
29/06/2025
যারা তন্ত্রপূজা (গণতন্ত্র,,সমাজতন্ত্র, সেক্যুলারিজমসহ যত তন্ত্রমন্ত্র আছে) করে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, নিঃসন্দেহে তাদের মধ্যে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নেই। এরা দ্বীন থেকে রিদ্দাহ করেছে।
আজ যারা শরীয়ত প্রত্যাখ্যান করে তাগুত, শয়তান, গায়রুল্লাহর আনুগত্য করে, নিজস্ব ধ্যান-ধারনা ভিত্তিতে আইন-কানুন তৈরি করে ও তা জীবন বিধান হিসেবে গ্রহণ করে তারা সুস্পষ্ট শিরকে লিপ্ত
তারা দাবি করে যে, তারা আল্লাহ ও রাসূলের দেখানো পথে চলে। তারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছে। অথচ তারা পথভ্রষ্ট।
আল্লাহ তায়ালা সূরা আন-নিসা (৪:৬০) তে বলেন,
"أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ يَزْعُمُونَ أَنَّهُمْ آمَنُوا بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ يُرِيدُونَ أَن يَتَحَاكَمُوا إِلَى الطَّاغُوتِ وَقَدْ أُمِرُوا أَن يَكْفُرُوا بِهِ وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا"
বাংলা অনুবাদ:
"আপনি কি তাদের দেখেননি, যারা দাবি করে যে তারা আপনার প্রতি ও আপনার পূর্ববর্তীদের প্রতি যা নাযিল হয়েছে তাতে ঈমান এনেছে? অথচ তারা তাগুতের কাছে মিমাংসা চায়, অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছে তাগুতকে অস্বীকার করতে। শয়তান তাদেরকে গভীর পথভ্রষ্টতায় নিপতিত করতে চায়।"