05/01/2025
বিয়ে হইসে?
বাচ্চা নাও৷
হাসবেন্ড ভালো না?
বাচ্চা নাও, লাইনে
চলে আসবে৷
হাজবেন্ড ভালো?
আলহামদুলিল্লাহ,
পালতে সুবিধা হবে বাচ্চা নাও৷
হাজবেন্ডের সাথে ঝগড়া হয়?
বাচ্চা নাও,
সব ঠিক হয়ে যাবে৷
শাশুড়ির সাথে বনেনা?
বাচ্চা নাও,
নাতির ওপর মায়া পড়ে যাবে৷
শ্বাশুড়ি ভালো?
তাড়াতাড়ি বাচ্চা নাও,
হেল্প করবেন৷
শ্বাশুড়ি'র বয়স কম?
এখনই বাচ্চা নাও,
শক্তি সামর্থ্য থাকতে থাকতে৷
শ্বাশুড়ির বয়স বেশী?
আহারে এই বয়সে
নাতীর মুখ দেখবে, বাচ্চা নাও৷
মোটা তুমি?
বাচ্চা নাও, পরে হবেনা৷
চিকন তুমি?
তাড়াতাড়ি বাচ্চা নাও পরে
মোটা হয়ে গেলে সমস্যা৷
মন ঊড়ু ঊড়ু, সংসার ভাল্লাগেনা?
বাচ্চা
নাও,স্থির হয়ে যাবা৷
গোছগাছ প্রিয়?
যাক বাবা, বাচ্চা নাও
তোমার জন্য সুবিধা৷
বাচ্চা ভালো লাগে?
এখনো বসে আছো,
বাচ্চা নাও৷
বাচ্চা ভালো লাগেনা?
নিজের বাচ্চা
নাও, দেখবা৷
ভাইয়ের বাচ্চা এত আদর কর?
নিজে বাচ্চা
নাও, দেখবা নিজেরটা কি৷
দাওয়াতে আসছো, বাচ্চা নাও৷
বেড়াতে গেছ, বাচ্চা নাও।
আড্ডা মা-রছ, বাচ্চা নাও৷
ভাত খাচ্ছ, বাচ্চা নাও৷
ঘুমাইতেসো, বাচ্চা নাও৷
একটা বাচ্চা আছে?
আরেকটা নাও৷
ছেলে আছে?
মেয়ে নাও৷
মেয়ে আছে?
ছেলে নাও৷
বাচ্চা নিতে চাও না?
নিয়ে নাও!
একটি বাচ্চা হইতে পারে সর্বরোগের
মহৌষধ, সকল মুশকিলে আসান।
দলে দলে বাচ্চা নিন!!🙄🥴
কি পোস্ট পড়েন জান বাচ্চা নেন 😒😒😒🙄🙄🙄
ফলো: Expert Designer Jahid