02/06/2024
আমার বিয়ের পাঁচ বছর হতে চলল। কোনো বাচ্চা কাচ্চা এলো না। খুব শখ করেই বাবা দুই বোনকে একই পরিবারে দুই ভাইয়ের সাথে বিয়ে দিয়ে ছিলেন।
আমার বিয়ের তিন বছর পর আমার দেবরের সঙ্গে ছোট বোনের বিয়ে হয়। শাশুড়িমা আমাকে প্রথম প্রথম ভালোবাসলেও বাচ্চাকাচ্চা না হওয়ায় এখন উনি সব সময় আমার উপরে রেগে থাকেন, সব জিনিসে ভুল ধরেন।
বাধ্য হয়েই স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে। রিপোর্টে এলো আমি বন্ধ্যা। আমার কখনো বাচ্চা হবেনা। আমার স্বামীও এখন আর আমায় তেমন গুরুত্ব দেয় না।
রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়িমা আমায় বললেন , আমার বড় ছেলেকে আবার বিয়ে দেবো, সংসারের তো একটা আলোর প্রয়োজন আছে। তুমি থাকতে পারো এই বাড়িতে সমস্যা নাই।
আমি জানি আমার স্বামীও তাই চায়, তাই মেনে নিলাম। কারণ আমার আদরের ছোট বোন যে দেবরের বউ। আমি কিছু বললে যদি তার সংসার ভেঙ্গে যায়।
বিয়েটা হয়ে গেল। এখন আমার স্বামী ওর নতুন বউকে নিয়ে ব্যস্ত। আমি একটা ছোটো জব করতে লাগলাম নিজের জন্য।
দু'বছরের মাথায়, আমার বোনকেও শাশুড়িমা যা তা বলে কথায় কথায় অপমান করতে লাগলেন। আমার বোন আমার কাছে এসে কাদঁতো।
একদিন আমার শাশুড়িমা বোনকে বললেন, তোর বোনও বাচ্চা দিতে পারেনি আমার বড় ছেলেকে, তুইও তোর বোনের মতোই বন্ধ্যা নাকি।
আমার শাশুড়িমার এই কথা আমার গায়ে জ্বালা ধরানোর জন্য যথেষ্ঠ ছিল।
আমার দেবরও আমার বোনকে নিয়ে পরীক্ষা করাতে গেল।
রিপোর্টে এলো,
আমার ছোটো দেবর কোনোদিন বাবা হতে পারবে না, হয়তো ভাগ্যের চাকা এভাবেই ঘুরে যায়,
আমার শাশুড়িমাকে ওইদিন বলতে শুনেছিলাম,
দেখো মা তুমি মেয়ে মানুষ, আমার ছেলে তো তোমায় ভালোবেসে বিয়ে করেছিল তাইনা.? তুমিও তাকে অনেক ভালোবাসো, জীবনে তো বাচ্চাই সব না, আমরা ক'দিনই বা বাঁচবো।
কষ্ট করে থেকে যাও আমার ছেলের ভালোবাসায়, সে তোমায় আগলে রাখতে চায়। তুমি ছেড়ে গেলে সে ভেঙে পড়বে।
আমার বোন আমার দিকে তাকিয়ে একটা মুচকি হেসে আমার শাশুড়িমার হাত ছেড়ে দিয়ে বলল,
মা একদিন আমার বোনকে আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চাই সব। মা না হলে তাদের জীবনের কোনো মুল্য নেই।
সেদিন আমার বোনটা খুব ভেঙে পড়েছিল, আমার বোনের ভালোবাসার মানুষটাকে আপনি অন্যের হাতে তুলে দিয়েছিলেন।
তখন কোথায় ছিল আপনার এই ন্যায় কথা?
শাশুড়ি লজ্জায় চোখ নামিয়ে নেয়, সাথে থাকা আমার স্বামীও।
আমি ওইদিন আমার বোনকে অবাক হয়ে দেখেছিলাম। ও আমার হাত ধরেই ওবাড়ি ছেড়ে বেরিয়ে এলো।
আজ আমার বোনের দ