Humans Of SMHS

  • Home
  • Humans Of SMHS

Humans Of SMHS || হাজারো মডেলিয়ানদের সফলতার গল্প এখানে এবং তা হয়ে উঠুক অন্যের অনুপ্রেরণার উৎস ||

সাপলেজা মডেল হাই স্কুলের এসএসসি-২০১৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী Md. Moniruzzaman Hasan ৪৯ তম বিশেষ বিসিএসে প্রভাষক (রাষ...
12/11/2025

সাপলেজা মডেল হাই স্কুলের এসএসসি-২০১৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী Md. Moniruzzaman Hasan ৪৯ তম বিশেষ বিসিএসে প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) হিসেবে সুপারিশ প্রাপ্ত হওয়ায় তাকে অভিনন্দন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা।

তার এই সাফল্যে সাপলেজা মডেল হাই স্কুল পরিবার গর্বিত ও আনন্দিত।

20/06/2025

আপনি যদি "সাপলেজা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় - Sapleza Model High School" এর প্রাক্তন শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনার জীবনে কোন সফলতার গল্প থাকে তা অবশ্যই আমাদের পেইজের ইনবক্সে পাঠাতে পারেন। আমরা তা প্রকাশ করার ব্যবস্থা করবো যা হতে পারে অন্যের অনুপ্রেরণার উৎস।

সাপলেজা মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা ছড়িয়ে যাক সর্বত্র, বয়ে নিয়ে আসুক গৌরব।

 #সফলতার_গল্প : ০৪বাঁধন চন্দ্র হাওলাদারযশোর মেডিকেল কলেজ, যশোরএসএসসি ব্যাচ -২০২১সাপলেজা মডেল হাই স্কুল এর ২০২১ ব্যাচের শ...
20/06/2025

#সফলতার_গল্প : ০৪

বাঁধন চন্দ্র হাওলাদার
যশোর মেডিকেল কলেজ, যশোর
এসএসসি ব্যাচ -২০২১

সাপলেজা মডেল হাই স্কুল এর ২০২১ ব্যাচের শিক্ষার্থী আমি। শিক্ষাজীবন এর প্রথম ধাপে পড়ালেখায় কিছুটা দুর্বল ছিলাম। রোল কখনো ১৩ এর আগে আসেনি বরং পিছনে গিয়েছে অনেকবার। পিইসি(PEC) পরীক্ষায় GPA-5 পাইনি। ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো ষষ্ঠ শ্রেনিতে ওঠার পর থেকে। ভর্তি পরিক্ষায় প্রথম হই। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এর পিছনে সৃষ্টিকর্তার পরেই সবচেয়ে বেশি অবদান ছিল আমার বাবা-মায়ের এবং পাশাপাশি আমার শিক্ষকদের। জেএসসি, এসএসসি তে GPA-5 পাই। এরপর ঢাকায় ভর্তি হই সরকারি বিজ্ঞান কলেজে। নতুন ঢাকায় যাওয়ার পর কিছুটা বিগড়ে গিয়েছিলাম। অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করেছিলাম এবং অনেক এক্সাম দেইনি। তবে পরে নিজেকে সামলে নিলাম এবং প্রচুর পড়াশোনার মাধ্যমে ওভারকাম করতে সক্ষম হলাম। HSC এর আগে ১ মাস সময় বাড়িয়ে দিয়েছিল, নাহলে GPA-5 ই হয়তো পেতাম না।

আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ইঞ্জিনিয়ারিং পড়ব। কিন্তু ইঞ্জিনিয়ারিং ভর্তি পরিক্ষার জন্য কনসেপ্ট অনেক ক্লিয়ার লাগে ও ভালো মার্কস ও পেতে হয়। যেহেতু আমি অনেক ফাঁকি দিয়েছি কলেজে তাই HSC দেওয়ার পর মনে হচ্ছিল এক্সাম ভালো হয়নি। তাই ভর্তি হলাম ভার্সিটি কোচিং এ, ইঞ্জিনিয়ারিং এ নয়। কিছুদিন পর HSC রেজাল্ট দিল, দেখলাম ৯৩% মার্কস পেয়েছি। কিন্তু তার আগেই যে ইঞ্জিনিয়ারিং স্বপ্ন ভেঙে দিয়েছি। তাই আবার পড়াশোনা থেকে কিছুটা দূরে সরে গেলাম। সপ্তাহে ৪/৫ দিন হয়তো পড়তাম, কিন্তু তাও বেশি সময় নয়। যার ফলে Medical, JU, RU, CU তে চান্স হয়নি। অন্যান্য জায়গায় এক্সাম ই দেয়নি ইচ্ছা করে। পরে গুচ্ছ তে দিয়েছি এবং চান্সও পেয়েছিলাম।

পরে চিন্তা করলাম যেহেতু মেডিকেল এ ২য় বার সুযোগ আছে আবার এক্সাম দেই। মেডিকেল এ পড়ার ইচ্ছা থাকলেও এটা লালিত স্বপ্ন ছিল না। কারণ এখানে পড়াশোনার চাপ কিছুটা বেশি, আমার মুখস্থ বিদ্যা কিছুটা খারাপ। তবে এইবার ভালোভাবে পড়াশোনা করলাম। কোনো কোচিংয়ে নয়, বাড়িতে বসে। মাঝে মাঝে অনলাইনে ক্লাস করতাম শুধু। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মেডিকেলে চান্স পেলাম এবং সেটা যশোর মেডিকেল কলেজ।

আপনাদের কাছে আশির্বাদ প্রত্যাশী, যাতে করে আমার এই কঠিন যাত্রা শেষ করে একজন ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি।

1k like in our page.Thanks for being connected with us and your support!
11/05/2025

1k like in our page.

Thanks for being connected with us and your support!

22/04/2025

আপনি যদি সাপলেজা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় - Sapleza Model High School এর প্রাক্তন শিক্ষার্থী হয়ে থাকেন এবং আপনার জীবনের কোন সফলতার গল্প থাকে তা অবশ্যই আমাদের পেইজের ইনবক্সে পাঠাতে পারেন। আমরা তা প্রকাশ করার মধ্যে দিয়ে অন্যের অনুপ্রেরণার উৎস হবে এই লক্ষ্যে কাজ করছি।

সাপলেজা মডেল হাই স্কুলের শিক্ষার্থীরা ছড়িয়ে যাক সর্বত্র, বয়ে নিয়ে আসুক গৌরব।

 #সফলতার_গল্প : ০৩মো: ইব্রাহিম খলিল প্রাক্তন শিক্ষার্থী, দর্শন বিভাগবরিশাল বিশ্ববিদ্যালয়এসএসসি ব্যাচ-২০১৫আসসালামু আলাইকু...
22/04/2025

#সফলতার_গল্প : ০৩

মো: ইব্রাহিম খলিল
প্রাক্তন শিক্ষার্থী, দর্শন বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়
এসএসসি ব্যাচ-২০১৫

আসসালামু আলাইকুম,

সাপলেজা মডেল হাইস্কুলের এসএসসি-২০১৫ ব্যাচের শিক্ষার্থী আমি। ছাত্রজীবনে দরিদ্রতা ও একাকিত্ব আমাকে অনেকটা বিষন্ন করতো। কিন্তু বাবার একনিষ্ঠ পরিশ্রম আর মায়ের অনুপ্রেরণা এই বিষন্নতা আমার জন্য কখনও স্থায়ী হতে দেয়নি।

এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৪.৮৯ পেয়ে উত্তীর্ণ হই। আমার কলেজ জীবনটা অতিবাহিত করি গ্রাম থেকেই। শাহাদাৎ হোসেন কলেজ থেকে এইচএসসি তে মানবিক বিভাগে জিপিএ - ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হই।

এবার আসলো ভর্তি যুদ্ধের অধ্যায়। গ্রামে বড় হওয়ার জন্য এই ভর্তি নামক যুদ্ধ সম্পর্কে তেমন কোন ধারণা ছিলো না। এক বুক স্বপ্ন নিয়ে ঢাকার একটা এডমিশন কোচিং সেন্টারে ভর্তি হই।

অবশেষে মহান আল্লাহ্ তাআ'লার রহমতে এবং মা-বাবার একনিষ্ঠ পরিশ্রমের ফলে বরিশাল বিশ্ববিদ্যালয় বি-ইউনিট ভর্তি পরীক্ষায় ৫১তম মেধাতালিকায় উত্তীর্ণ হই। বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ সালে স্নাতক ও ২০২৩ সালে স্নাতকোত্তর শেষ করে ছাত্রজীবন ইতি টানলাম।


আগামী দিনগুলোর জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী। আপনারা আমার জন্য দোয়া রাখবেন।

‘নতুন বছরে আপনার জীবন হোক আনন্দে ও সফলতায় ভরপুর। সমস্ত স্বপ্ন পূরণ হোক এবং আপনার দিনগুলো হোক আরও সুন্দর ও রঙিন। শুভ নবব...
13/04/2025

‘নতুন বছরে আপনার জীবন হোক আনন্দে ও সফলতায় ভরপুর। সমস্ত স্বপ্ন পূরণ হোক এবং আপনার দিনগুলো হোক আরও সুন্দর ও রঙিন। শুভ নববর্ষ!’

May the joy of Eid spread to every home with the message of good health, prosperity, and harmony.Eid Mubarak 🌙
30/03/2025

May the joy of Eid spread to every home with the message of good health, prosperity, and harmony.

Eid Mubarak 🌙

 #সফলতার_গল্প : ০২অর্ণব মিত্র শিক্ষার্থী, ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্য...
17/03/2025

#সফলতার_গল্প : ০২

অর্ণব মিত্র
শিক্ষার্থী, ইন্সটিটিউট অব ফরেস্ট্রি এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
এসএসসি ব্যাচ-২০১৭

সাপলেজা মডেল হাইস্কুলের এসএসসি ২০১৭ ব্যাচের শিক্ষার্থী আমি। স্কুলজীবনের প্রথম দুটি ধাপ (পিইসি, জেএসসি ) কৃতিত্বের সাথে পার হবার পর কিছুটা ধাক্কা আসে এসএসসি'র ফলাফলে। অনেকের ভালো ফলাফলের মাঝে আমার ফলাফলের চেহারা তখন অতি দরিদ্র (৪.৬৪ )। এতে অবশ্য আমার মন খারাপ ছিলোনা তেমন, তবে যে আনন্দটুকু পাওয়ার কথা ছিলো তা পাইনি।

আমি প্রত্যাশিত ফলাফল অর্জন করতে না পারলেও, আমার পরিবার আমাকে উৎসাহিত করেছে। বিশেষ করে আমার মা, যিনি আমার সকল শুভ কর্মের অনুপ্রেরণা। আমার সব সময়ই মনে হয়, পরিস্থিতি যত কঠিনই হোক, মা পাশে থাকলে পৃথিবীর সমস্ত কিছুই অনুকূলে থাকে৷

এরপর আসলো কলেজ ভর্তির অধ্যায়। রেজাল্ট খুব বেশি ভালো না হওয়ার কারনে, মানুষ চেনে, এমন কোনো কলেজে ভর্তির সুযোগ আমার হয়নি। আমি ভর্তি হয়েছিলাম সরকারি বরিশাল কলেজে৷ কেটে গেলো দুটি বছর৷ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলাম৷ এবারও প্রত্যাশিত ফলাফল অর্জনে ব্যর্থ হলাম (৪.৯২)।

ফলাফল যাই হোক, আমি আমার সামর্থ্য সম্পর্কে আত্মবিশ্বাসী ছিলাম। এই আত্মবিশ্বাসের পেছনে আমার মায়ের ভূমিকা সবচেয়ে বেশি যা আগেও বলেছি৷ মা, আমাকে প্রায়ই বলে, "মানুষের জীবন যেকোনো ভাবে কেটেই যায়৷ তাই পেতেই হবে, না পেলে সব শেষ। এমন কোনে ব্যাপার নেই। শুধু চেষ্টা চালিয়ে যেতে হবে। বাকিটা ঈশ্বর যেমন চান।" আমার মায়ের আশ্রয় আমাকে সব সময় চিন্তামুক্ত থাকতে সাহায্য করেছে।

এরপর এলো ভর্তি পরীক্ষার অধ্যায়৷ এখানের তুমুল প্রতিযোগিতার কথা সবারই জানা৷ তবু, ঈশ্বরের অশেষ কৃপায় আমি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলাম। এর মধ্য থেকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেছে নিয়েছিলাম ভর্তির জন্য।

আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আগামীদিনে ভালো কিছু করার আশা রেখে শেষ করছি। প্রার্থনায় রাখবেন আমাকে।

17/03/2025

খুব শীগ্রই সাপলেজা মডেল হাই স্কুলের সফল কোন শিক্ষার্থীর গল্প নিয়ে হাজির হচ্ছি আমরা যা সাপলেজা মডেল হাই স্কুলের বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস হবে।

আমাদের সাথেই থাকুন।

Address


Opening Hours

Friday 06:00 - 00:00
Saturday 08:00 - 22:00

Telephone

+8801715244445

Alerts

Be the first to know and let us send you an email when Humans Of SMHS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humans Of SMHS:

  • Want your business to be the top-listed Media Company?

Share