28/10/2024
আজকের দিনের ৩ টি ভালো খবর
* দীর্ঘ বছর ভারতের দুটো প্রতিষ্ঠান টেন্ডার নিয়ে বাংলাদেশের বই ছাপানো হতো, এখন থেকে বাংলাদেশের বই বাংলাদেশে ছাপানো হবে এতে করে তৈরি হবে নতুন কর্মসংস্থান। বাতিল করা হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান এর টেন্ডার।
* দীর্ঘ ২৭ বছর বন্ধ থাকা পাঠ-বস্ত্র মিল কারখানা গুলো ২টি প্রাইভেট কোম্পানিকে ৩০ বছর চুক্তিতে দেয়া হয়েছে যেগুলো পুনরুদ্ধার করে পুনরুজ্জীবিত করে তুলে নতুন কর্মসংস্থান সৃষ্টি করার উদ্যোগ। আগামী ১ মাসের মধ্যে চালু হবে চট্টগ্রাম এবং রাজশাহীতে।
* প্রায় ১৭ টি বন্ধ থাকা মিল পুনরায় চালু করা হবে এতে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি হবে ব্যাপকভাবে।
©