Nurvai - নূর্ভাই

  • Home
  • Nurvai - নূর্ভাই

Nurvai - নূর্ভাই সবাইকে খুশি রাখতে না পারা একজন সাধারণ মানুষ...

পোলাপানকে একটা এপিক জিনিস খাওয়াইলাম। ▪️ঝিমানি চলে যায়▪️শরীরে একটা ভাব আনে▪️মুখে একটা ফ্লেভার চলে আসে চিনছেন ফলটা? 🫠
03/09/2025

পোলাপানকে একটা এপিক জিনিস খাওয়াইলাম।

▪️ঝিমানি চলে যায়
▪️শরীরে একটা ভাব আনে
▪️মুখে একটা ফ্লেভার চলে আসে

চিনছেন ফলটা? 🫠

বৃষ্টি ভেজা জানালার গ্লাসে বউয়ের নাম লেখার মত ওয়েদার...
31/08/2025

বৃষ্টি ভেজা জানালার গ্লাসে বউয়ের নাম লেখার মত ওয়েদার...

এই মুহুর্তে ১১টার মত বাজে। আছি টেকনিক্যাল 🤔বাদাম খেলাম একটু আগে ১০ টাকার। বাদাম খাইলে নাকি বুদ্ধি বাড়ে। আমার বুদ্ধির প্র...
22/08/2025

এই মুহুর্তে ১১টার মত বাজে। আছি টেকনিক্যাল 🤔

বাদাম খেলাম একটু আগে ১০ টাকার। বাদাম খাইলে নাকি বুদ্ধি বাড়ে। আমার বুদ্ধির প্রয়োজন নাই, স্বাদ লাগে তাই খাই।

বউয়ের সাথে ভেলপুরি খাইলে বুদ্ধি বাড়ে না, তাও খাই। বউ খুশি হয় এজন্য খাই। সবসময় স্বাদের জন্য খাইতে হয় ব্যাপারটা এমন না। মাঝেমধ্যে মানুষের খুশির জন্যেও খাওয়া লাগে।

আরেকটা এক্সাম্পল আছে।
আমার মেয়েকে মাঝেমধ্যে খিচুড়ি খাওয়াই আমি। লাস্টের কিছু চামচ সে খাইতে চায় না। বলে "বাবা, কাও। বাবা, কাও, মুজা (মজা), উমমম"

বাচ্চাকাচ্চার খিচুরি যতই স্বাদ হোক, বুড়া ব্যাটার কাছে কি ভালো লাগে। তাও খাই, কারণ মেয়েটা এত খুশি হয়, মনে হয় একটা জান্নাত নেমে আসছে আমার কোলে...

বাসের মধ্যে একটা ভালো-খারাপ ঘটনা হইলো। এমন এক টুইস্ট লাস্টে, মেজাজটা গেল খারাপ হয়ে।-এক বাবা তার ৫-৬ বছরের বাচ্চাকে নিয়ে ...
22/08/2025

বাসের মধ্যে একটা ভালো-খারাপ ঘটনা হইলো। এমন এক টুইস্ট লাস্টে, মেজাজটা গেল খারাপ হয়ে।

-

এক বাবা তার ৫-৬ বছরের বাচ্চাকে নিয়ে উঠেছে। সিট নাই তেমন খালি। আমি জানালার পাশে, আমার ঠিক বরাবর পিছনে আরেকজন.

বাবাটা আমার পেছনের যাত্রীকে বললো,
"ভাই একটু সামনে বসবেন? আমার ছেলেকে নিয়ে বসতে চাইতাছি একসাথে"

ব্যাটা বললো, "না, আপনি সামনে বসেন। আমার ব্যাগ আছে"

বাবাটা খুবই মনঃক্ষুণ্ন হয়ে বাচ্চাকে বসাইলো আমার পাশে, উনি বসলেন পিছনে ওই ব্যাটার সাথে।

বাচ্চার মন ভালো না, বাপকে পাশে পায় নাই। এদিকে বাপের মনও ভালো না!

পরে আর কি! আমি উঠে বাপকে বললাম, ভাই আপনি সামনে বসেন।

লোক লাফায়া উঠে আসলেন সামনে, থ্যাংকিউ, লাইক এগুলো দিয়ে টিয়ে সে কি হাসি ছেলের সাথে! ছেলেও ব্যাপক খুশি!

কিন্তু টুইস্টটা খাইলাম একটু পরে,
বাচ্চাটা বাপের মোবাইল নিয়ে ইউটিউবে রিলস/হাবিজাবি কার্টুন দেখতেছে ফুল সাউন্ডে। একদম বেহুদা কার্টুন। কেমনটা লাগে?

দোষ কিন্তু বাচ্চার না। বাপেরই দোষ। বাচ্চাকে মোবাইল দিয়ে বিজি রাখতেছে, নিজে রিল্যাক্স করতেছে অথবা ভাবতেছে বাচ্চা ভালোই তো হাসিখুশি আছে। কিন্তু লং টার্মে যে কি ক্ষতি হচ্ছে এটা সে রিয়ালাইজ করতে পারছেনা।

স্মার্টফোন চালাইলেই স্মার্ট হওয়া যায় না, এসবের দৃষ্টান্ত এরাই। প্যারেন্টিং এখন অনেক আপগ্রেড লেভেলে আছে। অনেক পরামর্শ ,আলাপ আলোচনার সুযোগ আছে এখন। তাও যদি এই ধরনের আনস্মার্ট প্যারেন্ট হন, আপনার কপালে ব্যাপক দুঃখ আছে।

22.08.25 | 005

"বাসের মধ্যে" এলবামটা পেজ এ শিফট করে দিলাম। 21.08.25 | 0004
22/08/2025

"বাসের মধ্যে" এলবামটা পেজ এ শিফট করে দিলাম।

21.08.25 | 0004

22/08/2025

সম্পর্ক ভালো রাখুন সেইম ক্যাটাগরির অন্তত দুই দোকানের সাথে

24/06/2025

যুদ্ধ মানেই অস্থিতিশীলতা। ইরান জিতবে না হারবে এরচেয়ে বড় ব্যাপার হচ্ছে তেলের দাম আকাশ ছুঁয়ে গেলে আপনি কি সেটা ছুঁতে পারবেন?

আমাদেরকে মিসাইল লাগবেনা, ত্রাণের ট্রাক দিয়ে দেন প্রতিটা গুরুত্বপূর্ণ স্পটে, পাবলিক নিজেরাই মারামারি করে শেষ হয়ে যাবে। উন্নয়নশীল দেশ!

যেকোন মূল্যে যুদ্ধ বন্ধ হোক এই দুয়া-ই করি। খাদ্য নির্ভর ঈমান, বারুদের গন্ধে আর কিভাবে মজবুত হবে?

Address


Alerts

Be the first to know and let us send you an email when Nurvai - নূর্ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share