Dr. Nur's Daily

  • Home
  • Dr. Nur's Daily

Dr. Nur's Daily ভেটেরিনারি ডাক্তার
খামারি বন্ধুদের সকল সমস্যার সমাধান এখানেই।
ইউটিউব চ্যানেল: Dr. Nur's Daily
https://youtube.com/?si=J7891oY2c7dT2axP
(3)

সামনে ফ্লু আসছে। টিকার বয়স চার মাস হয়ে গিয়ে থাকলে দেরি না করে দ্রুত টিকা দিয়ে দিন। আর মনে রাখবেন,  ফ্লু টিকা দিতে ফ্লু+এ...
09/09/2025

সামনে ফ্লু আসছে। টিকার বয়স চার মাস হয়ে গিয়ে থাকলে দেরি না করে দ্রুত টিকা দিয়ে দিন। আর মনে রাখবেন,
ফ্লু টিকা দিতে ফ্লু+এনডি কম্বাইন্ড ভেক্সিন ব্যবহার করুন।
#হ্যাপি_ফার্মিং

05/09/2025

মুরগির সুস্থতা ও খাবারের পাত্র

04/09/2025
02/09/2025

খামারে নতুন বাচ্চা ছাড়তে করনীয়

28/08/2025

গ্রামীণ ক্ষুদে নারি উদ্যোক্তাদের অল্প পরিসরে মুরগি পালনের ব্যাসিক ট্রেইনিং দিচ্ছিলাম
Seminer arranged by

খামারে বাচ্চা এনেই সাথে সাথে ব্রুডারে ছেড়ে না দিয়ে ঘন্টা দুই প্যাকেটে ফেলে রাখুন। তারপর ব্রুডারে ছাড়ুন। এতে বাচ্চার স্ট্...
25/08/2025

খামারে বাচ্চা এনেই সাথে সাথে ব্রুডারে ছেড়ে না দিয়ে ঘন্টা দুই প্যাকেটে ফেলে রাখুন। তারপর ব্রুডারে ছাড়ুন। এতে বাচ্চার স্ট্রেস কম হবে।

বাচ্চা ছাড়ার প্রথম দুই ঘন্টা গ্লুকোজ দিন। এরপর পানি ফেলে দিয়ে নতুন পানি দিন।
এর পরের দুই ঘন্টা লাইসোভিট / এ আই বি / মুরা প্লাস বা অন্য যেকোনো এই টাইপের স্ট্রেস কমানোর বা ইমিউনিটি বাড়ানোর কিছু দিন। এরপর সেই পানি ফেলে দিয়ে নতুন পানি দিন।

এই নতুন পানিতে এন্টিবায়োটিক দিন।

এন্টিবায়োটিক এর ডোজ ৩ দিন শেষ করে এরপর একদিন সকালে ৩-৪ ঘন্টার পানিতে যেকোনো প্রোবায়োটিক দিন।

এভাবে ব্রুডিং করলে ব্রুডিং এ ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন।


#হ্যাপি_ফার্মিং

খামারিদের উদ্দেশ্যে কিছু জরুরি কথা... আমরা যারা ভেটেরিনারি ডাক্তার, আমাদের মূল দায়িত্ব হলো প্রাণীর সঠিক চিকিৎসা ও খামারি...
24/08/2025

খামারিদের উদ্দেশ্যে কিছু জরুরি কথা...

আমরা যারা ভেটেরিনারি ডাক্তার, আমাদের মূল দায়িত্ব হলো প্রাণীর সঠিক চিকিৎসা ও খামারিদের সুরক্ষিত রাখা। কিন্তু দুঃখজনকভাবে এখনো অনেকেই বুঝতে পারেন না—ডাক্তার আর মেডিসিন কোম্পানির অফিসার এক জিনিস নয়। অনেকে শুধু ওষুধ বিক্রি করেন, আবার কেউ কেউ ডাক্তার না হয়েও ডাক্তার সাজে।

এমনকি দেখা যায়, কোয়াক বা অনভিজ্ঞ ব্যক্তির পরামর্শে মুরগি, গরু, ছাগলসহ পশুপাখির চিকিৎসা করানো হচ্ছে। এর ফলে খামারিরা সাময়িকভাবে কিছুটা উপকার পেলেও দীর্ঘমেয়াদে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যান।

📢 আজকাল ফেসবুকে অনেকেই আন্দাজে পেইজ খুলে ভিডিও বানাচ্ছে, ঔষধ সাজেস্ট করছে। খামারিরা সেগুলো অন্ধভাবে ফলো করছে—ফলাফল বিপর্যয়।

👉 তাই প্রিয় খামারিরা, দয়া করে মনে রাখবেন—

আসল ভেটেরিনারি ডাক্তাররা প্রাণীর রোগ নির্ণয় করে, সঠিক ডোজ ও চিকিৎসা পরিকল্পনা দেন।

শুধু ওষুধের নাম বললেই চিকিৎসা হয় না। প্রতিটি খামারের অবস্থা, বয়স, রোগ, পরিবেশ আলাদা।

ভুল চিকিৎসা করলে প্রাণীর ক্ষতি হবে, আর্থিক লোকসানও বাড়বে।

আমরা চাই আপনার খামার হোক সুস্থ ও লাভজনক। তাই দয়া করে সর্বদা নিবন্ধিত ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন।

🚫 কোয়াকদের থেকে সতর্ক থাকুন,
✅ প্রকৃত ভেট ডাক্তারকে মূল্য দিন।

—একজন ভেটেরিনারি ডাক্তার

ছোট ভাই মুরগির বাচ্চা ভয় পায় 🙄তাই জীবনে প্রথম মুরগির বাচ্চা ধরা শিখতেছিল 😆
21/08/2025

ছোট ভাই মুরগির বাচ্চা ভয় পায় 🙄
তাই জীবনে প্রথম মুরগির বাচ্চা ধরা শিখতেছিল 😆

20/08/2025

জিও শিট পর্দা: খামারে পর্দার আসল সমাধান।

16/08/2025

মন ভালো করার মতো একটা খামার

15/08/2025

মুরগি

Address


Telephone

+8801303198992

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Nur's Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Nur's Daily:

  • Want your business to be the top-listed Media Company?

Share