Alokito Rangunia

  • Home
  • Alokito Rangunia

Alokito Rangunia Maohmmad Delowar Hossain Roshai
Editor and Publisher-Alokito Rangunia
Pib-Press Institute of Bangladesh

মাইলস্টোন স্কুলের একজন শিক্ষক ২০ জন শিশুর জী'বন বাঁচাতে গিয়ে নিজে ৮০% দ'গ্ধ হয়েছেন। এটাই প্রকৃত শিক্ষকের চরিত্র।একজন শিক...
21/07/2025

মাইলস্টোন স্কুলের একজন শিক্ষক ২০ জন শিশুর জী'বন বাঁচাতে গিয়ে নিজে ৮০% দ'গ্ধ হয়েছেন। এটাই প্রকৃত শিক্ষকের চরিত্র।
একজন শিক্ষক সবসময় নিজের কথা না ভেবে শিক্ষার্থীর কল্যাণের কথা ভাবে।
আর উনিও একজন মা তাই সন্তানের মায়াটা বুঝতে পেরেছিলো তাই সন্তানকে বিপদ থেকে বাঁচাতে নিজের জী'বন বাজি রেখেছেন।

21/07/2025
এর মধ্যে সাত জনের মরদেহ শনাক্ত করা যায়নি।
21/07/2025

এর মধ্যে সাত জনের মরদেহ শনাক্ত করা যায়নি।

আসলে তিনি কি গ্রেফতার হয়েছে। কে বলছে মিথ্যা কথা। বাংলাদেশকে গুজবের দেশ ঘোষণা করা হোক।
21/07/2025

আসলে তিনি কি গ্রেফতার হয়েছে। কে বলছে মিথ্যা কথা। বাংলাদেশকে গুজবের দেশ ঘোষণা করা হোক।

উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোক বার্তাআজ উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর...
21/07/2025

উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোক বার্তা

আজ উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও মহাসচিব জননেতা আল্লামা এম এ মতিন ও অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ।

বিবৃতিতে রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, ‘উত্তরার মাইলস্টোন স্কুুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবরে আমরা ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। অনাকাংখিত এই র্দূঘটনা কারো কাম্য ছিলনা। বহু মায়ের বুক খালি হয়ে গেছে এহেন ঘটনায়। ২০ এর অধিক নিহতের পরিবারকে শান্তনা দেওয়ার মত ভাষা আমাদের নেই। ১৬৪ জনের মত আহতের খবর থাকলেও এ সংখ্যা বৃদ্ধি গতে পারে। শোকের মুহূর্তে আমরা নিহত ও আহতদের পরিবারের সকল সদস্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’

মহান আল্লাহ পাক নিহতদের শহীদী মর্যাদা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
(মুহাম্মদ আবদুল হাকিম)
দপ্তর সচিব
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। ...
21/07/2025

একটা বোতাম চাপলেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরে যেতে পারতেন পরিবারে, জীবনের কাছে। নিজেকে বাঁচানোর সুযোগ ছিল তাঁর হাতে। জরুরি পরিস্থিতিতে বিমানের নিয়ন্ত্রণ সিট ত্যাগ করে প্যারাসুট নিয়ে নিজের প্রাণ রক্ষায় লাফ দেননি তিনি। বিধ্বস্ত হওয়ার আগে ফাঁকা জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত।

তাঁর যে বিমানটি, সেটি ছিল পুরনো এক F-7। একটা যুদ্ধবিমান, যার জায়গা ২০২৫ সালের আকাশে থাকার কথা না। তবু সেটিই উড়ছিল— কারণ দুর্নীতি এখনও উড়ছে এই দেশের আকাশে, আর সেই দুর্নীতির ভার বইছে এই প্রজন্মের সাহসীরা।

তৌকির আকাশে মারা যাননি। তিনি মরে গিয়েছিলেন অনেক আগেই— যেদিন বাজেট চুরি হয়েছিল, যেদিন সিদ্ধান্ত হয়েছিল ১৯৭৬ সালের বাতিল বিমান দিয়েই চলবে আধুনিক যুগের প্রশিক্ষণ।

এই সিস্টেম তাঁর জন্য কিছুই রাখেনি— না কোনো নিরাপত্তা, না কোনো বিকল্প। রেখে গেছে কেবল ঝুঁকি, মরচে ধরা লোহা, আর এক তরুণ অফিসারের নিশ্চিত মৃত্যু।

উত্তরায় বিমান বিধ্বস্তের এই ভয়াবহ ঘটনায় শুধু তৌকির নন, প্রাণ হারিয়েছেন আরও অনেকে। তাঁদের সবার আত্মার মাগফিরাত কামনা করি।

আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

আহত যারা হয়েছেন, আল্লাহ যেন তাঁদের দ্রুত সুস্থতা দান করেন।

আর যেন কোনো তরুণ তৌকিরকে,একটা মরচে ধরা বিমানের সঙ্গে জীবন বিসর্জন দিতে না হয়।

কপিরাইট

21/07/2025

দেশের ২ হাজার ৭৩৭ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২০ জুলাই) মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক মো. সাইফুল ইসলামের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে পাঠানো মোট ২ হাজার ৭৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা বা তদন্ত প্রতিবেদনের তালিকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের ওয়েবসাইটের (www.dia.gov.bd ) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট অধিদফতরে (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, মাদরাসা শিক্ষা অধিদফতর ও কারিগরি শিক্ষা অধিদফতরে), সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে ডি- নথিতে (প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালকে ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে ইমেইলে), সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে ডি- নথিতে, সভাপতি (ব্যবস্থাপনা কমিটি/ গভর্নিং বডি) এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ইমেইলে (ব্যানবেইস জরিপে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ ইমেইলে) পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, যদি প্রকাশিত তালিকার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিবেদন সংশ্লিষ্ট ইমেইলে পাওয়া না যায়, তাহলে নিজ নিজ জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে (জেলা শিক্ষা অফিসের ডি- নথি সিস্টেম থেকে ডাউনলোড করে) সংগ্রহ করা যেতে পারে।

এছাড়া যদি জেলা শিক্ষা অফিস হতে প্রতিবেদন সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর বরাবরে প্রতিবেদন পাওয়ার জন্য আবেদন করে ওই আবেদনের কপি [email protected] ইমেইলে পাঠাতে হবে। ইমেইলে ওই আবেদন পাওয়ার পরবর্তী ৩ কর্ম দিবসের মধ্যে এ অধিদফতর থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইমেইলে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে। প্রয়োজনে টেলিফোনে (০২৪১০৫৩৩৪৭) যোগাযোগ করা যেতে পারে। প্রতিবেদন পাওয়ার জন্য সশরীরে অধিদফতরে আসার প্রয়োজন নেই।

এভাবে দুর্নীতিবাজ সকলের সম্পদ বাজেয়াপ্ত করা হোক।
21/07/2025

এভাবে দুর্নীতিবাজ সকলের সম্পদ বাজেয়াপ্ত করা হোক।

21/07/2025

রাঙ্গুনিয়ার একমাত্র এসি বাস সার্ভিস মায়েশা পরিবহন ; বাসের সেবা সম্পর্কে যাত্রীদের মন্তব্য

21/07/2025

রাঙ্গুনিয়ার একমাত্র এসি বাস সার্ভিস মায়েশা পরিবহন ; আজ সিনেমা প্যালেস হতে শান্তিরহাট আসার পথে।

ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং সিএনজি সমিতির বৈঠক রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রোয়াজার হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিনিধি ও সি...
21/07/2025

ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং সিএনজি সমিতির বৈঠক

রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী রোয়াজার হাট ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিনিধি ও সিএনজি সমিতির প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।

রোয়াজার হাট সড়কের উপর থেকে কিভাবে যানজট মুক্ত করা যায়। এই আলোচনার মাধ্যমে যানজট মুক্ত করার চেষ্টা চলছে।

উত্তরায় বিমান দু'র্ঘ'টনায় আহতদের জরুরী ভিত্তিতে প্রচুর র'ক্তে'র প্রয়োজন ঢাকা মেডিকেল হাসপাতালে।র'ক্ত দানে আগ্রহীদের দ্রু...
21/07/2025

উত্তরায় বিমান দু'র্ঘ'টনায় আহতদের জরুরী ভিত্তিতে প্রচুর র'ক্তে'র প্রয়োজন ঢাকা মেডিকেল হাসপাতালে।

র'ক্ত দানে আগ্রহীদের দ্রুত ঢাকা মেডিকেলে যোগাযোগ করতে অনুরোধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

যারা ব্লাড দিতে পারবেন অতিদ্রুত নিম্নোক্ত হাসপাতাল গুলোতে চলে যান-
১. ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
২. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
৩. উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
৪. কুয়েত মৈত্রী হাসপাতাল
৫. উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
৭. মনসুরআলী মেডিকেল কলেজ
৮. উত্তরা বাংলাদেশ মেডিক্যাল
৯. ক্রিসেন্ট হাসপাতাল

সবার আগে মানবতা 😥 বিপদে পাশে দাড়ান 💔

Address


Alerts

Be the first to know and let us send you an email when Alokito Rangunia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alokito Rangunia:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share