04/11/2024
*একটি শোক সংবাদ*
বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক স্কুল শিক্ষক ইউনুস বিশ্বাস আর নেই। তিনি ৪ নভেম্বর সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উইনুস বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
উল্লেখ্য, বরিশাল থেকে বাউফলের উদ্দেশ্যে রওনা করে বিশ্ববিদ্যালয়ের সামনে অন্তরা গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় সাগরদ্বী মেডিকেলে নেওয়া হলে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এক শোক বার্তায় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ইউনুস স্যার ছিলেন একজন মহান হৃদয়ের মানুষ। তার মৃত্যুতে বাউফল উপজেলাবাসী একজন মানবিক, সৎ এবং কর্মনিষ্ঠ ব্যক্তিকে হারালো।
তিনি আরো বলেন, মহান আল্লাহর সিদ্ধান্ত আমাদের অবশ্যই মেনে নিতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাকে মাফ করে দিবেন। ইনশাআল্লাহ। একইসাথে নিহতের শোকাহত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, মহান আল্লাহ তাআলা ভাইয়ের সকল নেক আমল কবুল করুন এবং তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন।
তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ্ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন।
এই দোয়া পড়ুন:-
উচ্চারণ: ‘আল্লাহুম্মাগফির লি হাইয়্যিনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়েবিনা ওয়া সগিরিনা ওয়া কাবিরিনা ওয়া জাকারিনা ওয়া উনছানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ইমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া আলা তুদিল্লানা বা-দাহু।’
অর্থ: হে আল্লাহ, আমাদের জীবিত এবং মৃতদের, উপস্থিত এবং গায়েবদের, ছোট ও বড়দের এবং আমাদের নারী-পুরুষ সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাকে জীবিত রাখবেন, তাকে ইসলামের ওপরই জীবিত রাখুন। যাকে মৃত্যু দান করবেন, তাকে ইমানের সঙ্গেই মৃত্যু দিন। হে আল্লাহ! এর সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না এবং এরপর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না। (আবু দাউদ ৩২০১, তিরমিজি ১০২৪)