের বাসা।
গ্রামে একে কুমরে পোকা বলে, কাদা দিয়ে বাসা বানায় কী-না! আসলে এটাও একধরনের ভিমরুল। যে সে কাঁদা কিন্তু ঘর তৈরিতে ব্যবহার করে না। রীতিমতো চারপাশে ভালো করে দেখে উপযুক্ত কাদা খুঁজে বের করে। তারপর কাদার সঙ্গে নিজেদের লালা মিশিয়ে আঠালো করে বাসা তৈরি করে।
কাদার সেই স্তূপের ভেতরটা ফাঁপা। বাইরের দেয়ালগুলো যতটা এবড়ো-খেবড়ো, ভেতরটা ঠিক ততটাই মসৃণ। বাইরে থেকে দেখলে পোকাদের সেই ঘরের মুখ খুঁজে পাওয়া যায় না।
তাহলে পোকা ভেতরে ঢোকে কী করে? শ্বাসই বা নেয় কীভাবে?
তখন জানতাম না, বড় হয়ে জেনেছিলাম। এ ঘর পোকা নিজের জন্য বানায় না। বানায় তার সন্তান-সন্তানাদির জন্য।
ঘরের ভেতরটা যেমন মসৃণ, ঠিক ততটাই ঠাণ্ডা। দরজা না থেকেও ঠান্ডা।
কীভাবে?
কাদার সেই ঘর তৈরির সময় দেওয়ালে অসংখ্য ছিদ্র রাখে মা ভিমরুল। খালি চোখে সেই ছিদ্র আমাদের চোখে পড়ে না। সে সব ছিদ্র দিয়ে প্রচুর বাতাস ঢোকে। ভেতরের পরিবেশ রাখে ঠান্ডা। এর ফলে ভেতরে অক্সিজেনেরও অভাব হয় না।
বাসা তৈরি হয়ে গেলে এরা শুঁয়োপোাকা, মাকড়াশা জাতীয় পোকার খোঁজে বেরিয়ে যায়। কাউকে সুযোগ মতো পেলেই তার পিঠে ফুটিয়ে দেয় হুল, দক্ষ শিকারির মতো করে।
বোলতার হুলে বিষাক্ত পদার্থ থাকে। বিষ আক্রান্ত পোকাদের অবশ করে দেয়। প্যারালাইজড রোগীদের মতো করে। বেঁচে থাকে, কিন্তু নট নড়ন-চড়ন।
অবশ সেই পোকাদের ঘরের ভেতর সাজিয়ে রাখে সুন্দর করে। তারপর বাসার ভেতর ডিম পাড়ে মা কুমরে পোকা। সবশেষে মা পোকা বেরিয়ে এসে ঘরের মুখ বন্ধ করে দেয়।
কয়েক দিন বাদে ডিম ফুটে ছানা বেরোয়। ততোদিনে অবশ্য বাসা শুকিয়ে সম্পূর্ণ শক্ত হয়ে গেছে।
মা আশপাশে নেই। অথচ খাওয়ার, আরাম-আয়েশের জন্য কোনো চিন্তাই করতে হয় না ছানাদের। অবশ ও আস্ত কিছু জীবীত পোকা রয়েছে খাবার হিসেবে।
খাবারের সেই ভাণ্ডার শেষ হতে না হতেই ছানারা বড় হয়ে যায়। নিজেরাই তখন ঘরের দেয়াল ছিদ্র করে বেরিয়ে আসে। কিন্তু যে মা অত পরিশ্রম করল, তার দেখা ছানারা কখোনই পায় না। ততক্ষণে মা বেচারি হয়তো কোনো পোকাশিকারি পাখি কিংবা গিরগিটির পেটে চলে গেছে।
আর যদি বেঁচেও থাকে, নিজের সন্তানদের দেখলে সে-ও যেমন চিনবে না, সনন্তানেরাও মাকে চিনবে না। অথচ মা তাদের জন্য জীবনের শেষ পর্যায়ে কতটা কষ্ট করেছে! মায়েরো আসলে এমনই! জাতপাত, এমনকী প্রাণীভেদেও মায়ের রূপ বদলায় না।
*ছবি: চ্যাটজিপিটি
#মায়েরভালবাসা
#পোকামাকড়

Priyanka Paul

12/11/2023

দিদিটার অসাধারণ একটা নৃত্য পরিবেশন 💃

10/11/2023

এবারের দূর্গাপূজা ২০২৩

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when Priyanka - প্রিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyanka - প্রিয়া:

Share