
05/05/2025
কবিতা "কুঁড়ে ঘর"
বাঁশের খুঁটি, পাতার ছাউনি, মোর কুঁড়ে ঘরখানি,
বৃষ্টি এলে টুপটাপ, তবু শান্তি তো জানি।
মাটির মেঝের শীতল ছোঁয়া, দখিনের খোলা দ্বার,
আলোছায়ার লুকোচুরি, প্রকৃতির সংসার।
জোনাকির আলো জ্বলে, ঝোপঝাড়ের পাশে,
সকালের রোদ্দুর হাসে আঙিনার ঘাসে।
বাবা-মায়ের স্নেহমাখা মুখ, ভাই-বোনের কলরব,
দারিদ্র্যের মাঝেও যেন সুখের অনুভব।
ঝড়-বাদলের রাতেও বাঁচে পরিবারখানি,
ছোট্ট কুঁড়ে ঘর তবু, আমার ঠিকানা জানি।
❤️ হাসান ❤️