janaghonerkantho.com

  • Home
  • janaghonerkantho.com

janaghonerkantho.com janaghonerkantho.com Online News Portal Published From Daulatpur Upozila Of Kushtia District All Th

বিজ্ঞপ্তি.. জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ইং শিক্ষাবর্ষের অনার্স ভর্তি কার্যক্রমের তারিখ ঘােষণা করা হয়েছে। আগামী ২২ ...
29/01/2024

বিজ্ঞপ্তি..
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ইং শিক্ষাবর্ষের অনার্স ভর্তি কার্যক্রমের তারিখ ঘােষণা করা হয়েছে।
আগামী ২২ জানুয়ারী ২০২৪ইং বিকাল ৪টা থেকে ১১ই ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখ পর্যন্ত অনলাইন প্রাথমিক আবেদন চলবে।

07/01/2024

জাতীয় নির্বাচনের ফলাফল ৭ই জানুঃ ২০২৪ ইং
৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের -
ট্রাক=৮৮৬৬৪, ঈগল=৫২৯১৮,
নৌকা=৪৮২৪২

দৌলতপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম
22/06/2023

দৌলতপুর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম

ভেড়ামারা ফায়ার স্টেশনের নতুন মোবাইল নাম্বারঃ- ০১৯০১-০২২৮৮৬
28/05/2023

ভেড়ামারা ফায়ার স্টেশনের
নতুন মোবাইল নাম্বারঃ-
০১৯০১-০২২৮৮৬

17/11/2022
কুষ্টিয়ার দৌলতপুরে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলেন সাঈদ
27/06/2022

কুষ্টিয়ার দৌলতপুরে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হলেন সাঈদ

আগামীকাল থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।
26/06/2022

আগামীকাল থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটর সাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার।

04/06/2022

আওয়ামীলীগের বিক্ষোভ শেষে বাড়ি ফেরা হলো না আ.লীগ কর্মীর

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাবলু হোসেন (৪০) নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার (০৪ জুন) বিকেল ৫টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলাতে ট্রা‌কের সা‌থে মোটরসাই‌কে‌লের মু‌খোমুখী সংঘ‌র্ষে নিহত হয়ে‌ছেন। নিহত বাবলু মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বাড়ীয়া বেড়পাড়া এলাকার আবু মুসার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

06/05/2022

বিনা টি‌কি‌টে এ‌সি কেবি‌নে উ‌ঠে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দি‌লেন যাত্রী। তবুও সাহস দে‌খি‌য়ে জরিমানা করে‌ছি‌লেন টিটিই। পুরস্কার হি‌সে‌বে পে‌লেন বরখাস্ত।

অপহরণের দায়ে সাবেক ছাত্রলীগ নেতা সজিব গ্রেফতার নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার প্র...
27/04/2022

অপহরণের দায়ে সাবেক ছাত্রলীগ নেতা সজিব গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি নওদা আজমপুর, বর্তমান আমলা এলাকার নজরুল ইসলামের ছেলে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক এইচ এম সজিবকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।

এজাহার সূত্রে জানাযায় কক্সবাজার জেলার মোঃ জোহার নামে এক ব্যাক্তি গত ২৩/০৪/২০২২ তারিখে দৌলতপুর থানাধীন বেগুনবাড়ী গ্রামে তার ধর্ম ভাই আবু আফফান, মামুন, ভুলা'র বাড়িতে ঘুরতে আসে, পরে ২৪/০৪/২২ ইং তারিখে দৌলতপুরের কল্যাণপুর বাজার জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে রাস্তায় উপস্থিত হলে একটি সাদা রং এর হাইচ গাড়ি এসে জোহরের সামনে থেমে যায় এবং গাড়ির দরজা খুলে জোহার কে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।

পরে সেখান থেকে জোহরকে তারা নিয়ে যায় মিরপুর থানার আমলা গ্রামের একটি বাড়িতে সেখানে জোহারকে মারধর সহ নানা প্রকার শারীরিক নির্যাতন করে সজিব ও তার সহযোগীরা, পরে জোহারের মোবাইল ফোন থেকে বোন তাসলিমার সাথে যোগাযোগ করে বিকাশ, রকেট, নাম্বারে দাবি করা হয় পাঁচ লক্ষ টাকা মুক্তিপন।

এবং এর মধ্যে তাসলিমার কাছে মাঝে মধ্যে কল করে মোবাইল ফোন লাইনে থাকা অবস্থায় নির্যাতন চালনো হয় জোহারের উপর আর নির্যাতনের সেই অত্নচিৎকার শোনানো হয় বোন তাসলিমা ও তার পরিবারকে।

জোহারের পরিবার কোন দিশে না পেয়ে যোগাযোগ করে দৌলতপুরের ধর্ম ভাই মামুনের সাথে, এবং বলে যত টাকা লাগে আমার ভাইকে উদ্ধার করেন।

এমন অবস্থায় মামুন যোগাযোগ করে দৌলতপুর থানা পুলিশের সাথে, পুলিশকে দেয় মোবাইল নাম্বারে সহ বিস্তারিত তথ্যদী।

এ তথ্যের ভিত্তিতে ২৫/০৪/২০২২ তারিখ রাতে আমলা এলাকায় অভিযানে নামে দৌলতপুর থানা
পুলিশ, অভিযানের একপর্যায় ভোর আনুমানিক চারটার দিকে অপহরণের মূলপরিকল্পনাকারী সাবেক ছাত্রলীগ নেতা সজিবকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে সজিব অপহরণ ও মুক্তিপনের বিষয়টি শিকার করে ও তার সাথে জড়িত আরো ছয়জনের নাম উল্লেখ করেন।

ঐ দিনেই সকাল সাতটার দিকে আমলা গ্রামের বিলের ধারে পুলিশ আবার অভিযান চালালে, পুলিশের উপস্থিত টের পেয়ে জোহার কে চোখ হাত বাধা অবস্থায় সজিবের সহযোগীরা ফেলে রেখে পালিয়ে যায়, পরে জোহার কে দৌলতপুর থানা পুলিশ উদ্ধার করে।

এঘটনায় দৌলতপুর থানায় জোহার নিজেই বাদী হয়ে সজিব সহ তার আরো ছয়জন সহযোগীর নামে একটি মামলা দায়ের করেন, মামলা নং ৬৫/১১৬।

কুষ্টিয়া জেলায় দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস বন্ধ থাকায় দৌলতপুর উপজেলার সাধারণ জনগণ ক্রেতা বিক্রেতা চরম ভোগান্তির শিকার।ছব...
22/04/2022

কুষ্টিয়া জেলায় দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিস বন্ধ থাকায় দৌলতপুর উপজেলার সাধারণ জনগণ ক্রেতা বিক্রেতা চরম ভোগান্তির শিকার।

ছবিঃসাব-রেজিষ্ট্রারের কার্যালয় দৌলতপুর,কুষ্টিয়া।

Address


Alerts

Be the first to know and let us send you an email when janaghonerkantho.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share