10/11/2025
আমার বিয়ে হচ্ছিল না অনেকদিন ধরে। একজন উত্তম জীবনসঙ্গীর জন্য অনেক দোয়া করতাম। প্রায় সাত বছর ধরে অনেক ধৈর্য ধরে ছিলাম, আল্লাহর কাছে দোয়া করতাম, কেঁদে কেঁদে চাইতাম যেন তিনি আমার জন্য যা ভালো সেটাই দেন। একের পর এক কষ্টের সময় গিয়েছে, তবুও আল্লাহর প্রতি বিশ্বাসটা হারাইনি।
প্রায় এক বছর আগে আমি তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করি। তারপর তিন-চার মাস আগে থেকে ইস্তেগফার পড়া শুরু করি নিয়মিত। বিয়ের নিয়তে প্রতিদিন ৫০০ থেকে ২০০০ বার “ইস্তেগফার” পড়তাম, আর সারাদিনই দোয়া করতাম যেন আল্লাহ আমার জন্য সঠিক মানুষকে বেছে দেন।
আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আল্লাহর কাছে চাওয়া কোনো দোয়া বিফলে যায় না। তিনি আমাকে এমন একজন জীবনসঙ্গী আর পরিবার দিয়েছেন, যা আমি কখনো কল্পনাও করিনি। সত্যি বলতে, আল্লাহ যখন দেন, তখন তাঁর দেওয়া সবকিছুই আমাদের চিন্তার থেকেও অনেক বেশি সুন্দর হয়।©
______________________________
*সব সময় ইসলামিক ক্যাপশন পেতে এই পেইজে ফলো করে পাশে থাকবেন।🥰