22/07/2025
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন 🖤
Milestone College‑এর মর্মান্তিক দুর্ঘটনায় যারা শহীদ হয়েছেন—তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানাই। এই শোক ভাষায় প্রকাশের নয়।
আজও কানে বাজে আমাদের প্রিয় অধ্যক্ষ নূরুন নবী স্যারের সেই অনুপ্রেরণামূলক কথা:
"Morning shows the day, বেটা… জীবনে কিছু একটা করতে হবে।"
কিন্তু কতগুলো তাজা প্রাণ, যারা কিছু করার আগেই হারিয়ে গেল চিরতরে…
আল্লাহ যেন তাঁদের শাহাদাত কবুল করেন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করেন।
আল্লাহ তাঁদের পরিবারকে অশেষ ধৈর্য ও সান্ত্বনা দান করুন।