Md: Abu Hasan

  • Home
  • Md: Abu Hasan

Md: Abu Hasan I am a professional Digital Marketer with over two years of experience as a social media manager

কবিতা "কুঁড়ে ঘর"বাঁশের খুঁটি, পাতার ছাউনি, মোর কুঁড়ে ঘরখানি,বৃষ্টি এলে টুপটাপ, তবু শান্তি তো জানি।মাটির মেঝের শীতল ছোঁ...
05/05/2025

কবিতা "কুঁড়ে ঘর"

বাঁশের খুঁটি, পাতার ছাউনি, মোর কুঁড়ে ঘরখানি,
বৃষ্টি এলে টুপটাপ, তবু শান্তি তো জানি।
মাটির মেঝের শীতল ছোঁয়া, দখিনের খোলা দ্বার,
আলোছায়ার লুকোচুরি, প্রকৃতির সংসার।
জোনাকির আলো জ্বলে, ঝোপঝাড়ের পাশে,
সকালের রোদ্দুর হাসে আঙিনার ঘাসে।
বাবা-মায়ের স্নেহমাখা মুখ, ভাই-বোনের কলরব,
দারিদ্র্যের মাঝেও যেন সুখের অনুভব।
ঝড়-বাদলের রাতেও বাঁচে পরিবারখানি,
ছোট্ট কুঁড়ে ঘর তবু, আমার ঠিকানা জানি।
❤️ হাসান ❤️

টাকা দিয়েছি ধার ঘারে পরেছে ভাঙ্গা হাড়লতিফঃ   আসসালামু আলাইকুম  ভাই কেমন আছেন? বাসাই সবাই কেমন আছে? আবুলঃ   ওয়ালাইকুম আসস...
23/10/2022

টাকা দিয়েছি ধার ঘারে পরেছে ভাঙ্গা হাড়

লতিফঃ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? বাসাই সবাই কেমন আছে?
আবুলঃ ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাল আছি এবং আমার বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভাল আছে। তুমি কেমন আছো?
লতিফঃ খুব একটা ভাল নাই ভাই পরিবার নিয়ে খুব কষ্টে আছি।
আবুলঃ কি হইছে খুলে বলো তো ব্যাপারটা!
লতিফঃ তাহলে শোনেন দুঃখের কথা, বাড়িতে তন্নি আর মন্নির পড়াশুনার খরচ, মা বাবার চিকিৎসা খরচ সব সামলাতে হিমশিম খেতে হচ্ছে ভাই। কাল তন্নি আর মন্নির স্কুলের ফি এবং মার ঔষধ নিতে হবে, হাতে নাই কোন টাকা খুব চিন্তায় আছি। যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলতে চাই।
আবুলঃ মনে কি করবো বলো কি বলবে তুমি?
লতিফঃ ভাই আমার এই দুঃখের সময় যদি কিছু টাকা দিতেন তাহলে খুব উপকার হতো ভাই। আমি আবার ৭ দিন পর তোমার টাকা পরিশোধ করে দিবো।
আবুলঃ ভাই এইসময় তো আমার কাছেও বেশি টাকা নাই। তো কতো টাকা লাগবে তোমার বলো তো দেখি?
লতিফঃ ভাই অনেক টাকাই তো লাগে এখন ৫ হাজার টাকা হলে খুব ভাল হয়।যদি দিতেন তাহলে পরিবারের জন্য কিছু বাজার করে নিতাম।
আবুলঃ ভাই আমার কাছে এতো টাকা নাই ২ হাজার টাকা দিতেছি তা দিয়ে ঔষধ, আর তন্নি আর মন্নির স্কুলের ফ্রি দিও। আর একটা কথা ভাই ৭ দিন পর মনে করে টাকা টা দিও। আমার টাকা লাগবে ঠিক আছে।
লতিফঃ ভাই খুব ভাল একটা উপকার কারলেন। আর টাকা ৭ দিন এর আগেই দিয়ে দিবো ভাই।চিন্তা করবেননা।
৭দিন পর
আবুলঃ ভাই লতিফ ৭ দিন তো পার হয়ে গেলো টাকাটা তো দিলানা ভাই। টাকা টা দাও আমার খুব দরকার এখন।
লতিফঃ ভাই আমি জব্বার এর থেকে টাকা পাই আগামি পরশু দিবে বলছে।সে দিলেই আমি টাকাটা তোমাকে দিয়ে আসবো ভাই।আর আমার কাছে আসতে হবেনা।
এরকম করে আরো বেশ কিছুদির পার হলো।তার পর
হঠাৎ একদিন জব্বার এর সাথে আবুল মিয়ার দেখা।
আবুলঃ ভাই জব্বার কেমন আছো। কই যাও?
জব্বারঃ আলহামদুলিল্লাহ ভাল আছি। বাজারে যাইতেছি। আপনি কেমন আছেন?
আবুলঃ আলহামদুলিল্লাহ ভাল আছি। একটা কথা বলতে চাইতেছি।
জব্বারঃ বলেন ভাই।
আবুলঃ তোমার থেকে নাকি লতিফ টাকা পাই। টাকাটা দিয়ে দিও ভাই। আমি ওর থেকে টাকা পাবো।
জব্বারঃ কি বলেন ভাই আমার কাছে আরো টাকা ধার নিতে আসছিলো আমি না করে দিয়েছি।
আবুলঃ ওহ আচ্ছা। তাহল এই ব্যাপার।ঠিক আছে ভাই যাও।
এবার আবুল মিয়া লতিফে ফোন করলো
আবুলঃ ভাই ১ মাস হলো তো টাকাটা কবে দিবা ভাই।
লতিফঃ ভাই হাতে টাকা নাই ভাই আর কয়েকটা দিন সমসয় দাও আমাকে।
এদিকে আবুল মিয়ার বউয়ের হাতে বকা খাইতে খাইতে জীবন ঝালাপালা হয়ে গেলো
এরকম আশা দিয়ে দিয়ে ৬মাস পর।
আবুল মিয়ার ফোন দিলে ফোন কেটে দেই লতিফ আর বাড়িতে গেলে পালিয়ে বেরাই
সেই থেকে চলছে চোর পুলিষ খেলা।
আবুলঃ আমার জীবনে ভাল একটা শিক্ষা পেলাম। কারো উপকার করতে নাই।
কথাই আছেনা উপকারিকে বাঘে খাই।
তা আজ হারে হারে টের পাইতেছি।
একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে
টাকা ধার দেওয়ার আগে ১০ বার ভেবে নিবেন। তার হাত ভারি নাকি পাতলা বুঝে শুনে দিবেন।
তাহলে আমার মতো ঘারে হাড়িও ভাংতে হবেনা।

বিশেষ দৃষ্টব্যঃ ভুল ত্রুটি মার্জনা করবেন।
উৎসাহ পেলে আরো লেখতে পারবো ইনশাআল্লাহ
মোঃআবু হাসান❤️

20/10/2022

Welcome to my page

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Md: Abu Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md: Abu Hasan:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share