
15/03/2025
প্রিয় থেকে পরমপ্রিয় শ্রদ্ধেয় ড: মুহাম্মদ ইউনুস সাহেব।
গত ৬ মাসে ড: মুহাম্মদ ইউনূস দ্রব্যমুল্যের লাগাম টেনে ধরেছেন । লুট হওয়া ব্যাংকগুলোকে বন্ধ না করে ধিরে ধিরে বাচিঁয়ে তুলছেন !
২০০ টাকার পেঁয়াজ ৩০ টাকা কেজি, ৪০০ টাকার কাঁচা মরিচ ৪০ টাকা কেজি, ১০০ টাকার তরকারি এখন ৩০/৪০ টাকা।
দাম বাড়লে আমরা পোস্ট দেই বলি আগেই ভাল ছিলাম কমলে পোস্ট দেই না ! এটা মোনাফেকদের কাজ !
থ্রী জিরো থিউরীর জন্য উনি আবার নোবেল মঞ্চে দাঁড়াবেন হয়ত !
উনি চা বিক্রেতা নন । তিনি একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক ভালো কাজের প্রশংসা করতে এতো কস্ট কেনো......