Titas24.tv

Titas24.tv Titas24.tv is a Bengali-language 24-hour private online channel in Bangladesh.

অস্ত্র মামলা থেকে খালাস পেলেন, কসবা উপজেলা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।
23/06/2025

অস্ত্র মামলা থেকে খালাস পেলেন, কসবা উপজেলা বিএনপি'র সংগ্রামী সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।

ব্রাহ্মণবাড়িয়া  ওসি ও পুলিশ পরিদর্শক পর্যায়ে ব্যাপক রদবদল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিব্রাহ্মনবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের...
23/06/2025

ব্রাহ্মণবাড়িয়া ওসি ও পুলিশ পরিদর্শক পর্যায়ে ব্যাপক রদবদল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মনবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শক পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে। রোববার (২২ জুন) রাতে পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত চিঠিতে বদলির এই আদেশ দেওয়া হয়। ওই আদেশে অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি জানানো হয়।

তাঁরা হলেন আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. বিল্লাল হোসেন পুলিশ পরির্দশক সদর কোর্ট , সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম পুলিশ পরির্দশক সদর কোর্ট, নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক পুলিশ পরিদর্শক (ডিএসবি) বদলি করা হয়েছে।

এদিকে নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে বদলি করা হয়েছে। আর নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জেলা পুলিশ লাইন্সে লাইনওয়ার থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নতুন হিসেবে পদায়ন করা হয়েছে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী। নবীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নতুন হিসেবে পদায়ন করা হয়েছে আখাউড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাসান জামিল খানকে।

বদলির বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান বলেন, জনস্বার্থে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলির এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে।

# # # # # # #

টাকা দিলে সব কিছু করতে পারে  কসবা থানার পুলিশ এএসআই সঞ্জয় কুমার সাহাকসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :     কসবা থানার ...
17/06/2025

টাকা দিলে সব কিছু করতে পারে কসবা থানার পুলিশ এএসআই সঞ্জয় কুমার সাহা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

কসবা থানার এএসআই সঞ্জয় কুমার সাহার বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।মোটা অংকে ঘুষ বাণিজ্যের বিনিময়ে কসবায় প্রবীণ সাংবাদিক নাজমুল হক সজল, তার স্ত্রী ও পুত্রসহ ৩ সদস্যকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়ে সামাজিক মর্যাদা বিনষ্ট করেছে কসবা থানার এ এস আই সঞ্জয় কুমার সাহা নামে এক পুলিশ উপ-সহকারী পরিদর্শক । এ ঘটনায় কসবা সাংবাদিকসহ সুশীল সমাজের মধ্যে হ্মোভের সৃষ্টি হয়েছে।
জানা যায় গত শুক্রবার রাত তিনটার দিকে কসবা থানার উপ-সহকারী পরিদর্শক এএসআই সঞ্জয় কুমার সাহা দৈনিক অর্থনীতি পত্রিকা কসবা উপজেলা প্রতিনিধি নাজমুল হক সজল (৬৪)স্ত্রী বিলকিস বেগম (৪৮) ও একমাত্র পুত্র হিমেলকে রাত ৩ টার সময় পুরো বাড়ি ঘেরাও করে তাদের ধরে থানায় নিয়ে যায়। সাংবাদিক নাজমুল হক সজলের বাড়ি উপজেলার সৈয়দাবাদ গ্রামে।
জানা যায় তাড়িই চাচাতো ভাইয়ের সঙ্গে পারিবারিক মনোমালন্যকে কেন্দ্র করে তার চাচাতো ভাই জসিম উদ্দিন থানায় একটি বানোয়া মিথ্যা অভিযোগ দায়ের করেন। কোন প্রকার তদন্ত ছাড়াই মোটা অংকের ঘুষ-বানিজ্যের বিনিময়ে এএসআই সঞ্জয় কুমার সাহা আদালতে প্রসিকিউশন পাঠায়। নন প্রসিকিউশন নং ৪৯/০২৫। তারিখ -১৯/০৪/২০২৫ ইং ধারা ৪২৭/৫০৬।
কর্তিত অভিযুক্তরা হল মো: হিমেল (২১) তার বাবা সাংবাদিক নাজমুল হক সজল (৬৪) তার মা বিলকিস বেগম (৪৮)।
প্রসিকিউশনটি আদালতে জমা দিলে বিজ্ঞ বিচারক আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ দিলে দারোগাবাবু ওই নোটিশ নাজমুল হক সজলের বাড়িতে না পৌছিয়ে মোটা অংকের ঘুষবাণিজ্যের বিনিময়ে নোটিশ গোপন রেখে নন প্রসিকিউশনটিকে মামলার আদেশ নিয়ে এএসআই সঞ্জয় কুমার সাহা বাদীপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মোটা অংকের ঘুষ বাণিজ্যের বিনিময়ে মামলায় রূপান্তরিত করে এবং আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা বের গত শুক্রবার রাত ৩ টার সময় তাদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান। যাকে বলে ক্ষমতার অপব্যবহার।
পার্শ্ববর্তী লোকজন জানান, রাত ৩ টার দিকে ২৫-৩০ জন পুলিশ বাড়ি ঘেরাও করে ফেলে। সাংবাদিক নাজমুল হক সজল জানায় বাদী জসিম উদ্দিনের সঙ্গে এ এস আই আঁতাত করে আমাকে মিথ্যা ভাবে হয়রানি করেছে।আমি তিনবার স্টোক করেছি। দারোগাবাবু নোটিশ গোপন রেখে এবং মিথ্যা মামলায় গ্রেফতার করে আমাদের পারিবারিক মর্যাদা বিনষ্ট করেছে।
সৈয়দাবাদ গ্রামের ওসমান খান জানান, নাজমুল হক সজলের বাড়িটি এস পি বাড়ি হিসেবে পরিচিত। তার চাচা আবুল ফতেহ ছিলেন পাকিস্তান আমলের এস পি। তার চাচাতো ভাই আমলা কবি হাসনাত আব্দুল হাই ও তার ভাতিজা অবসরপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন্।
এ বিষয়ে কসবা থানার এএসআই সঞ্জয় কুমার সাহাকে কেন আদালতের নোটিশ সাংবাদিক নাজমুল হক সজলকে পৌঁছাননি প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি নাজমুল হক সজলকে বাড়িতে পাইনি।
সাংবাদিক নাজমুল হক সজল বলেন, আমি সাত দিন আগে ও এ এস আই সঞ্জয় কুমার সাহাকে জিজ্ঞাসা করেছি অভিযোগটি কি করেছেন। তিনি আমাকে জানিয়েছেন বিষয়টি তিনি দুই পক্ষকে নিয়ে বসে শেষ করে দিবে। আসলে তিনি টাকার কাছে বিক্রি হয়ে আমার সাথে প্রতারণা করেছে।
এ বিষয়ে কসবা থানার তদন্ত ( ওসি) রিপন সাহা বলেন এএসআই সঞ্জয় কুমার সাহা ঘটনাস্থলে না গিয়ে পরিদর্শন না করে মনগড়া প্রসিকিউশন দিয়ে থাকে তাহলে এটা সঠিক করেনি।

# # # # #

কসবা প্রেসক্লাবের  স্বঘোষিত দোকান ও সংবিধান  বহির্ভূত  কমিটির সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন পলার ফেইসবুকে মিথ্যাচারের ...
18/05/2025

কসবা প্রেসক্লাবের স্বঘোষিত দোকান ও সংবিধান বহির্ভূত কমিটির সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন
পলার ফেইসবুকে মিথ্যাচারের জবাব ।

কসবা প্রেসক্লাবের কার্যকরি কমিটি বিলুপ্ত করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠনকসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।। ঐতিহ্যবাহ...
15/05/2025

কসবা প্রেসক্লাবের কার্যকরি কমিটি বিলুপ্ত করে
৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
ঐতিহ্যবাহী কসবা প্রেসক্লাবের কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে প্রকৌশলী মোঃ আবদুল বাকের সরকারকে এবং সদস্য হিসেবে রয়েছে মোঃ আবদুল হান্নান (সাবেক সভাপতি), অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, ক্লাবের জরুরি সভা অনিবার্য কারণবশতঃ কসবা প্রেসক্লাব কার্যালয়ের পরিবর্তে গত (৩ মে, ২০২৫) বিকেলে পাক্ষিক সকালের সূর্য পত্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের কিছু সদস্যের সংগঠন বিরোধী কর্মকান্ড, সদস্যদের মধ্যে দলাদলি, নিজেদের বিভিন্ন স্থানে সভাপতি, সাধারণ স¤পাদক পরিচয় দিয়ে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন মর্মে আলোচনা হয়। সংগঠনের সভাপতি এ সমস্ত বিষয়ে ও সাধারণ সভা অনুষ্ঠানের প্রস্তুতির জন্য গত ২৮ এপ্রিল সাধারণ সদস্য ও কার্যকরি সদস্যদের যৌথসভা আহ্বান করেন। এতে ওই সকল সদস্যগণ উপস্থিত না হয়ে অন্যান্য সদস্যদেরকেও সভায় উপস্থিত না হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালান। এতে সংগঠনের বিশৃঙ্খলা তৈরি হওয়ার উপক্রম হয়েছে। স্বঘোষিত সভাপতি ও সাধারণ স¤পাদক সামাজিক যোগযোগ মাধ্যমে নানা রকম অবান্তর ও অসত্য বিষয় উপস্থাপন করে প্রেসক্লাবের ভাবমূর্তি বিনষ্ট করছেন।
ফলে প্রেসক্লাব সভাপতি সভায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি কসবা প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৮, ধারা-২৯ উপধারার ক/(রা) এর ক্ষমতা বলে কার্যকরি কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠন করেন। বর্ণিত ধারা অনুযায়ী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সোলেমান খান, আহ্বায়ক, জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি জনাব মোঃ আবদুল হান্নান এবং কসবা তফজ্জল আলী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদকে সদস্য করা হয়। আহ্বায়ক অন্তবর্তীকালীন কমিটির মেয়াদউত্তীর্ণ হওয়ার পূর্বে পরবর্তী কার্যকরি পরিষদ গঠন করবেন। আহ্বায়কের অনুপস্থিতিতে কসবা প্রেসক্লাবের প্রতিনিধিত্ব করবেন, সাবেক সভাপতি জনাব আবদুল হান্নান। অন্যান্য সদস্যগণ সাধারণ সদস্য হিসেবে বিবেচিত হবেন।
কিন্তু অকস্মাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় স্মারক নং কপ্রেক/৫(২৪)২০২৫ এর মর্মানুযায়ী ঐতিহ্যবাহী কসবা প্রেসক্লাবের আহবায়ক কমিটির এক সভা ৬ মে ২০২৫ খ্রি: সকাল ১০টায় মোঃ সোলেমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কসবা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় আহবায়ক শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব থেকে অব্যাহতি নেন এবং প্রকৌশলী মোঃ আবদুল বাকের সরকারকে কো-অপ্ট করে আহবায়ক নির্বাচন করা হয়। আহবায়ক কমিটির সকল সদস্যগণ সম্মতি প্রদান করেন। # # # # # # # #

কসবা প্রেসক্লাবের কার্যকরি কমিটি বিলুপ্ত ,তিন সদস্য বিশিষ্ট  আহ্বায়ক কমিটি গঠন।
15/05/2025

কসবা প্রেসক্লাবের কার্যকরি কমিটি বিলুপ্ত ,
তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন।

কসবায় গ্যাসের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মো: আনোয়ার হোসেন উজ্জ্বল কসবার গ্যাস কসবায় চাই  না দিলে  রক্ষা নাই এ প্রত...
20/02/2025

কসবায় গ্যাসের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মো: আনোয়ার হোসেন উজ্জ্বল

কসবার গ্যাস কসবায় চাই না দিলে রক্ষা নাই এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মুক্তমঞ্চে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কসবা মুক্তমঞ্চে আয়োজিত মানববন্ধনে কসবা সর্বস্তরের জনগণের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কসবায় গ্যাস সরবরাহ আন্দোল নের আহ্বায়ক তানভীর শাহীন , জয়নাল আবেদীন,বাংলাদেশ জামাতে ইসলামী কসবা শাখার সাধারণ সম্পাদক শিবলী নোমানী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, যুবদলের আহ্বায় জিয়াউল হুদা শিপন, ওবায়দুল্লাহ,কসবা উপজেলা ছাত্র প্রতিনিধি হাসান মাহমুদ, মনিরুল হক প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের সময় নিজেদের স্বার্থের জন্য দেশের স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দিয়েছিল। ১৯৯৬ সালে সালদা গ্যাস কূপ ও পরবর্তীতে তারাপুরে কূপ খনন করা হলেও অজ্ঞাত কারনে তারাপুর থেকে গ্যাস উত্তোলন বন্ধ করে দেয়। অথচ তারাপুর সীমান্ত থেকে আধা কিঃমিঃ দূরে ভারত রীগ বসিয়ে গ্যাস উত্তোলন করছে। কসবায় যে গ্যাস আছে তা উত্তোলন করে কসবাবাসীকে দিতে হবে।ভারতের গোলামী আর চলবে না।আমাদের গ্যাস ভারতে নয়।বক্তারা অবিলম্বে তারাপুরের কূপ খনন করে তা কসবায় সরবরাহের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়রী দেন।
# # # # #

17/02/2025

বক্তব্য রাখছেন প্রশিকার পরিচালক মো:আনোয়ারুল ফারুক,,,,,,

21/12/2024

ব্রাহ্মণবাড়িয়া কসবা- আখাউড়া-৪ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কবির আহম্মেদ ভূইয়া যা বললেন ------

কসবায়  স্কুল ছাত্র অটোরিক্সা চালক রিফাত হত্যা মামলার আসামীদের                  গ্রেফতারের দাবিতে  মানববন্ধনকসবা প্রতিনিধ...
06/11/2024

কসবায় স্কুল ছাত্র অটোরিক্সা চালক রিফাত হত্যা মামলার আসামীদের
গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কসবা প্রতিনিধি ঃ
আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে কসবা উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের কাঠেরপুল নামক স্থানে অটোরিক্সা চালক রিফাত হত্যা মামলার মুল আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন- মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইউনুস মিয়া খুনিদের গ্রেফতারে কার্যকর ভূমিকা নিচ্ছেন না।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বিকেলে কুটি কালামুড়িয়া গ্রামের আবেদ মিয়ার ছেলে স্কুল পড়–য়া রিফাত (১৫)অটোরিক্সা নিয়ে বের হয়ে রাতে বাড়িতে না এলে পরিবারের লোকজন খুজাঁখুজি করে পরদিন ২৪ অক্টোবর সকালে কসবা পৌর এলাকার সাহাপুর গ্রামে একটি অটোরিক্সার গ্যারেজে তার অটোরিক্সাটি দেখতে পায়।
গ্যারেজের মালিকের সঙ্গে রিফাতের অভিভাবকরা গ্যারেজে বসে অপেক্ষা করে। এমতাবস্থায় অটোরিক্সাটি নিতে এলে রিফাতের বাবা আবেদ মিয়া, স্থানীয় জনতা মিলে আপন মিয়া নামে এক দুবৃত্তকে আটক করে । পরে তারা কসবা থানা পুলিশকে খবর দেয়।স্থানীয় জনতার সম্মুখে আপন মিয়ার স্বীকারোক্তিমুলক জবানবন্দী পেয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের সৈয়দাবাদ এলাকা থেকে ওই দিন সকালে পুলিশ রিফাতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা আবেদ মিয়া বাদি হয়ে ৩ জনকে আসামী করে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে আপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন। জবানবন্দীতে আপন মিয়া জানান ,এই হত্যাকান্ড ও অটো ছিনতাইয়ের ঘটনায় একই এলাকার মাসুক মিয়া ও রাশেদ মিয়া তার সহযোগী ছিল। তারা উভয়েই রানিয়ারা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
আসামী সনাক্তের পরও কসবা থানা পুলিশ আসামীদের গ্রেফতার না করায় স্থানীয় জনগনের মধ্যে উদ্ধেগ সৃষ্টি হয়। আবেদ মিয়া বলেন ,তদন্তকারী কর্মকর্তা ইউনুস মিয়াকে আসামী গ্রেফতারের জন্য বললে তিনি বিরক্তবোধ করেন এবং আমাদেরকে গালমন্দ করেন। আমরা পুশিশের উর্ধতন কতৃপহ্মের হস্তক্ষেপ কমনা করছি।
আসামীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন,বিহ্মোভ মিছিল ও প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। এতে প্রায় আধা ঘন্টা কুমিল্লা- সিলেট মহাসড়কে যানবাহন আটকা পরে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নিহত রিফাতের বাবা আবেদ মিয়া,মা রাবেয়া বেগম,বোন তানজিনা আক্তার ,নুর মোহাম্মদ, সোহরাব হোসেন,মস্তু মিয়া,শিশু মিয়া,নাছির উদ্দিন, সোহাগ খান ও আব্দুল আলিম। তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ কসবা থানা মোঃ জহিরুল হক কবির জানান,অটোরিক্সা চালক রিফাত হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে আদালতে জবানবন্ধি গ্রহন করা হয়েছে। মামলার অপর দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এবিষযে মামলা তদন্তকারী কর্মকর্তা ইউনুস মিয়ার সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

# # # # # # #

29/10/2024

কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের উদাসিনতায় স্কুল শিহ্মার্থী ঈসাদের মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
বিষধর সাপের কামড়ে আক্রান্ত বাকপ্রতিবন্ধী স্কুল পড়ুয়া শিশু শিহ্মার্থীকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরেও এন্টিভেনম না দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ঈসাদ ভূইয়া নামক শিক্ষার্থীর অকাল মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া শিশুটির বয়স দশ বছর। সে উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামের মানসিক ও বুুদ্ধি প্রতিবন্ধী আমিন ভূইয়ার ছেলে।
জানাযায়, গত রবিবার(২৭ অক্টোবর) দুপুরে উপজেলার পানিয়ারুপ গ্রামের বাড়ির কাছেই খেলাধুলা করার সময় বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয় শিশু ঈসাদ।শিশুটি কিছুটা বাক প্রতিবন্ধী হওয়াতে বাড়িতে তেমন কিছু বলতে পারছিলো না। তার চিৎকার ও কান্নাকাটির পরে বাড়ির লোকজন শিশুটির পায়ে সাপের কামড়ের দুটি খোচাঁ ক্ষত দেখে বুঝতে পারেন তাকে সাপে কামড় দিয়েছে। তখন বেলা দুইটার দিকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। জরুরী বিভাগের চিকিৎসকগন এন্টিভেনম সরবরাহ নাই জানিয়ে চিকিৎসা সেবা ও রেজিস্টার খাতাম নাম এন্টি না দিয়ে কুমিল্লায় রেফার্ড করে দেন। এসময় কসবার বিভিন্ন ফামের্সীতে এন্টিভেনম পাওয়া যায়নি বলে জানান নিহতের স্বজনেরা ।
নিহত শিশুটির স্বজন পানিয়ারুপ গ্রামের মোঃ পলাশ মিয়া জানান,শুরুতে কসবা পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।বিসধর সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই চিকিৎসক।তিনি আরো বলেন, শিশুটির বাবা আমিন ভূইয়া (৪০) মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধি। ঈসাদও কিছুটা বাক প্রতিবন্ধি ছিল।
এদিকে গত সোমবার বিকেলে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায় ইমারজেন্সি কক্ষে একজন উপসহকারি মেডিকেল অফিসার থাকলেও আধিপত্য নিয়ে আছে মোঃ শাহিন নামে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারি।বিষধর সাপে নিহতের কথা জানতে চাইলে শাহিন বলেন আমাদের এখানে সাপে কাটা কেউ আসেনি।শাহিন কোন পদে চাকরি করেন জানতে চাইলে সে কোন কথা বলেনি।পরে জানা যায় সে নাইট গার্ড।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিজাম উদ্দিনের কাছে আনতে চাইলে তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত এন্টিভেনম আছে। একই কথা বলেছেন ওইদিন দায়িত্বে থাকা ডাঃ আকিব ইকরাম। ডাঃ আকিব ইকরাম জানান , ওই সময় তিনি বাসায় ছিলেন। ইমারজেন্সি থেকে বিষধর সাপে কাটা রোগী এসেছে কিনা আমাকে জানানো হয়নি। তিনি আরও বলেন স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম মজুত আছে।
পরে গত সোমবার বিকেলে পানিয়ারুপ গিয়ে দেখা যায়, নিহত ঈসাদ ভূইয়ার বাড়িতে শোকের মাতম।মা-বাবা দুজনই প্রতিবন্ধি। ফুফু সেলিনা আক্তার জানান,আমাদের বংশে একমাত্র পুত্র সন্তান ঈসাদ ভূইয়া। দুপুর দুইটার সময় আমরা তাকে নিয়ে স্থানীয় মা মনোয়ারা ক্লিনিকে গেলে তারা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। মা মনোয়ারা ক্লিনিক থেকে মাত্র ১মিনিটের দূরত্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।সেখানে নেয়ার পর কর্তব্যরত লোকজন আমাদের জানান তাদের কাছে সাপে কাটার এন্টিভেনম নেই।আমরা তখন তাদের পরামর্শে কুিমল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পথে ঈসাদ দুবার বমি করে। কসবা থেকে কুিমল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে দুঘন্টা সময় ব্যয় হয়। কুিমল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইর্মাজেন্সিতে র্কতব্যরত চিকিৎসক তখন ঈসাদকে মৃত ঘোষনা করে।

# # # #

কসবা শিকারপুর খালেকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পূর্ণ: নির্মাণ কাজের শুভ উদ্বোধন। কসবা প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া...
25/10/2024

কসবা শিকারপুর খালেকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পূর্ণ: নির্মাণ কাজের শুভ উদ্বোধন।

কসবা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর খালেকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পূর্ণ: নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। বিকেলে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ১ম তলার ছাদ ঢালাই শুভ উদ্বোধন আয়োজন করা হয়। শিকারপুর খালেকিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মোঃ আনোয়ার হোসেন তাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: বাসির মিয়া।এ সময় প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সেইফ ফিল্ডারেশন এর এমডি মোঃ হাবিবুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি কে ফিল্ডার কোং কোম্পানির এমডি এ কে এম খাইরুল বাসার মানিক, ছামি ফিল্টার কোম্পানির এমডি মোঃ শাফায়েত খান, মেসাস হাসান অটোস পার্সের এম ডি হাসান আহাম্মাদ।অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শুকুর খান বিপ্লব। এ সময় পুর গ্রামের আপামর জন্য সাধারণ উপস্থিত ছিলেন।

# # # # #

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Titas24.tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Titas24.tv:

  • Want your business to be the top-listed Media Company?

Share