Narayanganj Dorpon

  • Home
  • Narayanganj Dorpon

Narayanganj Dorpon নারায়নগঞ্জ দর্পণ (নারায়ণগঞ্জের প্রতিচ্ছবি) জনগণের কল্যাণে নিবেদিত অনলাইন সংবাদ মাধ্যম।

কলতাপাড়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়ানারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলতাপাড়া   ফাজিল (প্রস্তাবিত কামিল...
23/06/2025

কলতাপাড়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কলতাপাড়া ফাজিল (প্রস্তাবিত কামিল) মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপিত হওয়ায় মহান আল্লাহ কাছে শুকরিয়া আদায় ও আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৩জুন) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নে কলতাপাড়া মাদ্রাসার হল রুমে এই দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে করেন কলতাপাড়া ফাজিল (প্রস্তাবিত কামিল) মাদ্রাসায় অধ্যক্ষ আ:আউয়াল সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন অত্র মাদ্রাসার গভনিং বডির সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূরা সদস্য প্রিন্সিপাল ড.মোঃইকবাল হোসেন ভূঁইয়া।

দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম আবদুল মোতালিব ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সোনারগাঁও উপজেলার যুব বিভাগের নেতা সোহানুর রহমান সবুজ, উপজেলা জামায়াতে ইসলামীর ওলামা শাখার সভাপতি মাওলানা ফেরদৌস খান সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, "মাদরাসায় শিক্ষার মান আরও উন্নয়ন করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেন এই প্রতিষ্ঠানটি শিক্ষায় আরও এগিয়ে যায়। গভর্নিং বডির সক্রিয় সহযোগিতায় মাদরাসাটি একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।"
তিনি আরও বলেন, "এ বছর প্রথমবারের মতো আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপন হওয়ায় শিক্ষার্থীদের আর দূরে কোথাও গিয়ে পরীক্ষা দিতে হবে না। এতে তাদের সময় ও ভোগান্তি উভয়ই কমবে। আমরা আশাবাদী, পরীক্ষার্থীরা ভালো ফলাফল করে মাদরাসার সুনাম বৃদ্ধি করবে এবং মা-বাবার মুখ উজ্জ্বল করবে।"

অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করা হয় এবং তাদের প্রতি শুভকামনা জানানো হয়।

বন্দরে জোড়া খুন: পুলিশ-র‌্যাবের অভিযানে ৬জন গ্রেপ্তারনারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর...
23/06/2025

বন্দরে জোড়া খুন: পুলিশ-র‌্যাবের অভিযানে ৬জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার রাতে সংঘটিত এই জোড়া খুনের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে গতকাল দাফন সম্পন্ন হয়েছে।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এই সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কুদ্দুস মিয়া (৭০) নামের একজন ঘটনাস্থলেই নিহত হন। এর কয়েক ঘণ্টা পর, রাত সাড়ে এগারোটার দিকে, মেহেদী (৪২) নামের অপর এক ব্যক্তি ও তার লোকজন যাওয়ার পথে তাদের প্রতিপক্ষ ধাওয়া করে। মেহেদীকে ধরে গণপিটুনি ও ছুরিকাঘাতে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব-১১, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত মোট ৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে মোঃ শান্ত ও মোঃ রবিনকে র‍্যাব-১১ এর একটি টিম গ্রেপ্তার করেছে। অপরদিকে, মোঃ কবির, মোঃ ফাহিম ও মোঃ সোহেলকে আটক করেছে পুলিশ।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানান, “আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের জেরে উভয়পক্ষের ছুরিকাঘাতে কুদ্দুস ও মেহেদী নিহত হয়েছে। নিহতদের পরিবার থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণাজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ যৌক্তিক সংস্কারের দাবিতে সকা...
23/06/2025

এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণসহ যৌক্তিক সংস্কারের দাবিতে সকাল থেকে কাফনের কাপড় পরে কলমবিরতি কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন তারা।

সোমবার (২৩ জুন) সকাল ৯টা থেকে তিন ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার, মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মিজ সেহেলা সিদ্দিকা বক্তব্য দেন।

আগারগাঁওয়ের এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে ঘোষণা করা কর্মসূচির মধ্যে রয়েছে– মঙ্গলবার (২৪ জুন) আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং ঢাকার বাইরে স্ব স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি, কলম বিরতি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ।

জারি করা প্রতিহিংসা ও নিপীড়নমূলক সব বদলি আদেশ বাতিল না হলে এবং নিপীড়নমূলক নতুন কোনো বদলির আদেশ হলে ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে কলম বিরতি, অবস্থান কর্মসূচি এবং চেয়ারম্যান ও তার দোসরদের প্রতি ঘৃণা প্রকাশ।

এর আগে, গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। এর পর থেকে এর প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।

নির্বাচনের জন্য সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টাঅন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্...
23/06/2025

নির্বাচনের জন্য সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের জন্য শুধু পুলিশ নয়, সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে। যে সময় তারিখ ঘোষণা সেসময়ের জন্যই।

সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব একথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কলঙ্ক মোচনের জন্য মানবিক পুলিশ হতে হবে। জনবান্ধব পুলিশ হলে কলঙ্ক ঘুঁচে যাবে। পুলিশকে জনবান্ধব করতে আমরা সর্বত্য চেষ্টা করছি। মবের ঘটনা সাথে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এছাড়াও আসন্ন বন্যা মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানান তিনি।

এর আগে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে এখন মব নেই। যারা মব সৃষ্টি করছে আমরা তাদের আইনের আওতায় আনব এবং মব সৃষ্টিতে পুলিশ বাহিনীর কোনো ভুল থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলার প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে কি ধরণের প্রস্তুতি নিতে হবে সে বিষয় নিয়ে পুলিশদের সঙ্গে আলোচনা করা হবে। নির্বাচন তো অনেক দূরে, তারা প্রস্তুতি গ্রহণ করছে। তাছাড়া আগের তুলনায় পুলিশ ভালো কাজ করছে।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরিফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘যারা আসন নিয়ে বিভক্তের কথা বলে, তাদের মন ছোট’--সোনারগাঁয়ে গিয়াসউদ্দিন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বি...
22/06/2025

‘যারা আসন নিয়ে বিভক্তের কথা বলে, তাদের মন ছোট’--সোনারগাঁয়ে গিয়াসউদ্দিন
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, যারা সদস্য হতে বা সদস্য নবায়ন করতে চায় তাদের নাকি শর্ত বা হুমকি-ধুমকি দেওয়া হয়েছে, অবশ্য এটা সঠিক না। বিএনপি এ দেশের সর্ববৃহৎ দল, তবুও আরো মানুষ আমাদের দলে আনতে হবে। সেখানে বিএনপি করতে সদস্য হতে পারবে না বা নবায়ন করতে পারবে না এই কথাটা ঠিক না। আন্দোলন সংগ্রামের সময় আমি জেলা বিএনপির সভাপতি দায়িত্ব ছিলাম। আমি জানি আন্দোলনে কে কতটুকু দায়িত্ব পালন করেছে। আমি জানি কারা বিএনপি করেছেন, কতটা মামলা খেয়েছেন, কতটা হামলার শিকার হয়েছেন। আমি এখনো জেলা বিএনপির একজন ক্ষুদ্র নগণ্য সদস্য। যারা আন্দোলন সংগ্রাম করেছেন তারা একজনও নবায়ন থেকে বাদ হবেন না। আপনারা আমার সাথে কাজ করেছেন, এখন আপনাদের নবায়ন করা আমার নৈতিক দায়িত্ব। এছাড়াও এই সোনারগাঁয়ের ভালো মানুষ বাস করে। যারা খুনি হাসিনার সাথে ছিল না, কখনো অন্যায় অপরাধ করে নাই তাদেরকেও বিএনপির সদস্য করতে হবে। যেখানে তারেক রহমান বলেছেন ভালো এবং বিএনপির আদর্শকে বিশ্বাস করে তাদেরকে দলে নিতে হবে, সেখানে আমার বা কারো ক্ষমতা নাই সেটার রোধ করার।

রবিবার (২২ জুন) সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলের কাদিরগঞ্জ এলাকায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক এমপি গিয়াসউদ্দিন।

তিনি আরও বলেন, বিএনপির যারা আগে সদস্য ছিলেন তাদের সদস্যতা নবায়ন করতে হবে, বিএনপির আদর্শতে যারা অনুপ্রাণিত হয়েছে তাদেরকে সদস্য করতে হবে। সারা দেশব্যাপী এ কর্মসূচি চলছে। নারায়ণগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে সে কার্যক্রম শুরু হয়েছে। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা বিগত ১৬ বছরের আন্দোলন আমাদের সাথে ছিলেন। আন্দোলনের পরে ৫ ই আগস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়। ১৬ বছরে কতটা নির্যাতন ভোগ করেছেন তা আমিও জানি আপনারাও জানেন। ৫ আগস্ট এমনি এমনি আসেনি, অনেক রক্তের বিনিময়ে এসেছে। শেখ হাসিনার মসজিদ, স্কুল, হাসপাতাল থেকে শুরু করেছে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে রেখেছে। আমাদের দাবি হলো শেখ হাসিনা যা করেছে তার বিচার করতে হবে এবং যেগুলো ধ্বংস করে গেছে সেগুলো পুনর্গঠন করতে হবে। তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তাই এখন মানুষ চায় দ্রুত সময় নির্বাচন হোক এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক। নির্বাচনে ভোটাররাই সব থেকে বেশি মূল্যবান। সেটা যে কোন নির্বাচন হোক না কেন। তাই ভোট সংগ্রহ করার জন্য মানুষের পাশে বিএনপির নেতা কর্মীদের যেতে হবে, মানুষকে বোঝাতে হবে।

সাবেক এমপি আরও বলেন, আমরা নারায়ণগঞ্জের মানুষ, আমরা বরিশাল, নোয়াখালী বা কুমিল্লা থেকে আসেনি। আমরা নারায়ণগঞ্জে যারা আছি, তারা নারায়ণগঞ্জের নির্বাচনী পাঁচটি এলাকায় কাজ করতে পারবো। আমাদের দল থেকে পাঁচটি এলাকায় যাদেরকে মনোনয়ন দেওয়া হবে তাদের বিজয়ের লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কিন্তু যারা নারায়ণগঞ্জের আসন নিয়ে বিভক্তের কথা বলে তাদের মন খুব ছোট। ছোট মন নিয়ে বড় পদ লাভ করতে কেউ পারে না। পার্লামেন্ট সদস্য হতে অনেক বড় মন লাগে। এত দিনের আন্দোলন সংগ্রামে আমার পেছনে অনেক মানুষের অবদান আছে। যাদের অবদান আছে তাদের এখন প্রতিদান দেওয়ার চেষ্টা করবে।

এসময় সভায় সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফুল আলম আশরাফ প্রধানের সভাপতিত্বে ও সার্বিক আয়োজনে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাসির উদ্দিন, কেন্দ্রীয় তাতি দলের সদস্য ও সাবেক সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমির হোসেন, সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার, সোনারগাঁও থানা কৃষক দলের সাবেক সদস্য সচিব বাবুল হোসেন, সোনারগাঁ থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদুল আলম মোল্লা, সাদিপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলো পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।

বন্দর জোড়া খুনের পর থমথমে পরিস্থিতি: অতিরিক্ত পুলিশ মোতায়েন, আটক ৩বন্দর উপজেলায় দুই ব্যক্তি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা...
22/06/2025

বন্দর জোড়া খুনের পর থমথমে পরিস্থিতি: অতিরিক্ত পুলিশ মোতায়েন, আটক ৩
বন্দর উপজেলায় দুই ব্যক্তি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর রেললাইন এলাকাসহ সংলগ্ন স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে রাতেই র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে অন্তত তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে সংঘটিত জোড়া খুনের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও বর্তমানে পরিস্থিতি শান্ত দেখা যাচ্ছে, কিন্তু হত্যাকাণ্ডের জেরে চাপা উত্তেজনা স্পষ্ট। স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, তারা আতঙ্কে আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভয় পাচ্ছেন।

জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানিয়েছেন, এই ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও নিশ্চিত করেছেন যে, দুটি পৃথক হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনার পর থেকে উভয়পক্ষের বেশ কিছু লোক এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং টহল অব্যাহত রয়েছে।

আব্দুল কুদ্দুস (৭০) এবং মেহেদী হাসান (৪২) নামের দুই ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় বন্দরের শান্ত পরিবেশ বিঘ্নিত হয়েছে। স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থানজাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদসংক্রান্ত...
22/06/2025

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থান
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদসংক্রান্ত প্রস্তাবনা প্রশ্নে ভিন্ন ভিন্ন অবস্থানে রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুইবারের প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশিরভাগ দল। তবে বিএনপিসহ তিনটি দল দুইবারের পর একবার বিরতি দিয়ে আবার হতে পারবেন বলে মত দিয়েছে।

রবিবার (২২ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপে প্রধানমন্ত্রীর মেয়াদ বিষয়ক আলোচনায় এসব প্রস্তাবনা তুলে ধরা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক প্র‍্যাকটিস বন্ধ করা ঠিক হবে না। আলাদা আলাদা আলোচনা করে সমাধানে আসা কঠিন। আমরা তো সংস্কার চাই। তবে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রের কোনো একটি বিভাগকে দুর্বল করে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে না। একজন স্বৈরাচার হয়েছিল। সেটি চিন্তা করে যদি সংস্কার করে হাত পা বেঁধে দেয়া হয় তাহলে সেটি ঠিক হবে না। দুই মেয়াদ হোক বা ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হোক- প্রধানমন্ত্রী কত বছর প্রধানমন্ত্রী থাকবেন সেটা আলোচনা করা যেতে পারে।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নেই। কিন্তু সেটি পূর্ণ মেয়াদ হতে হবে। কিন্তু কেউ মেয়াদ পূর্ণ না করতে পারে সেটি অন‍্যভাবে বিবেচনায় নিতে হবে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, প্রধানমন্ত্রী পরপর দুইবার হবেন। এরপর একবার গ্যাপ দিয়ে দুইবার হবেন, আবার একবার গ্যাপ দিয়ে আবার দুইবার হবেন। যতবার খুশি ততবার হবেন।

আমজনতা দলের কার্যনির্বাহী সদস্য সাধনা মহল বলেন, এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী থাকতে পারবেন। একবার গ্যাপ দিয়ে আরেক মেয়াদে থাকতে পারবেন।

ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ঐকমত্যের স্বার্থে আমরা সর্বোচ্চ দুইবারের পক্ষে। সংকটের মূল জায়গা নিম্নকক্ষ নির্বাচন পদ্ধতি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, পুরো মেয়াদ সম্পন্ন না করা নিয়ে বিতর্ক আছে। তা বাদ দিয়ে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুইবার বিবেচিত হবে।

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর দুই মেয়াদের সমর্থন আছে। এটায় সিদ্ধান্তে আসা উচিত।

সাবেক সিইসি নুরুল হুদাকে ‘জুতার মালা’ দিয়ে পুলিশে সোপর্দ নিজস্ব প্রতিবেদক, ঢাকাসাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ ক...
22/06/2025

সাবেক সিইসি নুরুল হুদাকে ‘জুতার মালা’ দিয়ে পুলিশে সোপর্দ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এর আগে নুরুল হুদাকে আটক করে জনতা গলায় জুতার মালা পরায়। উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান নুরুল হুদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে জনতা আটক করে আমাদের হেফাজতে দিয়েছে। এখন তাকে থানায় আনা হয়েছে।’ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

আজ রবিবার আওয়ামী লীগ আমলের এ কে এম নুরুল হুদাসহ তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান করার অভিযোগে শেরে বাংলা নগর থানায় মামলা করে বিএনপি। তবে তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন দমনের মামলা রয়েছে আগে থেকে। ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন কমিশনের আয়োজনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনটি দেশে ‘রাতের ভোট’ হিসেবে পরিচিত। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে, হুদার ভাগ্নে এসএম শাহজাদা ২০১৮ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের সময় সহিংসতা নিয়ে সমালোচনা করায় ২০২২ সালের জানুয়ারিতে, হুদা তার সহকর্মী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারকে ‘মিথ্যাবাদী’ বলে অভিহিত করেন। ডিআই/এসকে

‘ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ আলী মৌসাভি বিবিসিকে বল...
22/06/2025

‘ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’
যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ আলী মৌসাভি বিবিসিকে বলেছেন যে, যুক্তরাষ্ট্র ইরানে রাতভর যে হামলা চালিয়েছে, তা জাতিসংঘ সনদের প্রতি অসম্মান’ এবং এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

বিবিসির লরা কুয়েনসবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসাভি বলেন, এ হামলা ইরানের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন।

তবে এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে গেছেন তিনি।

লরা কুয়েনসবার্গ জিজ্ঞাসা করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আবার আক্রমণ করলে ইরান কি তার পারমাণবিক আকাঙ্ক্ষা ত্যাগ করবে এবং ইসরায়েলের সাথে তার সংঘাতের অবসান ঘটাবে?

মৌসাভি বলেন, ইরান ও আমেরিকা পারমাণবিক আলোচনার মাঝামাঝি অবস্থানে রয়েছে। একই সাথে তিনি বলেন, ‘ইসরায়েলি শাসকগোষ্ঠী আমাদের উপর আক্রমণ করেছে’।

গত সপ্তাহে উভয় পক্ষের বেসামরিক ক্ষয়ক্ষতি নিয়ে কুয়েনসবার্গ তাকে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন- ‘আমরা আত্নরক্ষা করছি”।

নির্বাচনি প্রচারণায় থাকছে না পোস্টার: নির্বাচন কমিশননির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায়...
19/06/2025

নির্বাচনি প্রচারণায় থাকছে না পোস্টার: নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার থাকছে না। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত করে এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় ইসি সচিব মো. আখতার আহমেদ ও এনআইডি ডিজি এসএম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

আবুল ফজল বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫ এর খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও সংশোধন সাপেক্ষে হবে এটি। তবে সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার থাকছে না। বিলবোর্ড, ব্যানার, হ্যান্ডবিল ও অনলাইনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বিদেশি অর্থায়নে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করা যাবে না।

তিনি বলেন, বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্য হয়ে থাকলে, প্রার্থী হলে পদত্যাগ করতে হবে। রিটার্নিং কর্মকর্তারা একটি কমন প্ল্যাটফর্ম করবেন, যেখানে ঐ আসনের প্রার্থীরা তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরবেন। এছাড়া প্রার্থীরা বাতিলের ক্ষেত্রে আরপিওর ৯১/ঙ আচরণ বিধিতে সন্নিবেশিত করা হয়েছে।

সোনারগাঁয়ে গলাকাটা যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২সোনারগাঁয়ে খালপাড় এলাকা থেকে রতন (৩৮) নামের এক যুবকের গলাকাটা মরদেহ...
18/06/2025

সোনারগাঁয়ে গলাকাটা যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২
সোনারগাঁয়ে খালপাড় এলাকা থেকে রতন (৩৮) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার সকালে রতনের মরদেহ উদ্ধারের পর র‍্যাব ছায়াতদন্ত শুরু করে। এরপর বুধবার (১৮ জুন) দিবাগত রাতে রূপগঞ্জের দিঘি বরাবো এলাকা থেকে অভিযুক্ত দু’জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, রূপগঞ্জ দিঘি বরাবো এলাকার ইউনুস প্রধানের ছেলে ইসমাইল প্রধান (২৪) ও রূপগঞ্জ মোঘড়াকুর এলাকার মনির হোসেনের ছেলে ওসমান গনি (২৩)। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

এর আগে, গত ১৭ জুন সকালে সোনারগাঁ উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধের পূর্ব পাশ থেকে রতন (৩৮) নামের ওই যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রতন কাঁচপুর এলাকার মো. মালেক মোল্লার ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকার দেলোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খালপাড় এলাকায় রক্তাক্ত অবস্থায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। এই নৃশংস ও ক্লুলেস হত্যাকাণ্ডের খবর পেয়ে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর তারা হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ছায়াতদন্ত শুরু করে। নিজস্ব গোয়েন্দা নজরদারি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যদের ধরতে তদন্ত অব্যাহত থাকবে বলে র‍্যাব জানিয়েছে।

সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডেসিদ্ধিরগঞ্জ থানার চাঞ্চল্যকর সজল হত্যা মামলায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র...
18/06/2025

সাবেক মেয়র আইভী ২ দিনের রিমান্ডে
সিদ্ধিরগঞ্জ থানার চাঞ্চল্যকর সজল হত্যা মামলায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ।

একই আদালতে ফতুল্লার সাঈদ হত্যাচেষ্টা মামলাতেও আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। উভয় মামলার শুনানি শেষে আদালত সজল হত্যা মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী এড. আবু আল ইউসুফ খান টিপু সাংবাদিকদের জানান, সিদ্ধিরগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সজল হত্যা মামলায় আইভী হুকুমের আসামি। তিনি আশা প্রকাশ করেন, আইভীকে জিজ্ঞাসাবাদে এই মামলায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে।

অন্যদিকে, আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন দাবি করেছেন, এই দুটি মামলার এজাহারে আইভীর কোনো সম্পৃক্ততার উল্লেখ নেই। তিনি বলেন, মামলা দুটিতে আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা বা ধারা উল্লেখ করা হয়নি। একটি মামলায় রিমান্ড না মঞ্জুর ও জামিন আবেদন, এবং অপর মামলায় আইভীর জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে একটি মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগ তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল। সে সময় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি এবং ফতুল্লা থানায় একটি মামলা রয়েছে, যার মধ্যে ৩টিই হত্যা মামলা।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Narayanganj Dorpon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Narayanganj Dorpon:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share