Anamul Creation

  • Home
  • Anamul Creation

Anamul Creation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anamul Creation, Digital creator, .

09/07/2024

আগে কোটা, প্রশ্ন ফাঁস সমস্যা মিটুক, তারপরে পড়তে বসবো! যেখানে শিক্ষা ব্যবস্তায় ঝামেলা সেখানে পড়তে বসা বিলাসিতা!!😌🙂

28/06/2024

অধিকাংশ মানুষ আছে এরা মাঝে মধ্যে নিজেদেরকে অনেক বেশি পীর সাহেব এবং মৌলবাদী মনে করে। যেমন ক্রিকেট একটা হারাম খেলা এটা তো দেখেই এর মধ্যে আবার পাকিস্তানকে সাপোর্ট ক‌ইরা নিজেকে খুব‌ই নিষ্পাপ এবং মুসলিম সাপোর্ট' ফুল মানুষ হিসেবে মনে করে। কেন ভাই? আপনি তো ঠিকমতো জুম্মার নামাজ'ই পড়েন না আবার হারাম জিনিস দিয়ে কীভাবে সাপোর্ট করেন বিবেক এ বাঁধে না? আবার অন্যদিকে পাশ্ববর্তী দেশ ভারতের খেলা দেখলে আপনি বয়কট করেন‌ ঠিক আছে। ভারতের পন্য থেকে সবকিছু সবকিছু বয়কট করে দেন । দোকানে কিনতে গেলে তো বলেন‌ ভাই ইন্ডিয়ান'টা আছে?কেন ভাই ইন্ডিয়ান‌'টা কিনতে হবে কেন? বয়কট করলে সবকিছু বয়কট করা উচিত নয়তো আ*সো*দা আবেগ বাদ দেওয়া উচিত। আবার ইন্ডিয়ার খেলাধুলা ভালো লাগলে মালাউন হ‌য়ে যায় । এই সব উল্টোপাল্টা চিন্তা ভাবনা বাদ দিন এবং এইসব আবেগ আমাদের বাদ দেওয়া উচিত!🙂
✍️ আহম্মেদ এনামুল

13/06/2024

প্রিয় মানুষ দুই প্রকার হয়, এক প্রকার হইলো- তোমারে পেলে ঠিকাসে, না পাইলেও সমস্যা নাই। আরেক প্রকার হইলো- তোমারেই আমার লাগবে; তোমারে ছাড়া হবে নাহ।

09/06/2024

Whatt a match!!🥹🔥
Congratulations Indian Cricket Team Outstanding performance🥹 Indiar moto team jeikhane 119 Run kore er Pakistan 113 run a All-out Onk ta easy match chilo Pakistan er jonno nite parlo na. Bangladesh ai rokom easy match onk harche ajke Pakistan same kaj tai korlo . Ai olpo run aibave India Pakistan ke je atkave Ta chilo kolponar bahire- India je cricket er Akta Brand ta abaro Proved💥🥹

02/05/2024

আমি মানুষকে ভালোবেসে দেখেছি, যত্ন নিয়ে দেখেছি খোঁজ নিয়ে দেখেছি , সাহায্য করে দেখেছি সাধ্য মতো সবকরেই দেখেছি আর আমি বার বার তাদেরকে অকৃতজ্ঞ পেয়েছি। তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষদের জন্য সুন্দর আর নিঃস্বার্থ মানুষদের জন্য কঠিন ও ভয়ংকর। ©️

10/04/2024

ইনবক্সে সারি সারি ম্যাসেজ এর ইদ মোবারক এর শুভেচ্ছা না জানিয়ে বিকাশে সালামি পাঠিয়ে দিয়েন ধন্যবাদ 🥹🌝

14/03/2024

নিয়মিত যারা আপনার খোঁজ খবর রাখেন ফ্রী হয়ে আপনি তাদের খোঁজ খবর রাখার চেষ্টা করুন। যদি দেখেন আপনি খোঁজ খবর রাখার পরেও তারা এড়িয়ে চলছে তবে দ্রুত তাদের থেকে প্রস্থান করুন..!!❤️
©️

11/03/2024

রমাদান মোবারক সবাইকে🌙
পবিত্র মাহে রমজান এর উছিলায় কারো পরিবর্তন নিয়ে হাসি ঠাট্টা না করি । নিজের ইবাদতকে নিজের কাছের সিমাবদ্ধতা রাখি এবং মহান আল্লাহ তায়ালা কে খুশি করার চেষ্টা করি। লোক দেখানো ফার্স্ট তারাবিহ ডান, ফার্স্ট সেহেরি ডান‌, ফাস্ট ইফতার ডান এইসব পোস্ট থেকে বিরত থাকি 🙏

12/02/2024

পিছনে বদনাম করে,সামনে এসে জড়িয়ে ধরা আপন মানুষদের জানাই হ্যাপি হাগ ডে' এর শুভেচ্ছা!🥹

17/01/2024

কেমন জানি সবকিছু Adjust হ‌ইয়া গেছে 🥹
মাঝে মধ্যে বেশি ভালো ও লাগে না আবার খারাপ‌ ও লাগে না । কষ্ট পাইলেও দু‌ঃখ লাগে না আবার বেশি ভালো লাগলেও হাসি পায় না। কেন জানি মনে হয় দিন দিন রোবটে রূপান্তরিত হ‌ইয়া যাইতেছি 🙂💔

01/01/2024

কী একটা অবস্থা!🥹 হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা জানাবো নাকি জন্মদিনের শুভেচ্ছা জানাবো ফ্রেন্ড লিস্টের অর্ধেক মানুষের'ই আজ জন্মদিন 😄🥱

12/12/2023

কেউ মেসেজ পাঠাইলে তাড়াহুড়ো করে রিপ্লাই দেয়ার দরকার নাই।মেশিনের মত মেসেজিং করলে নিজের পার্সোনালিটি ওয়েট দুটোই কমে যায়।একটু দ/ম নেন। হাতে সময় নেন।তারপর রিপ্লাই করেন স্বল্প শব্দে।বাড়তি কথা বলার প্রয়োজন নেই।শুরুতে বেশি দাম দিয়ে ফেললে মানুষের ভাব বেড়ে যায়।সস্তা ভেবে বসে।যখন মন চাইবে তখন কথা বলবেন।যার প্রয়োজন হবে সে ঠিকি অপেক্ষা করবে।❤️

Address


Alerts

Be the first to know and let us send you an email when Anamul Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share