04/06/2025
𝗗𝗥𝗔𝗚𝗢𝗡 ~ 📺 𝗡𝗼 𝗦𝗽𝗼𝗶𝗹𝗲𝗿𝘀 - ✍️
আমরা সবাই জীবনে সফলতার পিছনে দৌড়াই,
কখনো কখনো হেরে ও যাই,,
কিন্তু আমাদের ফিরে উঠে দৌড়াতে হবে
দেখে নিও,সফলতা লাফিয়ে তোমার পিছনে আসবে।
ভাই মজা আগেয়া,২০২৫ সাল মে আব তক ইতনা এন্টারটেইনমেন্ট -ফিল্ম দেখা নেহি।
প্রদীপ লোকটার ফ্যান হয়ে গেছিলাম "লাভ টুডে "এবং কোমালি।ওহ শুধুমাত্র একজন অভিনেতা নয়-
পাশাপাশি একজন বেস্ট ডিরেক্টর,কোমালি দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে ডেব্যু করে,লাভ টুডে ও সে ডিরেক্ট করছে,এ সিনেমার ডিরেক্টর ছিল না,যে লোকের স্ক্রিপ্ট ভালো সে কখনো ফালতু স্ক্রিপ্ট চয়েস করবে না।ডিরেক্টর হিসেবে যেমন দুর্দান্ত অভিনেতাতেও সে দারুন,ফাস্ট দুই-তিনটা সিনেমা দিয়ে এতটা সফলতা পাওয়া,দিস ইজ রেকর্ড।লুক লাইক ধানুষ,অতি শীঘ্রই আশা করি ধানুষ এর মত একটা জায়গা করে ফেলবে।
সিনেমার কনসেপ্ট ওই আগের তার সিনেমাগুলোর মত লাভ স্টোরি,তার সাথে কমেডি,ইমোশন,"সোশ্যাল মেসেজ "ইন্টারটেইনমেন্ট।
এটা দেখে আমার মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রেমালু সিনেমর কথা মনে পড়ে গেল।আসলে ইন্সপায়ার্ড হয়তো,তবে না এটা অনেক ভিন্ন,ভেরি গুড স্টোরি, সিনেমা আপনাকে ইমোশনালি কানেক্ট করে ফেলবে, যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন। সিনেম্যটোগ্রাফি,স্ক্রিনপ্লে,ড্যুরেশন,কস্টিউম বেস্ট, মিউজিক গুলো ও অনেক সুন্দর,বিজিএম ও বেস্ট।অল অব প্রেজেন্টেশন ইজ বেরি গুড।
সবাই পারফরম্যান্স ও ভালো দিয়েছে,কয়েকটা ক্যামিও ছিল যে গুলো আসলেই ভালো লাগছে।
হ্যাঁ সাজেস্ট করব,একমাত্র তাদের যারা এমন সিনেমা পছন্দ করেন তাদেরই,আমার এমন সিনেমা অনেক ভালো লাগে।কিছু কিছু সিনে হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেছে,সিনেমা শেষে আপনাকে গুড ফিল দিবে,কিছু শিখিয়ে দিবে।জানিনা ভাল লাগছে অনেক।
পার্সোনাল রেটিং : ৮.৫/১০