Matarbari Barta24

  • Home
  • Matarbari Barta24

Matarbari Barta24 ▪️অবহেলিত মানুষের কথা বলি▪️
▪️সাথে থাকুন, পাশে থাকুন-ধন্যবাদ▪️ Matarbaribarta24 is a multimedia platform for news, views and entertainment from Bangladesh.
(4)

We are committed to bringing a futuristic approach to journalism through writing, making and display. Matarbaribarta24 delivers the latest breaking news and top stories across politics, business, entertainment, sport, innovation, travel, food, life and others.

আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ...অনলাইন ডেস্ক::ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ...
20/07/2025

আওয়ামী লীগ হলো শাহী চাঁদাবাজ আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ...

অনলাইন ডেস্ক::
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ হলো শাহী চোর-চাঁদাবাজ। আর বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ। তারা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, টেম্পোস্ট্যান্ডে যায়। আমরা চাঁদাবাজমুক্ত দেশ চাই।

রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ভারতের আর বাংলাদেশর কাঁটাতারের বেড়া আসল পার্থক্য নয়। মূল পার্থক্য হলো আদর্শ আর নীতির। এ দেশ মুসলমানদের দেশ এটাই হলো বড় পার্থক্য। ইসলামকে যদি নষ্ট করতে পারে, ইসলামকে যদি ধ্বংস করতে পারে তাহলে সিকিমের মতো কিছু চাটুকার ও দালালকে ঠিক করে এ দেশ একদিন ভাগিয়ে নেবে। কাশ্মীর, হায়দরাবাদ এক সময় স্বাধীন ছিল। এখন ভারত দখল করেছে। আপনারা দেখছেন ভারত একটা মানচিত্র বের করেছে সেখানে বাংলাদেশকে ভারতের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সতর্ক হন।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির বলেন, দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর হতে পারে না। জীবনে অনেকবার লাঙল, নৌকা, ধানের শীষ পরীক্ষা করেছেন। আসুন না একবার হাতপাখাকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছে। আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলে আর জীবনে পরীক্ষার হলেই যাবো না।

ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ প্রমুখ।

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে অনিয়মের হিরো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন বাপ্পি! #আ.লীগের নেতাকর্মীরা প্রকল্পে প্রবেশ করলে...
20/07/2025

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে অনিয়মের হিরো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন বাপ্পি!

#আ.লীগের নেতাকর্মীরা প্রকল্পে প্রবেশ করলে পুলিশকে ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন বলেও অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে।

#রাষ্ট্রের বৃহৎ প্রকল্পে বিতর্কিত নেতার অনুপ্রবেশ; চাকরির আড়ালে নানা অনিয়মের অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

বার্তা পরিবেশক::
দেশের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। সম্প্রতি বিলুপ্ত হওয়া মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সুমন বাপ্পি এই প্রকল্পের আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান পস্কো (POSCO) কোম্পানীর সিকিউরিটি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, রাষ্ট্রের এত বড় একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত থাকা সত্ত্বেও তিনি স্থানীয় বিএনপি নেতাদের সাথে সিন্ডিকেট করে বিভিন্ন অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও আ.লীগের নেতাকর্মীরা পূর্বের ক্রয়কৃত মালামাল বের করার জন্য প্রকল্পে প্রবেশ করলে তাদের পুলিশকে দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন বলেও অভিযোগ রয়েছে সুমনের বিরুদ্ধে।

সূত্র মতে, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে পরিচিত সুমন বাপ্পি, যিনি বর্তমানে দলের সাংগঠনিক কার্যক্রম থেকে 'নিষিদ্ধ' অবস্থায় রয়েছেন, তিনি কিভাবে পস্কো কোম্পানীর মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে সিকিউরিটি অফিসারের মতো সংবেদনশীল পদে নিযুক্ত হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগকারীরা বলছেন, এই চাকরির আড়ালে তিনি স্থানীয় বিএনপি নেতাদের সাথে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। এই সিন্ডিকেট প্রকল্পের অভ্যন্তরে এবং আশেপাশে বিভিন্ন ধরনের অনৈতিক ও অবৈধ ব্যবসা পরিচালনা করছে বলে গুঞ্জন রয়েছে।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই অবকাঠামো প্রকল্পে একজন 'নিষিদ্ধ' ঘোষিত রাজনৈতিক নেতার এমন পদে থাকা এবং তার বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলের নেতার সাথে যোগসাজশে অনৈতিক ব্যবসা পরিচালনার অভিযোগ প্রকল্পের নিরাপত্তা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

এমন অভিযোগ যদি সত্য হয়, তবে তা কেবল প্রকল্পের সুনামই ক্ষুণ্ণ করবে না, বরং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ সৃষ্টি করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এই অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।

উল্লেখ্য যে, পস্কোর কিউসি ম্যানেজার নাহিদ হাসান সহ আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নাহিদ হাসান ও সুমন বাপ্পির সিন্ডিকেট বিভিন্ন ধরনের অনৈতিক ও অবৈধ ব্যবসা পরিচালনা করছে বলে গুঞ্জন রয়েছে। এই সিন্ডিকেটের নামে-বেনামে গড়ে তোলা কোম্পানি গুলো ছাড়া স্থানীয় কোন কোম্পানি কাজ পায়না বলেও অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সুমন আ'লীগের এমপি আশেক উল্লাহর আস্তাভাজন ছিলেন। সেই সুবাধে আ'লীগ আমলে সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছে শতো কোটি টাকা৷ এবং ৫ আগষ্ট পরবর্তী বিএনপির নামধারী কয়েকজন নেতাকে সাথে নিয়ে ভূয়া কোম্পানি তৈরি করে একটি সিন্ডিকেট গড়ে তোলে। উক্ত সিন্ডিকেটে বর্তমান মাতারবাড়িতে কতিপয় কয়েকজন বিএনপির নেতাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

তার সিন্ডিকেটের সেসব বিএনপির সাইনবোর্ড ব্যবহারকারী নেতারা ইতিমধ্যে মাতারবাড়িতে বিভিন্ন প্রজেক্ট দখল, চাদাঁবাজি সহ মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে ভিলেন স্টাইলে কাজ ভাগিয়ে নেওয়ার অহরহ অভিযোগ আছে।

"জুলাই পদযাত্রা" রাঙ্গামাটিতে এনসিপির সমাবেশ জনস্রোতে পরিণত হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মানে সারাদেশে পদযাত্রা করছে এনসিপ...
20/07/2025

"জুলাই পদযাত্রা" রাঙ্গামাটিতে এনসিপির সমাবেশ জনস্রোতে পরিণত হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মানে সারাদেশে পদযাত্রা করছে এনসিপি।

মাতারবাড়ীর এস.এস.সি/দাখিল রেজাল্ট ২০২৫ পর্যালোচনা ও আমাদের করণীয় শীর্ষক বিশেষ সেমিনারপ্রেস বিজ্ঞপ্তি::কক্সবাজারের দ্বীপ ...
20/07/2025

মাতারবাড়ীর এস.এস.সি/দাখিল রেজাল্ট ২০২৫ পর্যালোচনা ও আমাদের করণীয় শীর্ষক বিশেষ সেমিনার

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীতে ‘মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদ’ এর আয়োজনে এস.এস.সি/দাখিল রেজাল্ট ২০২৫ পর্যালোচনা ও আমাদের করণীয় শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল।

সোমবার (২১ জুলাই) বিকেল ২ টায় মগডেইল বাজারস্থ সাইরার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদের সভাপতি আইনুল ইসলাম অন্তর এর সভাপতিত্বে ও মিজবাহ্ উদ্দিন মিশু'র সঞ্চালনায় উক্ত সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাতারবাড়ী মজিদিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডা: মিনহাজুল আবেদীন নান্নু, মাতারবাড়ী জ্ঞান অর্জন পরিষদের উপদেষ্টা রুহুল আমিন, নজরুল ইসলাম ও আশেক মাহমুদ।

এছাড়াও উক্ত সেমিনারে মাতারবাড়ীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত থাকবেন।

20/07/2025

চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে একটি বাসে আ* গুন দিয়েছে দূ-র্বৃ-ত্তরা।

20/07/2025

দেশ গড়তে জুলাই পদযাত্রা এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ চট্টগ্রামে

মহেশখালীর কুতুবজোমে কোস্ট গার্ডের অভিযানে পিস্তল ও গুলি উদ্ধারএম.এ.কে. রানা::কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বাংলাদে...
20/07/2025

মহেশখালীর কুতুবজোমে কোস্ট গার্ডের অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

এম.এ.কে. রানা::
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩ টি দেশীয় তৈরি পিস্তল ও ৪ রাউন্ড তাজা গুলি জব্দ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) গভীর রাতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বুজুরুক পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি আভিযানিক দল গভীর রাতের এই অভিযানে তল্লাশি চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি আরো জানান, জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দেশব্যাপী নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের সন্ত্রাসবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

20/07/2025

কক্সবাজারে বিএনপির বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখার কিছুক্ষণ পর স্ট্রোক করে মারা গেলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নূর।

কক্সবাজার জেলা বিএনপির মিছিলে এসে স্ট্রোক করে পিএমখালীর বিএনপি নেতা ছৈয়দ নুরের মৃত্যু।
20/07/2025

কক্সবাজার জেলা বিএনপির মিছিলে এসে স্ট্রোক করে পিএমখালীর বিএনপি নেতা ছৈয়দ নুরের মৃত্যু।

20/07/2025

শতকোটি টাকা
ব্যয়ের এক মহাসমাবেশ করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী: সূত্র মানবজমিন...

20/07/2025

মহেশখালীতে ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড।

20/07/2025

কক্সবাজার
সুগন্ধায় মৃ*ত্যু*র কোলে ঢলে পড়লো নোয়াখালী থেকে আসা শাহিন নামে এক পর্যটক।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Matarbari Barta24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Matarbari Barta24:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

“আমরা অবহেলিত মানুষের কথা বলি”

পেইজটি লাইক দিয়ে আপনিও আমাদের সঙ্গী হোন।