Dr. Nur's Daily

  • Home
  • Dr. Nur's Daily

Dr. Nur's Daily ভেটেরিনারি ডাক্তার
খামারি বন্ধুদের সকল সমস্যার সমাধান এখানেই।
ইউটিউব চ্যানেল: Dr. Nur's Daily
https://youtube.com/?si=J7891oY2c7dT2axP
(4)

15/08/2025

মুরগি

কলেরা এমন একটা রো/গ যেটা ধুঁকে ধুঁকে মুরগিকে শেষ করে। কলেরা নিয়ে গরি/মশির দিন শেষ। যেহেতু কলেরা মুরগির ইমিউনিটি ন/ষ্ট কর...
12/08/2025

কলেরা এমন একটা রো/গ যেটা ধুঁকে ধুঁকে মুরগিকে শেষ করে। কলেরা নিয়ে গরি/মশির দিন শেষ। যেহেতু কলেরা মুরগির ইমিউনিটি ন/ষ্ট করে, তাই এখনকার সিজনাল ধারা অনুযায়ী যারা কলেরার টিকা ঠিকমতো দেন না তাদের মুরগিতে ফ্লু এটা/কের সম্ভাবনা সবচেয়ে বেশি।

আগে শুধু শীতকালে ফ্লু//র প্রাদুর্ভাব দেখা গেলেও এখন প্রায় সারা বছরই রয়েছে এই মহারানীর সগৌরবে বিচরণ।

কলেরা থেকে দূরে থাকার কিছু টিপস,

১) মুরগিকে যতটা পারেন প্রোবায়োটিক দিন। কলেরার জীবাণু প্রোবায়োটিকের প্রতি খুবই সেনসিটিভ। তাই প্রতি মাসের শুরুতে অন্তত ৪-৫ দিন মুরগিকে প্রোবায়োটিক দিন।

২) পানির পি এইচ বজায় রাখুন। মুরগির জন্য আদর্শ পি এইচ ৬-৬.৮। যাদের পানিতে পি এইচ এর মাত্রা তারতম্য রয়েছে তারা মুরগিকে পি এইচ দিন। (পি এইচ টেস্ট করার আলাদা কিট পাওয়া যায়। খুবই সহজ। আপনারা রাসায়নিক দ্রব্যাদি কেনাবেচার দোকানে পেয়ে যাবেন)

৩) যাদের খামারে রয়েছে পাখি, কাঠবিড়ালি ও ইঁদুরের অবাধ বিচরণ, তারা প্রতিরক্ষা এমন করুন যেন এগুলো শেডে প্রবেশ না করে। এরা হচ্ছে কলেরার অন্যতম বাহক। মনে রাখবেন, খাবার ও পানির পাত্র, ডিমের ট্রে ইত্যাদি যত পরিষ্কার থাকবে, লিটারে খাদ্য যত কম ছিটাবে, খামারে এসব বাহকের আনাগোনা ততটাই কমে যাবে। তাই একমাত্র উপায় পরিষ্কার পরিচ্ছন্নতা।

দিনশেষে কলেরার টিকা দেয়ার কোন বিকল্প নেই। ৮ সপ্তাহে প্রথম ডোড, ১৬ সপ্তাহে বুস্টার, এরপর প্রতি ৫ মাস অন্তর অন্তর চলতে থাকবে। এতে মুরগিতে একই সাথে সালমোনেলা ও ই কোলাই এর আক্রমণ ও কমে যাবে।

সবাই ভালো থাকবেন।
#হ্যাপি_ফার্মিং

T shirt gifted from one of my elder brother and goggles from another well wisher. Others are mine 😜
10/08/2025

T shirt gifted from one of my elder brother and goggles from another well wisher. Others are mine 😜

বৃষ্টির পানি ঢুকে আপনাদের কার কার ফার্মে এরকম অবস্থা হচ্ছে??? এতে প্রচুর পরিমাণে গ্যাস জমছে ফার্মের ভেতরে। মুরগির কাশি হ...
09/08/2025

বৃষ্টির পানি ঢুকে আপনাদের কার কার ফার্মে এরকম অবস্থা হচ্ছে???
এতে প্রচুর পরিমাণে গ্যাস জমছে ফার্মের ভেতরে। মুরগির কাশি হচ্ছে। শরীরের ইমিউনিটি কমে গিয়ে বিভিন্ন রো\\গে আক্রান্ত হচ্ছে।

গাউটের সিজন এখন। মুরগিকে গাউট থেকে দূরে রাখতে পানিতে প্রচুর পরিমাণে লেবু বা ভিটামিন সি ব্যবহার করুন। ইলেক্ট্রোলাইট দিন এবং ১২-১৩ দিন বয়সের পর থেকে কিডনি টনিক ব্যবহার করুন। কিডনি যত সুস্থ্য থাকবে গাউটের চান্স তত কমে যাবে।

#টিপস: এসময় মুরগিকে এক্সট্রা ক্যালসিয়াম সরবরাহ থেকে দূরে থাকুন এবং সিঙ্গেল ভিটামিন ডি সরবরাহ করুন।
যাদের বাড়িতে ডাব বা নারকেলের গাছ আছে, মুরগির পানিতে ডাবের পানি ১ মিলি /৩-৪ লিটারে মিক্স করে একবেলা দিলে কিডনি অনেকটা সতেজ থাকবে।

#হ্যাপি_ফার্মিং

ফার্মের ফ্লোরের অবস্থা এরকম রাখবেন, তাতে লিটার ঠিকমতো ক্লিয়ার হবেনা, মাছি ভনভন করবে, গ্যাস হবে ইত্যাদি নানাবিধ ঘটনা ঘটবে...
06/08/2025

ফার্মের ফ্লোরের অবস্থা এরকম রাখবেন, তাতে লিটার ঠিকমতো ক্লিয়ার হবেনা, মাছি ভনভন করবে, গ্যাস হবে ইত্যাদি নানাবিধ ঘটনা ঘটবে,
অথচ আপনার প্রোডাকশন চাইবেন ৯০%+, তাহলে হবে???

04/08/2025
02/08/2025

কত সুন্দর ফিডার ড্রিংকার

29/07/2025

তিতা ঔ*ষধের সাথে চিনি মেশানো...

আজকে গরম পড়ছে খুব। অনেক জায়গাতেই হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে।  সারাদিন ই গরম থাকবে।  দেরি না করে দ্রুত পানিতে স্যালাইন,...
27/07/2025

আজকে গরম পড়ছে খুব। অনেক জায়গাতেই হিট স্ট্রোকের সম্ভাবনা রয়েছে। সারাদিন ই গরম থাকবে। দেরি না করে দ্রুত পানিতে স্যালাইন, লেবু, ভিটামিন সি, বিটেইন ইত্যাদি যেকোনোটা মিশিয়ে দিন। (ব্রয়লার, সোনালী, লেয়ার সবাই)

অত্যাধিক পানিতে ১ গ্রাম / ১ লিটারে প্যারাসিটামল দিতে পারেন। এতে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যাবে। তবে এটা সবসময় দিবেন না। কিডনিতে চাপ পড়তে পারে।

ঘন ঘন পানি পরিবর্তন করুন। ঠান্ডা পানির সাপ্লাই যত বেশি হবে তত ভালো। প্রয়োজনে হালকা স্প্রে করে শরীর কিছুক্ষণ পর পর ভিজিয়ে দিতে পারেন।

#হ্যাপি_ফার্মিং

24/07/2025

ফোন কলে মুরগির চিকিৎসা হয়?

এই মুরগিটার চেহারা দেখতে মাশাল্লাহ।  ঝুঁটি, লতি সব টকটকে লাল। দেখেই মনে হয় যেন আস্ত একটা প্রোডাকশন হাউজ। সম্ভব হইলে দিনে...
23/07/2025

এই মুরগিটার চেহারা দেখতে মাশাল্লাহ। ঝুঁটি, লতি সব টকটকে লাল। দেখেই মনে হয় যেন আস্ত একটা প্রোডাকশন হাউজ। সম্ভব হইলে দিনে ২ টা করে ডিম দিতো।
কিন্তু বাস্তবে ও কোন ডিম দেয়না। ডাকে খানিকটা মোরগের মতো। মাঝে মধ্যে মোরগের মতো ডানায় বাড়িও দেয়। কিন্তু আদতে সে একটা মুরগী।
মুরগির শরীরে একপ্রকার হরমোনের পরিবর্তন হয়ে পুরুষ হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন এর পরিমাণ অনেকটা বেড়ে গেলে তখন সে মোরগের মতো আচরণ করে। ভোকাল কর্ড বা কণ্ঠনালীর পরিবর্তন হয়ে যায়। মাঝে মধ্যে মোরগের মতো ডাকে। অন্য মুরগিদের নেতৃত্ব দেয়। এমনকি কখনো কখনো এরা আবার মুরগির পিঠেও উঠে যায়!
সৃষ্টির এ এক বিচিত্র খেলা!
খামারিদের ভাষায় এই ধরনের মুরগিকে তারা হিজ*লা মুরগি বলে। আসলে সবই হরমোনের খেলা। শুধুমাত্র মানবজাতিতেই নয়, এই চিত্র পৃথিবীর প্রায় সকল জীবেই দেখা যায়।

#হ্যাপি_লার্নিং
#হ্যাপি_ফার্মিং

22/07/2025

মুরগী যেভাবে মোরগে রুপান্তর হয়

Address


Telephone

+8801303198992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nur's Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Nur's Daily:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share