Apathetic- উদাসীন

  • Home
  • Apathetic- উদাসীন

Apathetic-  উদাসীন উন্মুক্ত ডায়েরী কারো লেখার ক্রেডিট না থাকলে, ইনবক্সে নক দিবেন।

কিছু সুর তুমি এনে দাও পাখির নান্দনিক কোলাহলে! 🤍
29/09/2025

কিছু সুর তুমি এনে দাও পাখির নান্দনিক কোলাহলে! 🤍

29/09/2025

পুরুষ মানুষ সুযোগ পেলে; কেবল মাত্র শারীরিক উত্তেজনা থেকে যেকোন নারীর দেহের কাছে যেতে পারে!

নারীদের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। তারা কামবোধকে সংযত করতে পারে। মানসিক আগ্রহ ও কোনরকম আবেগের জায়গা সৃষ্টি না হলে, নারীরা সাধারনত দেহের বিনিময় করেনা।

পুরুষের ভেতরও এক শ্রেণীর পুরুষ আছেন, যারা তার তীব্র কামবোধকে নিয়ন্ত্রন করতে পারে। সুযোগ থাকার পরও নারীরা যার তার সাথে নিজেকে ভাগ করেনা; এমন পুরুষের সন্ধান পাওয়া বিরল, তবে শূণ্য নয়।

যে পুরুষ সুযোগ থাকার পরও তার কাছের মানুষটির কথা ভেবে, নিজের কামনা ও বাসনাকে নিয়ন্ত্রন করে এবং সকল সুযোগ উপেক্ষা করে ঘরে ফিরে আসে, সে কেবল পুরুষ নয়; মহাপুরুষ! তাকে ভালোবেসো!

~ আসাদুজ্জামান🥀

29/09/2025

তোমরা যারা অন্যের ক্ষতি কামনা করো। অন্যের ভালো হতে দেখলে অস্থিরতায় ডুবে যাও। অন্যের সাথে নিজের ক্ষমতার জুড়ে বাজে আচরণ করো।

তোমরা যারা মানুষের সাথে অন্যায় করে নাম দাও সাহসিকতা খোঁ' চা দিয়ে কথা বলে আই-কিউ দেখাও, আঘাত করে কথা বলে বলো রোস্টিং।

কোরআন তাদেরকে বলে "লুমাযাহ" যাদের জন্য অপেক্ষা করছে দুর্ভোগ। তারা নিক্ষিপ্ত হবে হুতামায়। হুতামা কি? হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আ`গুন, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে।

সূরা হুমাযাহ (১-৯)

আমি ৩/৪ বছরেরও বেশি সময় ধরে, আমার এক্টিভ স্ট্যাটাস বন্ধ করেছি! এটা আমাকে শান্তি দেয়! এবং আমাকে সেই লোকেদের চিনতে সাহায...
29/09/2025

আমি ৩/৪ বছরেরও বেশি সময় ধরে, আমার এক্টিভ স্ট্যাটাস বন্ধ করেছি! এটা আমাকে শান্তি দেয়! এবং আমাকে সেই লোকেদের চিনতে সাহায্য করে, যারা সত্যিই আমাকে যত্ন করে এবং মূল্য দেয়! কারণ তাদের এক্টিভ স্ট্যাটাসে আমার নাম না থাকলেও, তারা দিনে আমাকে একবার হলেও মেসেজ দিবে। এখন এমন মানুষের সাথে কথা হয় যাদের শুধু সু-সময়ে নয় দুঃসময়েও পাশে পাওয়া যায়! এই জিনিস টা সত্যিই আমাকে অনেক শান্তি দেয়!'❤️

28/09/2025

- একটা কথা মনে রেখো!
নিজের Happiness, সুন্দর Relationship কিংবা গভীর Friendship, কোনটাই মানুষকে বেশি দেখাতে নেই। নিজের জীবন হোক বা Social media.

একটু কম দেখাও, দেখালেও নির্দিষ্ট কিছু মানুষকে দেখাও! প্রাইভেসি মেইনটেইন করো। কারণ মানো আর নাই মানো সবাই কিন্তু তোমার ভালো চায় না!🖤

A man have no respect in his family without money.
28/09/2025

A man have no respect in his family without money.

28/09/2025

এক,দুই,তিন,চার -সেনা তুই পাহাড় ছাড়!✅

My husband after marriage
28/09/2025

My husband after marriage

28/09/2025

২ কেজি ৬০০ গ্রাম মাছের দাম দেখেন 🙂

28/09/2025

চুলগুলো আমার এতো বিরক্ত করে!😞

28/09/2025

ক্লাস নাইনে থাকতেই ক্লাস টেন-এর সিলেবাস শেষ করে ফেলছিলাম।

ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে সেকেন্ড ইয়ারের পড়া শেষ করে ফেলছিলাম।

ইউনিভার্সিটিতে উঠে প্রতি সেমিস্টারের প্রথম মাসেই পুরা সেমিস্টারের পড়া শেষ করে বাকি তিন মাস শুধু চিল করতাম।

আর বাকিরা পুরা সময় চিল করে পরীক্ষার আগে দৌড়াদৌড়ি করতো। নোট নাই কিছু নাই। স্যারের পিছনে রাত দিন দৌড়াদৌড়ি। তারপর পরীক্ষায় রেজাল্ট খারাপ।

আর আমি পরীক্ষার সময় আগে নোট করে রাখা পড়ায় শুধু নজর বুলাতাম। নো টেনশন।

ফ্যাক্ট হল, আমার পরীক্ষা অসম্ভব রকম পছন্দের। অসম্ভব রকমের থ্রিলিং কাজ করে যে কোন পরীক্ষা দেওয়ার সময়।

যাই হোক, এখন স্কুলে ক্লাসে বইটই নেই না। যেসব বই পড়াই, সব মুখস্ত হয়ে গেছে অলমোস্ট। মানে মুখস্ত করে ফেলছি সব যেন পড়ানো নিয়ে কখনও প্যারা না নিতে হয়।

এইসব কিন্তু বিরাট মেধাবী হওয়ার পরিচয় না। এইটা হল গুছানো স্বভাব।

কোন কাজই কঠিন না যদি আপনি ঐ কাজ করার সময় কিছু নীতিমালা ফিক্স করে নেন নিজের জন্য। এই অভ্যাস আপনার জীবনকে অনেক সহজ করে দিবে।

ঘুম থেকে উঠার সাথে সাথে নিজের বিছানাটা গুছায় ফেলার যেই অভ্যাস আপনি একদম ছোটবেলায় কাওকে শিখায় দিবেন, তার জীবন পুরোটাই মোটামুটি গুছানো হবে আশা করা যায়।

©Jarjis Arselan

বিয়ে হয় ২০১৫ সালে। হটাৎ বিয়ে হওয়াতে হাসবেন্ড কিছুই আনতে পারেনি গোল্ড এর। প্রথম পিক এর ইমিটেশেন এর সেট টা দিয়েছিল।আমার বড়...
27/09/2025

বিয়ে হয় ২০১৫ সালে। হটাৎ বিয়ে হওয়াতে হাসবেন্ড কিছুই আনতে পারেনি গোল্ড এর। প্রথম পিক এর ইমিটেশেন এর সেট টা দিয়েছিল।
আমার বড় ভাই বিয়ের সময় রেগে গিয়ে না করে দিয়েছিল যে এইভাবে বিয়ে দিবে না খালি হাতে। শেষ অবধি মান সম্মান এর কথা ভেবে সবাই বুঝায় আর মেনে নেয়। এর পর ১ বছরের কথা বলে গেলে ও টানা ৮ বছর বাবার বাড়ি তেই ছিলাম। সে আর দেশে ও আসতে পারেনি আমাকে ও উঠাইয়া নেওয়া হয়নি।
হাজার কটু কথা অপমান আর অবহেলার অবসান ঘটিয়ে সে ২৩ সালে দেশে আসে আর আসার আগে এই ৮ বছরে একটু একটু করে কেনা গোল্ড এর জিনিস গুলো পাঠাইয়া দেয়। আসলে ধৈর্য ধরলে সব হয়।একদিন কিছুই ছিলনা আলহামদুলিল্লাহ এখন এত কিছু দিছে❤️

সে বলেছিল মারে রানির মত রাখবে কিন্তু তা হয়নি তার মায়ের অত্যা%*চারে।।এক এক টা দিন নর%*ক বানাইয়া দিয়েছিল তাই ৬ মাস ধরে বাবার বাড়ি আছি জামাই সহ। জানিনা কবে নিজের একটা সংসার হবে। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা আছে একদিন সব হবে। নিজের সাজানো একটা সংসার পাব।
সবাই দোয়া করবেন প্লিজ.।

Address


3411

Alerts

Be the first to know and let us send you an email when Apathetic- উদাসীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apathetic- উদাসীন:

  • Want your business to be the top-listed Media Company?

Share