Dream Stair School

  • Home
  • Dream Stair School

Dream Stair School Jahid Rony

✨ একটি অনুপ্রেরণামূলক উপস্থিতি ✨আজ ড্রিম স্টেয়ার স্কুলে পরিদর্শনে এসেছিলেন সম্মানিত মো. তরিকুল ইসলাম সুলতান।বিদ্যালয়ের প...
17/07/2025

✨ একটি অনুপ্রেরণামূলক উপস্থিতি ✨
আজ ড্রিম স্টেয়ার স্কুলে পরিদর্শনে এসেছিলেন সম্মানিত মো. তরিকুল ইসলাম সুলতান।
বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিকতা ও একাগ্রতা দেখে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন।

🔹 তিনি বলেন, “ড্রিম স্টেয়ার স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি ভবিষ্যতের নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম।”
🔹 ভবিষ্যতের যেকোনো শিক্ষাগত ও অবকাঠামোগত উন্নয়নে তিনি পাশে থাকার আশ্বাস দেন।

তাঁর আন্তরিকতা, দায়িত্ববোধ এবং সহযোগিতার হাত আমাদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে।
ড্রিম স্টেয়ার স্কুল পরিবার তাঁর এই সফর ও বক্তব্যকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। 🌿

– ড্রিম স্টেয়ার স্কুল পরিবার ♥️



#তরিকুল_ইসলাম_সুলতান


#আমাদের_প্রেরণা

🌟 সম্মানিত অতিথি আমাদের মাঝে 🌟আজ ড্রিম স্টেয়ার স্কুলে ভিজিটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আফজাল হোসেন, একজন সেবামুখী ও ...
16/07/2025

🌟 সম্মানিত অতিথি আমাদের মাঝে 🌟

আজ ড্রিম স্টেয়ার স্কুলে ভিজিটর হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আফজাল হোসেন, একজন সেবামুখী ও সমাজবান্ধব ব্যক্তিত্ব। তিনি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং এর পরিবেশ, শিক্ষার মান ও শিক্ষার্থীদের শৃঙ্খলা দেখে অত্যন্ত আনন্দিত হন।

তিনি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে, “এই ধরনের উদ্যোগই একটি প্রজন্মকে গড়ে তোলে।”

আমরা তাঁর আগমনকে স্বাগত জানাই এবং তাঁর উৎসাহ ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

– ড্রিম স্টেয়ার স্কুল পরিবার

আজ ড্রিম স্টেয়ার স্কুল, গুণগ্রাম, ঘাটাইলে আমাদের গর্বিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবিজি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, শ...
15/07/2025

আজ ড্রিম স্টেয়ার স্কুল, গুণগ্রাম, ঘাটাইলে আমাদের গর্বিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবিজি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, শ্রদ্ধেয় শামছুল আলম স্যার।

স্যার আমাদের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং শিক্ষার গুরুত্ব ও মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।
তার অভিজ্ঞতা, বিনয় ও প্রজ্ঞা আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

স্যারের এই আগমনে আমরা গভীরভাবে কৃতজ্ঞ এবং ধন্য।

ড্রিম স্টেয়ার পরিবার সর্বদা এমন মহৎ মানুষের সহযোগিতা ও দিকনির্দেশনার প্রত্যাশায় থাকবে।

— ড্রিম স্টেয়ার স্কুল পরিবার

আজ ড্রিম স্টেয়ার স্কুলে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন জিবিজি সরকারি কলেজ (GBG Gov. College), ঘাটাইল-এর সাবেক প্রিন্সিপাল, শ্র...
15/07/2025

আজ ড্রিম স্টেয়ার স্কুলে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন জিবিজি সরকারি কলেজ (GBG Gov. College), ঘাটাইল-এর সাবেক প্রিন্সিপাল, শ্রদ্ধেয় শামছুল আলম স্যার।

শিক্ষাক্ষেত্রে স্যারের দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং শিক্ষাবান্ধব মানসিকতা আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ছিল এক বিরল সুযোগ ও প্রেরণার উৎস।

স্যারের বিনয়ী ব্যবহার, চিন্তাশীল কথাবার্তা এবং বাস্তব অভিজ্ঞতার আলোচনায় আমরা সবাই মুগ্ধ ও অনুপ্রাণিত হয়েছি।

ড্রিম স্টেয়ার স্কুল পরিবার তাঁর প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করি, ভবিষ্যতেও স্যারের দিকনির্দেশনা আমাদের আলোকিত করবে।

স্যারকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

14/07/2025
10/07/2025

আজ ১০/০৭/২৫ খ্রি.
প্রাকৃতিক দূর্যোগের কারনে
ক্লাস বন্ধ ঘোষণা করা হলো।

ড্রিম স্টেয়ার ফ্যামিলি
03/07/2025

ড্রিম স্টেয়ার ফ্যামিলি

new student
22/06/2025

new student

Address


Telephone

+8801712474947

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Stair School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Stair School:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share