31/12/2025
কুয়াশার চাদর জড়িয়ে আজ বিদায় নিচ্ছে বছরটি, স্মৃতির পাতায় ধুলো জমেছে হারিয়ে যাওয়া কিছু মুহূর্তটি।
রোদের সোনা ঝরে পড়ে শেষে শীতের ওই ঘাসের ডগায়, অচেনা এক বিষণ্নতা আজ মনকে শুধু ভিড়িয়ে দেয় কিনারায়।
পাওয়া আর না-পাওয়ার হিসেবে বেড়েছে মনের যত দীর্ঘশ্বাস, তবুও আগামীর স্বপ্নে বিভোর আমাদের এই চেনা নীল আকাশ।
পুরোনো সব জীর্ণ পাতা ঝরুক তবে মাটির কোলে, নতুন ভোরের আলো আসুক নতুন আশার প্রদীপ জ্বলে।
বিদায় বন্ধু, বিদায় ডিসেম্বর— মায়ার চাদর সরিয়ে দাও, নতুন বছরের রঙিন পথে আমাদের এবার এগিয়ে নাও।
HAPPY NEW YEAR 🎉🎊🎈
WELCOME TO 2026