প্রাক্তন

  • Home
  • প্রাক্তন

প্রাক্তন প্রাক্তন পেজে আপনাকে স্বাগতম ❤️❤️

😙👉পেজ ভিজিট করু👌
👉ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন।
👉আপনি চাইলে আপনার স্টোরি শেয়ার করুন আমাদের পেজে।ধন্যবাদ

(30)

19/07/2025

কাউকে এতোটাও ভালোবাসতে যাবেন না,কেউ মাঝ পথে ছেড়ে গেলে মুখে থাপ্পড় মেরে ফিরে আসা যায় এতোটাই দিন।

19/07/2025

জীবন অতি তুচ্ছ😭😭😭

18/07/2025

_এটা সময় এসে দেখবেন মানুষ না আপনি নিজেই সবচেয়ে বেশি অবিচার করছেন নিজেরই সাথে ❤️‍🩹

18/07/2025

তুমি হাল ছেড়েছো অনেক আগেই।
আমি শুধু সেই অবশিষ্ট টুকুন নিয়েই টিকে ছিলাম। তুমি নিশ্চুপ নীরবতায় ছেড়ে যেতে যেতে অজান্তেই ছেড়ে গেছো অনেকটা পথ। আমি সবই বুঝেছি, তবুও শেষটা ভালো হোক এই আশায় টিকে ছিলাম বহু বছর, এই তো ৯ বছর পেরিয়ে ১০ বছরে পা দিয়ে ভাঙা কাচের উপর দিয়ে হাটছিলাম ভালো কিছুর প্রত্যাশায়, দুদিন আগেও বলেছিলাম, থেকে যেও আরো তিপ্পান্ন বছর। সেই দুদিন আগে থেকেই তোমার অবহেলা আরো দ্বিগুণ হয়ে গেলো।

তুমি নিজের অজান্তেই বাঁধন খুলে ফেলেছো৷
ভালোবাসা ছাড়া মানুষ ভালো থাকে না, বিশ্বাস করো। যেখানে যত্ন মিলে না, সেখানে মানুষ যন্ত্রণায় তীলে তীলে শেষ হতে থাকে! মানুষও যে পাখির মতো, আদর চায়, যত্ন চায়, ভালোবাসা চায়।

ভালোবাসার অপরাধে সবচেয়ে বড় শাস্তি দূরত্ব, যোগাযোগহীনতা। আমি তো ভালোবেসে অপরাধ করেছি। আমি তো নষ্ট হয়ে গেলাম ফ্যামিলির কাছে, সমাজের কাছে, আর তোমার কাছেও।কারো সামনে আর মাথা উঁচু করে দাড়াতে পারব না। আমার সব টুকুনিয়ে তুমি ভালো থেকো।

সবশেষে তোমার চাওয়াই পূরণ হোক।
ভালোবেসে আমি না হয় ভুল করেছি৷ তুমিই ঠিক, আমিই ভুল। এখন আমি ক্লান্ত ভীষণ, আমার বিশ্রাম প্রয়োজন৷ অন্যদের ভালোবাসতে বাসতে , এখন নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি! তোমার হাল ছেড়া পাল আমি অধম একা একা আর কতদূর টেনে নিবো? এক দিন আমাকে থেমে যেতেই হত।
তোমার তো থেকে যাওয়ার অপশন ছিল, তুমি থাকলে না, ছেড়ে যাওয়ার দায়টাও আমাকেই নিতে হল, ভাগ্যের কি নির্মম পরিহাস।

18/07/2025

আজ আমার কোন কষ্ট হচ্ছে না জানো?
কারণ কাউকে মুক্তি দেওয়াটা ও যে অসীম শক্তি আর আত্মবিশ্বাসের প্রয়োজন।

18/07/2025

ভাগ্যের কি নির্মম পরিহাস।
দশ বছর পেরিয়ে যাওয়ার পর
দুদিন আগে যাকে বলেছিলাম , আর তিপ্পান্নটা বছর থেকে যেও।
আজ তাকে ৫৩ বছর আগেই বিদায় জানাতে হল🥲🥲 যেখানে থেকো ভালো থেকো।🥲🥲

তুমি হাল ছেড়েছো অনেক আগেই। আমি শুধু সেই অবশিষ্ট নিয়েই টিকে ছিলাম। তুমি নিশ্চুপ নীরবতায় ছেড়ে যেতে যেতে অজান্তেই ছেড়ে গেছো...
16/07/2025

তুমি হাল ছেড়েছো অনেক আগেই।
আমি শুধু সেই অবশিষ্ট নিয়েই টিকে ছিলাম। তুমি নিশ্চুপ নীরবতায় ছেড়ে যেতে যেতে অজান্তেই ছেড়ে গেছো অনেকটা পথ। আমি সবই বুঝেছি, তবুও শেষটা ভালো হোক এই আশায় টিকে ছিলাম।

তুমি নিজের অজান্তেই বাঁধন খুলে ফেলেছো৷
ভালোবাসা ছাড়া মানুষ ভালো থাকে না, বিশ্বাস করো। যেখানে যত্ন মিলে না, সেখানে মানুষ যন্ত্রণায় তীলে তীলে শেষ হতে থাকে! মানুষও যে পাখির মতো, আদর চায়, যত্ন চায়, ভালোবাসা চায়।

ভালোবাসার অপরাধে সবচেয়ে বড় শাস্তি দূরত্ব, যোগাযোগহীনতা। আমি তো ভালোবেসে অপরাধ করেছি। আমি তো নষ্ট হলাম ভালোবেসে! তুমি তো অনেক আগেই হাল ছেড়েছো, আমি একা অসহায় আর কতই টেনে নিবো, বলো?

সবশেষে তোমার চাওয়াই পূরণ হোক।
ভালোবেসে আমি না হয় ভুল করেছি৷ তুমিই ঠিক, আমিই ভুল। এখন আমি ক্লান্ত ভীষণ, আমার বিশ্রাম প্রয়োজন৷ ভালোবাসতে বাসতে অন্য মানুষ, এখন নিজেকেই ভালোবাসতে ভুলে গেছি! তুমি তো হাল ছেড়েছো অনেক আগেই। আমি অধম একা একা আর কতদূর টেনে নিবো?
😪💔

© অসম্পূর্ণ ভালোবাসা

16/07/2025

যেদিন আমি আর আপনার কাছে ফিরবো না সেদিন বুঝবেন—না ফেরার ক্ষমতা আমারও আছে💔🙂

09/07/2025

-মা সব সময় বলে
- যাকে ভালোবাসবি তাকে সম্মান করিস কারণ ভালোবাসা টা তোর হলেও শিক্ষাটা আমার দেওয়া। ❤️ 🥰

সম্প্রতি যেই ভদ্রমহিলাকে নিয়ে সবখানে আলোচনা চলছে— যিনি নিজের স্বামীকে কিডনি দান করার পর সেই স্বামী পরকিয়ায় জড়িয়ে তাকেই প...
07/07/2025

সম্প্রতি যেই ভদ্রমহিলাকে নিয়ে সবখানে আলোচনা চলছে— যিনি নিজের স্বামীকে কিডনি দান করার পর সেই স্বামী পরকিয়ায় জড়িয়ে তাকেই প্রতিদান দিয়েছেন। শিরোনামটা যতটা রসালো মনে হচ্ছে, ভেতরের গল্পটা ঠিক ততটাই নির্মম।

এই নারীর বিয়ে হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে তার মানে শুরু থেকেই বাল্যবিবাহ আর গ্রুমিং এর শিকার। তারপর বছর ঘুরতে না ঘুরতেই তিনি মা হন, এসব ক্ষেত্রে বেশিরভাগ সময় নারীদের "নিয়ন্ত্রণে" রাখতে স্বামী-শশুড়বাড়ি এই কৌশল ব্যবহার করে। আর বিয়ের দুবছরের মাথায় জানতে পারেন যে তার স্বামীর দুটি কিডনিই ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে। কিডনি তো একদিনে নষ্ট হয়না—এ কথা বলার অপেক্ষা রাখে না যে তার স্বামী ও পরিবার আগে থেকেই জানত, কিন্তু গোপন রেখেছিল।

কিন্তু এই নারী সেই মুহূর্ত থেকেই স্বামীর পাশে দাঁড়িয়েছেন—মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে। একা সন্তান লালনপালন করেও এত অল্পবয়সে হোম পার্লার দিয়েছে, বুটিকের ব্যবসা শুরু করেছে আর সব উপার্জন স্বামীর চিকিৎসা আর সংসারেই খরচ করেছে। নিজের গয়নাও বিক্রি করেছেন, বাপের বাড়ি থেকে কয়েকবার সাহায্য নিয়েছেন, এমনকি তার নিজের মায়ের পেনশনের টাকাও স্বামীর বিদেশে গিয়ে চিকিৎসায় ব্যয় করেছেন!

এভাবে বছরের পর বছর চলার পর যখন কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া উপায় ছিলো না সারাজীবন ডায়ালাইসিস করা থামাতে, তখন তিনি নির্ধিদ্বায় নিজের একটি কিডনিও দিয়ে দিলেন ম্যাচ করার পর। এই লোকের পরিবারের অনেকের সাথে ম্যাচ করার পরও কেউ এগিয়ে আসেনি বরং তাদের আরও আলাদা করে দিয়েছে। কত বড় পাষাণ হলে ট্রান্সপ্লান্টের পর হাসপাতালে বসেই এই লোক উনার সাথে দুর্ব্যবহার করা শুরু করে? দিল্লির ডাক্তাররা ও হাসপাতালের স্টাফরা পর্যন্ত চমকে গেছিল লোকের আচরণে ও তাকে ডেকে নিয়ে বুঝায় যে এই নতুন করে জন্ম দেয়া স্ত্রীর সাথে এমন কিভাবে করতে পারলো!

দেশে ফিরার পর থেকে সুস্থ হয়ে চাকরি-বাকরি খোঁজা তো দূরের কথা, এই লোক উল্টা চাপ দিতে থাকে শশুড়বাড়ি থেকে আরও টাকা আনার জন্য এবং গায়েও হাত তুলতে ছাড়েনি। এই শারীরিক নির্যাতন আর মানসিক চাপ সহ্য না করতে পেরে প্রথমবার যখন এই নারী পুলিশের কাছে কম্পলেইন করে তখন আবার ১৮০ ডিগ্রি টার্ণ নিয়ে ভালো মানুষ সেজে মুচলেকা দিয়ে এসব ধামাচাপা দিয়ে দেয় আর বাসায় আরও নির্যাতন বাড়িয়ে দেয়। ততদিনে ফাঁস হয়ে যায় যে অনেকদিন ধরেই আরেক মহিলার সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছে আর অনলাইন জুয়ায় মেতে উঠেছে। শেষপর্যন্ত নিজের জীবনের ভয়ে ভদ্রমহিলা বাপের বাড়ি চলে আসে লুকিয়ে। এখন লোকটি তার প্রেমিকাকে নিয়ে সেই বাড়িতেই থাকছে আর বউকে ডিভোর্স লেটার পাঠিয়ে হুমকি-ধামকি দিচ্ছে বাড়ির সম্পত্তি যেন তার নামে করে দেয়।

এই অমানুষ শুধু পরকিয়া করেনি, সে কমবয়সে মেয়েটিকে বিয়ে করে গ্রুম করেছে, নিজের অসুস্থতা গোপন রেখেছে, মেয়েটির সহজ-সরলতার সুযোগ নিয়েছে, অল্পবয়সে বিয়ের কিছুদিনের মধ্যেই প্রেগন্যান্ট করে জালে বেঁধে রাখার পায়তারা চালিয়ে গেছে, বছরের পর বছর ধরে তার ও তার পরিবারের ওপর ভর করে বেঁচেছে, শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে—এবং আজও সেই নারীকে হয়রানি করতে তার বিন্দুমাত্র লজ্জা নেই, বরং এক ধরনের অধিকারবোধ নিয়ে দম্ভ দেখাচ্ছে।

এই নারীর হয়ত অনেক আগেই এই ইতরকে ছেড়ে যাওয়া উচিৎ ছিল, কিন্তু তখন বেশিরভাগ মানুষ আবার তাকেই লোভী, স্বার্থপর, আরও নানান গালি দিত। এই নারী জীবনের প্রায় ২০টা বছর এই অকৃতজ্ঞর উপর ধ্বংস করেছে এমনকি নিজের স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী ঝুঁকি নিয়েও। আমি শুধু চাই, তিনি এবার নিজের জন্য বাঁচতে শুরু করুন। এই জখম থেকে সুস্থ হয়ে উঠুন। নিজের জীবনের মালিক হন। আর কখনো যেন তার পিছনে ফিরে না তাকানো লাগে এই অমানুষের জন্য।

Post from : Bela Hossain

06/07/2025

মানুষের খুব কাছে পৌঁছে দেখলাম, আজকাল আন্তরিকতার বড়ো অভাব। অন্তর থেকে শতভাগ ভালোবাসা,মমতা, স্নেহ দিয়েও খুব কাছের মানুষ গুলোই আমাকে বোকা বানিয়ে দিল। যে মানুষ অন্তর থেকে বিশুদ্ধ ভালোবাসা সমর্পণ করতে পারে, নকল আন্তরিকতা ধরতে পারাটা তার কাছে কঠিন কিছু নয়। আক্ষেপ নেই কিছু। জীবনে যা পেয়েছি তা কম কোথায়? তবে দুঃখ লাগে নিজের জন্য, পরিচিত কাছের মানুষরা যখন নকল দরদ দিয়ে ভরায়, আর এই সত্যিটুকু বুঝতে পেরেও তাদের এই নকল আন্তরিকতাকে দেখে নিজেকেও যখন নকল হাসি হাসতে হয়।

কলমে: সরজিৎ ঘোষ।

06/07/2025

সহপাঠী পরিচয়ে গার্লফ্রেন্ডের আম্মুকে রক্ত দিয়েছিলাম। আন্টি আবেগাপ্লুত হয়ে বললেন, “আজ থেকে আমি তোমার মা, আমার মেয়ে আনিকা তোমার বোন 🙂

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রাক্তন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share