Murshed's Journey

  • Home
  • Murshed's Journey

Murshed's Journey ভ্রমন বিষয়ক ভিডিও পেতে লাইক দিয়ে সাথে থাকুন🥰

বগালেক (Boga Lake) কেওক্রাডং পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। ২০০০ বছর আগে প্রাকৃতিক ...
23/06/2025

বগালেক (Boga Lake) কেওক্রাডং পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,২০০ ফুট উচ্চতায় অবস্থিত। ২০০০ বছর আগে প্রাকৃতিক ভাবে সৃষ্ট এক হ্রদ। ভূ-তত্ত্ববিদগনের মতে এটি মৃত কোন আগ্নেয়গিরির জ্বালামুখ অথবা উল্কাপিণ্ডের পতনের ফলে এই লেক তৈরী হয়েছে। বগালেক অনেকের কাছে ড্রাগন লেক বলে পরিচিত। সকাল, সন্ধ্যা কিংবা রাতে রূপের ভিন্ন ভিন্ন শোভায় মোহিত হয় এখানে আসা পর্যটকরা। যাত্রাপথের সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর করে দেয় লেকে শান্ত শীতল জল।

📍 বগালেক, রুমা, বান্দরবান

He is also a champion, even though he is a child.. So careful before Troll him.. Cristiano Ronaldo is a Legend, Lamine Y...
09/06/2025

He is also a champion, even though he is a child.. So careful before Troll him.. Cristiano Ronaldo is a Legend, Lamine Yamal is a Rising Star in the world now.. So no comparison please.

❤️🎉
09/06/2025

❤️🎉

𝗗𝗥𝗔𝗚𝗢𝗡 ~ 📺 𝗡𝗼 𝗦𝗽𝗼𝗶𝗹𝗲𝗿𝘀 - ✍️আমরা সবাই জীবনে সফলতার পিছনে দৌড়াই,কখনো কখনো হেরে ও যাই,,কিন্তু আমাদের ফিরে উঠে দৌড়াতে হবেদে...
04/06/2025

𝗗𝗥𝗔𝗚𝗢𝗡 ~ 📺 𝗡𝗼 𝗦𝗽𝗼𝗶𝗹𝗲𝗿𝘀 - ✍️

আমরা সবাই জীবনে সফলতার পিছনে দৌড়াই,
কখনো কখনো হেরে ও যাই,,
কিন্তু আমাদের ফিরে উঠে দৌড়াতে হবে
দেখে নিও,সফলতা লাফিয়ে তোমার পিছনে আসবে।

ভাই মজা আগেয়া,২০২৫ সাল মে আব তক ইতনা এন্টারটেইনমেন্ট -ফিল্ম দেখা নেহি।

প্রদীপ লোকটার ফ্যান হয়ে গেছিলাম "লাভ টুডে "এবং কোমালি।ওহ শুধুমাত্র একজন অভিনেতা নয়-
পাশাপাশি একজন বেস্ট ডিরেক্টর,কোমালি দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে ডেব্যু করে,লাভ টুডে ও সে ডিরেক্ট করছে,এ সিনেমার ডিরেক্টর ছিল না,যে লোকের স্ক্রিপ্ট ভালো সে কখনো ফালতু স্ক্রিপ্ট চয়েস করবে না।ডিরেক্টর হিসেবে যেমন দুর্দান্ত অভিনেতাতেও সে দারুন,ফাস্ট দুই-তিনটা সিনেমা দিয়ে এতটা সফলতা পাওয়া,দিস ইজ রেকর্ড।লুক লাইক ধানুষ,অতি শীঘ্রই আশা করি ধানুষ এর মত একটা জায়গা করে ফেলবে।

সিনেমার কনসেপ্ট ওই আগের তার সিনেমাগুলোর মত লাভ স্টোরি,তার সাথে কমেডি,ইমোশন,"সোশ্যাল মেসেজ "ইন্টারটেইনমেন্ট।
এটা দেখে আমার মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রেমালু সিনেমর কথা মনে পড়ে গেল।আসলে ইন্সপায়ার্ড হয়তো,তবে না এটা অনেক ভিন্ন,ভেরি গুড স্টোরি, সিনেমা আপনাকে ইমোশনালি কানেক্ট করে ফেলবে, যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন। সিনেম্যটোগ্রাফি,স্ক্রিনপ্লে,ড্যুরেশন,কস্টিউম বেস্ট, মিউজিক গুলো ও অনেক সুন্দর,বিজিএম ও বেস্ট।অল অব প্রেজেন্টেশন ইজ বেরি গুড।
সবাই পারফরম্যান্স ও ভালো দিয়েছে,কয়েকটা ক্যামিও ছিল যে গুলো আসলেই ভালো লাগছে।

হ্যাঁ সাজেস্ট করব,একমাত্র তাদের যারা এমন সিনেমা পছন্দ করেন তাদেরই,আমার এমন সিনেমা অনেক ভালো লাগে।কিছু কিছু সিনে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে,সিনেমা শেষে আপনাকে গুড ফিল দিবে,কিছু শিখিয়ে দিবে।জানিনা ভাল লাগছে অনেক।

পার্সোনাল রেটিং : ৮.৫/১০

সিনেমার নাম 8.A.M. Metroনাম শুনেই বোঝা যাচ্ছে সকাল ৮টার মেট্রোর সাথে জড়ানো কোনো গল্প এইটা।পোস্টার দেখে মনে হয়েছিলো হয়তো ...
04/06/2025

সিনেমার নাম 8.A.M. Metro
নাম শুনেই বোঝা যাচ্ছে সকাল ৮টার মেট্রোর সাথে জড়ানো কোনো গল্প এইটা।

পোস্টার দেখে মনে হয়েছিলো হয়তো এরা নায়ক নায়িকা! হয়তো মেট্রোতে এদের প্রেম হয়! তাই হয়তো সিনেমার নাম আর পোস্টার এমন।

দেখা শুরু করার পর বুঝলাম আমার ধারণা কিছুটা ঠিক, কিছুটা বেঠিক!

এই গল্প শুধু এই দুইজন মানুষের না!
এই গল্প আমারও!

এই গল্পে আছে চাইল্ডহুড ট্রমা, এংজাইটি আর প্যানিক এটাকের ভয়াবহতা!
আছে পরিবারের প্রতি দায় দায়িত্ব, আছে সংসারের সাতপাঁচ...

আছে কাছের মানুষের প্রতি ভালবাসা, আছে ভালবাসার মানুষকে হারিয়ে ফেলার পরের উপলব্ধি!

আছে নির্মল বন্ধুত্ব! যে বন্ধুত্ব নিজেদের কমতি গ্রহণ করতে শেখায়, মনকে উদার করতে শেখায়!

আছে নামহীন সম্পর্ক, যেখানে কোনো বাঁধা নিষেধ ছাড়াই নিজের কথা বলা যায়, সামনের মানুষটার কথা শোনা যায়, একে অপরকে বোঝা যায়...

এই গল্পের একটা অংশে আমি আমাকে খুঁজে পেয়েছি!
তাই হয়তো-বা এই গল্পটা আমার মন এতটা ছুঁয়েছে!

গল্পের আরও একটা অংশ আমাকে ভেঙে চুরমার করে দিয়েছে! কেন?
কারণ এমন কিছু হবে আমি টের পাচ্ছিলাম, কিন্তু চাচ্ছিলাম না হোক!
তবুও যখন হলো, আমার কান্না আটকে রাখতে পারিনি!

মানুষের মন এবং মানুষের জীবনের কাছাকাছি ঘেঁষে এই সিনেমা বানানো...🥰

কিছু সম্পর্কের কোন নাম থাকে না🖤

🤚প্রথম যে ব্যবহার টা আমার থেকে পাবেন সেইটা আমার পারিবারিক শিক্ষা, পরবর্তীতে যে ব্যবহার টা পাবেন সেইটা আপনার অর্জন 📍
19/02/2025

🤚প্রথম যে ব্যবহার টা আমার থেকে পাবেন সেইটা আমার পারিবারিক শিক্ষা, পরবর্তীতে যে ব্যবহার টা পাবেন সেইটা আপনার অর্জন 📍

14/02/2025

হে আল্লাহ, আজ যাদের তুমি ক্ষমা করবে তাদের সাথে আমাদের কেও রাখিয়েন🤲❤️
ভালোবাসা হোক রবের সাথে🤲
আমিন🤲

23/01/2025

Address


Telephone

+8801567896376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Murshed's Journey posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share