কাঠ গোলাপ

  • Home
  • কাঠ গোলাপ

কাঠ গোলাপ welcome to my page my name is arif

আদর্শ হারিয়ে পশুর মত হিংস্র সমাজ🥹কোথায় তোমার চেতনার মাতৃভুমি🥲?
12/07/2025

আদর্শ হারিয়ে পশুর মত হিংস্র সমাজ🥹
কোথায় তোমার চেতনার মাতৃভুমি🥲?

09/07/2025
23/09/2023

🥰

ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, "তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছু দিন ধরেই বলতে চাচ্ছি। কিন্তু কিভাবে যে বলি !"

ছাত্রী বললো, "কি বলবেন, বলেন,
কোন সমস্যা নেই"

আমি বললাম, "না থাক, আরেক দিন বলবো ।"

এরপর থেকে ছাত্রী প্রতিদিন পড়ানো শেষ হলে চলে আসার সময় জিজ্ঞেস করতো, "স্যার
আপনি না আমাকে কি যেনো বলতে
চেয়েছিলেন, আজকে বলেন!"

আমি এখনও উত্তর দেই, "আরেকদিন বলবো ।"

পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, "স্যার, কালকে দুপুর বেলা পড়তে পারবনা, আমরা বেড়াতে যাব । ওখান থেকে সন্ধার সময় আসবো । সন্ধ্যার পরে পড়বো ।"

আমি বললাম, "আচ্ছা আমি সন্ধ্যার দিকেই আসবো ।"

পরদিন সন্ধ্যার সময় ওদের বাসায় গেলাম, গিয়ে তো আমি অবাক ! বাসা পুরো খালি, বাসায় ছাত্রী ছাড়া কেউ নেই ! আরও অবাক হয়ে লক্ষ্য
করলাম ,যে ছাত্রী সারা বছর সেলোয়ার কামিজ পরে, সে আজকে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে ! একেবারে কড়া সাজ দিয়েছে ! এমনিতেই
তো মেয়েটা অনেক সুন্দর, সাজার
কারনে আজকে আরও বেশী সুন্দর
লাগছে ।

আমি জিজ্ঞেস করলাম, "তোমার পরিবারের লোকজন কই ?? তাদের কে দেখছি না কেনো?

লাজুক হেসে ছাত্রী জবাব দিলো, "সন্ধ্যার দিকে বাড়ির সবাই মিলে মামাতো বোনের জন্মদিনে গেছে !
সবার আসতে আসতে রাত ১১ টা বেজে যাবে। আমি বলেছি আমার শরীর খারাপ লাগছে, আমি যেতে পারবো না, মিথ্যে বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি !"

আমি বললাম, "আর আমাকে মিথ্যে
বলেছ যে দুপুরে তোমরা বেড়াতে যাবে ! এত মিথ্যে কথা শিখে গেছো ?!"

আমার কথা শুনে ছাত্রী খিল খিল
করে হাঁসতে লাগলো । বললো, "আপনার জন্যই তো এমন করলাম।
আপনি অনেক দিন ধরেই আমাকে কী যেনো একটা বলতে চাইছেন! অথচ লজ্জায় বলতে পারছেন না! আজকে বাসায় কেউ নেই, আজকে বলেন স্যার । কি বলতে চান ???"

আমি বললাম, "আসলে তোমাকে কথাটা কিভাবে যে বলি ! আমার
লজ্জা করছে । কিছু মনে করবে না
তো ?"

ছাত্রী বললো, "আপনার যা খুশি বলতে পারেন। আমার কোনো সমস্যা নেই, আমি কিছুই মনে করবো না । আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার
দিকে আসতে বলেছি !"

আমি বললাম,"আসলে কথাটা হচ্ছে …
না থাক তুমি যদি ভুল কিছু মনে করো !"

ছাত্রী বললো , "প্লীজ স্যার বলেন, আমি কিছুই মনে করবো না ।"

বলেই গভীর দৃষ্টিতে আমার চোখের
দিকে তাকিয়ে রইলো !

আমি বললাম, "মানে কথাটা হচ্ছে
ইদানিং হাতটা খুব টানা টানি যাচ্ছে । তোমাদের এখানে প্রায় তিন মাসের বেতন আটকে আছে

ভালোবাসা অন্যায় নয়,কিন্তু ভালোবাসার নামেঅভিনয় করাটা অন্যায় ।
17/09/2023

ভালোবাসা অন্যায় নয়,
কিন্তু ভালোবাসার নামে
অভিনয় করাটা অন্যায় ।

14/09/2023

ম*দ খেয়ে বাসায় ঢোকার পর কারও সাথে কথা বলার রিস্ক নিলাম না। সরাসরি রুমে ঢুকে একটা কড়া গোসল দিয়ে ভাত খেতে বসলাম। প্ল্যান ছিলো খাওয়া শেষ করেই রুমে ঢুকে দরজা লক করে দিবো। 😁😁

খাওয়ার সময় আব্বা কিছু একটা বলতে এসেছিলেন। কিন্তু আমি এমন একটা ভাব নিলাম যে তাকে দেখি নাই। পকেট থেকে ফোন বের করে কথা বলার অভিনয় শুরু করলাম।

কইতে থাকলাম,"জ্বি বস... না বস!! সব কাজ তো গুছায় দিসি... ও সরি... হুম হুম... আচ্ছা... ও!!

খাওয়া শেষ করেছি। আব্বা জিজ্ঞেস করলেন,"অফিসে কি খুব কাজের প্রেশার??" 🙄🙄

কইলাম,"হ, খুব।" 😌😔

আব্বা বললেন,"তোমার অফিসে কি কেউ ম*দ্যপান করে??" 🤔🤔

কইলাম,"নাতো! সবাই খুব ভালো। সম্ভ্রান্ত পরিবারের সন্তান।" 🙂🙂

আব্বা বললেন,"দেইখো আবার। ম*দ ট*দ খাওয়া শুরু কইরো না কিন্তু। এসব ভালো না।"

কইলাম,"জ্বি আব্বা।" 😌😌

আব্বা আবার বললেন,"ম*দ-সিগারেট খাওয়ার অভ্যাস তো তোমার নাই। তাই না??" 🙄🙄

কইলাম,"নাহ। আস্তাগফিরুল্লাহ। এসব খাওয়া পাপ।" 😱😱

এরপর হঠাৎ করে আব্বা স্যা*ন্ডেল দিয়ে পি*ডান শুরু করলেন। সে এক ব্যাপক মা*ই*র। আমি তো বুঝতেই পারলাম না যে আব্বা বুঝলো ক্যামনে?? 🤔🤔

একটু পর পি*ডা*ইতে পি*ডা*ইতে উনি নিজেই উত্তর দিয়ে দিলেন। বললেন,"কু**র বাচ্চা, ম*দ সিগা*রেট খাস না... তাই না?? 😡😠
তাইলে আমারে এবার বুঝা যে, এমন কোন প্রযুক্তি আবিষ্কার হইসে যেইটা দিয়া সিগা*রেটের প্যাকেট কানে লাগাইলে বসের সাথে কথা কওয়া যায়??" 😡😠

13/09/2023

শাশুড়ী ও তার হবু জামাইয়ের কথোপকথন শোনেন!!!

শাশুড়ি তার হবু জামাইকে বলছেন, "বাবা" বিয়েতে তুমি কি কি উপহার চাও??
জামাইঃ কি যে বলেন মা ; আপনার মেয়ে তো নিজেই গুণবতী...আমার আর কি চাই ??
"আমাকে আপনি শুধু "টর" দিবেন, তাহলেই হবে"
শাশুড়ীঃ (খুব অবাক হয়ে) "টর" জিনিসটা কি বাবা? খুলে বলো কি তো? 🤔🤔
জামাইঃ (কাচুমাচু করে) এই ধরুন মা.. রেফ্রিজারে'টর,, জেনারে' টর,,স্কু' টর,,
কম্পিউ' টর,,ধরুন গিয়ে যেকোন ধরনের ""টর""
.. শাশুড়ীঃ (মজা করে) ওলে আমার
আদরের জামাই,, It doesn't ম্যাটর। তুমি তো একজন মাষ্টর, আমিও তোমাকে পরাতে জানি সুয়ে'টর!
"তারপর তোমার হাতে তুলে দেবো আমার ড'টর,,,সে হবে তোমার মেন্টর। তার হাতে থাকবে একটা হান'টর,,
"সে তোমাকে দিয়ে রান্না করাবে
ম'টর + টমে'টর"......
রান্না খারাপ হলে শরীরে ঢালবে হট ওয়া'টর,,
"তখন তোমাকে দেখতে লাগবে বে"টর""
কি বুঝলে মিস্'টর"" !!..
"এই কথা শুনে জামাই দিলো এক দৌড় !
ঠিক যেনো হেলিকপ' টর"!! 😄

I am not এটার রাই'টর, only কালেক'টর & প্রেজেন্টর।
Advance ধন্যবাদ সকল কমেন'টর' 😁

12/09/2023

মানুষের কখনও কখনও একা থাকা ভালো কারণ সেই সময়ে কেউ আপনাকে সেভাবে আঘাত করতে পারে না।

12/09/2023

🤪🤪গার্লফ্রেন্ড_এর_বাসায়😁😁

বাসার সামনে গার্লফ্রেন্ড কে ড্রপ করে দিতেই সে আমার হাত চেপে ধরলো।
আমি হেলমেট খুলে তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম,
-কি হয়েছে?
লাজুক হেসে সে বললো,
-আজ বাসায় কেও নেই...
কথাটা শুনে খুবই খুশি হলাম। বাইকটা সামনের গলিতে রেখে এসে বাড়ির সামনে দাড়ালাম।
আমার হাত টেনে ধরে আস্তে করে দরজা খুলে বাসার মধ্যে ঢুকালো সে।
লাজুক চোখে তাকিয়ে বললো,
-সময় কিন্তু বেশি নেই...মাত্র ৫ মিনিট ।
আমি তার চেয়েও বেশি লজ্জা পেয়ে বললাম,
-৫ মিনিট?? ইয়ে মানে...
সে আমাকে কথা শেষ করতে দিলো না। হাত ধরে টেনে নিয়ে গেলো বেডরুমে। তারপর খাটের উপর বসিয়ে বললো,
-আমি রেডি হয়ে আসছি...দাড়াও...
আমি মাথা নিচু করে বললাম,
-না মানে...ভয় করতেছে...
-হোয়াটস রং উইথ ইউ, মাফি? ভয় করবে কেন?
-ইয়ে মানে...এই প্রথমবার তো...
-প্রথমবার??
-হুম্ম
-রিয়াল বয়স কত তোমার?
-ইয়ে..১৭ বছর প্রায়...
-১৭ বছরে এই প্রথম?বিশ্বাস হয় না...
-সত্যি বলতেছি...
-আচ্ছা..সমস্যা নাই...আমার উপর ছেড়ে দাও..অনেক মজা পাবে...৫ মিনিট দাড়াও...
আমার হাত পা কেমন যেন কাপতে লাগলো। চোখেও ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছিলাম।
টেনশন কমাতে পায়ের মোজা খুলে ফেললাম।
এতে টেনশন না কমে বাড়তে লাগলো।
বড় বড় করে শ্বাস নিচ্ছিলাম,যাতে করে হার্টের স্পিড কমে যায়।
পাশের রুম থেকে তার আওয়াজ আসলো,
-এইতো হয়ে গেছে বাবু..আর ১ মিনিট।
আর ১ মিনিট।
পায়ের দিকে তাকিয়ে দেখতে পেলাম, পা মারাত্বক ভাবে কাপাকাপি করতেছে।
দরজার বাইরে থেকে আওয়াজ আসলো,
-তুমি রেডি? আসলাম আমি...চোখ বন্ধ করো।
আমি টেনশনেই চোখ বন্ধ করে ফেললাম।
ধীরপায়ে এগোনোর শব্দ কানে এলো। অসম্ভব সুন্দর একটা সুগন্ধ নাকে আসলো।
সে আমার সামনে দাড়িয়ে বললো,
-এইবার হাত সামনে বাড়াও...
আমি কাপাকাপা হাতে, হাত সামনে বাড়ালাম।
হাতে গরম কিছু একটা স্পর্শ করলো।
চোখ খুলে দেখি বড় একটা বাটি। সেখান থেকে ভেসে আসছে নুডুলস এর অসাধারণ এক সুবাস..
সে বললো,
-দেখলে তো? এটাই মিস্টার নুডুলস...মাত্র ৫ মিনিট। জলদি খাও..নয়তো ঠান্ডা হয়ে যাবে!😁😁😁

12/09/2023

_হে আরশের মালিক🤎

_ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠা
প্রতিটি অন্তরে আপনি প্রশান্তির জোয়ার এনে দিন
আমিন!🤲🌸

Address

��

Alerts

Be the first to know and let us send you an email when কাঠ গোলাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কাঠ গোলাপ:

  • Want your business to be the top-listed Media Company?

Share