অভিনয়

অভিনয় ..

12/07/2025

গত কাল থেকে জীবনের ওপর দিয়ে কি যাচ্ছে, আমি আর আমার কর্তা জানি😭সারারাত ঘুমাতে পারিনি আমরা😭
আমাদের একমাত্র কলিজার টুকরা আমার সন্তানের গতকাল থেকে অনেক জ্বর😭
আমার কলিজার জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইলো🤲

05/07/2025

না পাওয়া'ও এক ধরনের পাওয়া, এই যে তোমাকে পেলাম না অথচ সারাজীবন পেতে চাইবো এ-ও কি ভালোবাসা নয়,?🌸

এত প্যারা আর ভালো লাগছে না😭😭
24/06/2025

এত প্যারা আর ভালো লাগছে না😭😭

🤣🤣🤣🤣
22/06/2025

🤣🤣🤣🤣

একদিন ফিরে আসবে– হারানো ঘুম, শান্তি, আরাম।কিন্তু আর কখনও ফিরে আসবে না– সন্তানের শৈশব।আর থাকবে না– সকালে তার ময়লা কাঁথা-ক...
19/06/2025

একদিন ফিরে আসবে
– হারানো ঘুম, শান্তি, আরাম।
কিন্তু আর কখনও ফিরে আসবে না
– সন্তানের শৈশব।

আর থাকবে না
– সকালে তার ময়লা কাঁথা-কাপড় ধোয়ার ব্যস্ততা,
– শখ করে খেলনা কেনা,
– দাঁতহীন হাসিতে কামড় দেওয়া,
– চুল টানা,
– আলাদা খাবারের ঝামেলা,
– ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুছানোর কাজ।

আর হবে না
– নতুন খেলনার আবদার,
– হাতে করে তাকে গোসল করানো,
– খালি বুক জড়িয়ে ঘুমানো।

কারণ, সন্তান বড় হয়ে যাবে।

যে যন্ত্রণা ও রক্ত-ঘামের বিনিময়ে তাকে জন্ম দিয়েছিলাম,
– সেই দিনের ব্যথা কেবল স্মৃতি হয়ে থাকবে।
– সেলাই হওয়া শরীর, আর সেই প্রথম আলিঙ্গন… সবটাই অতীত।

কত শত দিন, মাস, বছর কেটে যাবে।
সে একদিন নিজের সংগ্রামে ব্যস্ত হয়ে উঠবে।
আমার কোল ছেড়ে নিজের জীবন গড়বে।

যে মুখটা বুলিও বলতে পারতো না,
– তার সাথে আর ‘মা’ বলে ডাকাডাকি হবে না।
– কথা হবে না আগের মতো।

তখন আমাদের
– তাকে ঘিরে থাকা সব ব্যস্ততাকেই বিদায় জানাতে হবে।
কারণ,
– সে নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে।

শৈশবটা তার মনে থাকবে না হয়তো,
কিন্তু আমাদের স্মৃতিতে সে থাকবে চিরকাল।
কিছু সত্য মেনে নিতেও কষ্ট লাগে,,,
এসব যখন ভাবি,,ভীষণ কান্না পায়,,,
চোখের সামনে কলিজটার আস্তে আস্তে বড় হতে দেখাটা যেমন আনন্দের,,
তেমনি ওদের আস্তে আস্তে দূরে সরে যাওয়াটা ও ভাবাবে একসময়,,,
এখন হয়ত মাঝে মাঝেই ওদের ওলট-পালট আবদারে খুবই বিরক্তি লাগে,,মেজাজ হারাই ফেলি,,
কিন্তু একটা সময় ওদের এই পাগলামি গুলাই আমাদের স্মৃতির বিরাট জায়গা জুড়ে থাকবে।।।
এজন্যই হয়ত বলে,,মা-বাবার কাছে সন্তান বড় হয় না কখনো🥹🥹🥹
সারাজীবন সব আবদার গুলো সেই ছোটবেলার মতই পূরণ করে যায়।।
অনেক ভালোবাসি কলিজা,,,
মায়ের কাছে সেই ছোট্টই থাকিস সবসময় 🥰❤️❤️❤️
ময়নাপাখিটা🥰😘
MD Sohag Hossen Taslima Hera

17/06/2025

শুভ রাত্রি🌌🌙

16/06/2025

সকালের শুভেচ্ছা সবাইকে

15/06/2025

—এখন যারা আমাকে গোপনে ঘৃণা করে তারাই এক সময় আমার খুব কাছের মানুষ ছিলো🥴

15/06/2025

সবকিছু মনে রাখলাম, মেনেও নিলাম....!
কিন্তু পরিচিত হওয়ার পর আবার অপরিচিত থাকার মতো জঘন্য অনুভূতি আর কোথাও নেই 🥺🖤"

15/06/2025

অনেক 🥵 পড়ার পরে আজ একটু 🥶 লাগছে
কেউ বুঝতে পেরেছো কি বোঝালাম☺️

13/06/2025

উফ্ গরমে অবস্থা খারাপ🥵🥵

13/06/2025

—আমি মুক্ত কিন্তু
-আমি উড়তে পারা টা ভুলে গেছি🥹💔🥀

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when অভিনয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share