Alhamdulillah-الحمد لله

  • Home
  • Alhamdulillah-الحمد لله

Alhamdulillah-الحمد لله "আম্মু, শোনো তো! আমার আইডিতে অতিথি এসেছে—
ওদের হাতে এক কাপ চা ☕ আর বিস্কুট 🍪 তুলে দাও,
তারপর আমার পেজটা একটু ঘুরে দেখে আসতে বলো!"

08/09/2025

ফজরের নামাজে আছে আখিরাতের মুক্তি।

07/09/2025

—😌বেশি বেশি সালাম
বিনিময়কারীরা জান্নাতী
-𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮 𝐀𝐥𝐢𝐤𝐮𝐦-💜😇

06/09/2025

ফজরের আলো হলো ঈমানদারের শক্তি।

বাবা      |
31/08/2025

বাবা












|

বেশি বেশি দুরুদ পাঠ করা।
27/08/2025

বেশি বেশি দুরুদ পাঠ করা।










26/08/2025

“সকালে নামাজ, জিকির আর দোয়ার সাথে দিন শুরু করো—দেখবে দিনটাই হবে নূর আর বরকতে ভরা।” ✨
Alhamdulillah-الحمد لله

আমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি পোস্ট আমাদের আমলনামা ভারি করছে কিনা ভাবুন তো..?  আমরা কি এমন জায়গায় লাইক...
24/08/2025

আমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি পোস্ট আমাদের আমলনামা ভারি করছে কিনা ভাবুন তো..? আমরা কি এমন জায়গায় লাইক কমেন্ট করছি যেখানে লাইক কমেন্ট করলে আমাদের আমলনামা নিজের অজান্তেই ভারী হয়ে যাচ্ছে!

এমন ভিডিও শেয়ার দিচ্ছি যাতে রয়েছে হারামের ছড়াছড়ি। ক্যাপশন দিয়েছি- one day you and me . সেই ভিডিওতে একটা মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পড়ে ঘুরছে তার হাসবেন্ড এর হাত ধরে। আপাত দৃষ্টিত ছেলেটাকে সবাই মেয়েটার হাসবেন্ড ধরে নিলেও.. আমরা সবাই জানি ছেলেটা মেয়েটার হাসবেন্ড না। তারা অভিনেতা-অভিনেত্রী। তারা দুটো চরিত্রে অভিনয় করছে মাত্র! এটাই তাদের পেশা। তারা এসবে কিছু মনে না, হাত ধরাধরিকে সাধারণভাবেই নেয়। তাই বলে কি আমরাও এই ঘৃণ্য ব্যাপারটাকে normally নিবো? মেয়েটার মাথায় ওড়না নেই, পোশাকে শালীনতা নেই এরকম ভিডিও আমরা কেন শেয়ার দিবো? আমরা কি জানিনা - আমাদের ফ্রেন্ডলিস্টের হাজার হাজার মানুষের সামনে এই ভিডিওটা যাবে! গুনাহের কথা তো দূর, শালীনতার দিকটাও চিন্তা করতে ভূলে গেছি আমরা! আমাদের ফ্রেন্ডলিস্টের প্রত্যেকে এটা দেখে গুনাহগার হবে। আর তাদের সবার গুনাহের ভাগ এসে পড়বে আমাদের আমলনামায়! কারণ, আমরা তাদেরকে সুযোগ করে দিচ্ছি এই সমস্ত অশ্লীল ভিডিও দেখার জন্য। ভাই/বোন একটু ভাবুন তো- আমরা তো নিজেরা নিজেদের গুনাহের ভারেই নুয়ে পড়েছি, সেই সাথে অন্যের গুনাহ আমরা কিভাবে সামলাবো?

আমরা গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছি যে একটা মেয়ের অর্ধনগ্ন ছবি/ভিডিও নিজের টাইমলাইনে পোস্ট করতেও আমাদের এতটুকু বাধছে না।

কোন একটা ভাল কথার সাথেও সেড টিউন বা হারাম মিউজিক না দিলে আমাদের ভালো লাগছে না। দেখা যায়.. অনেকে ওয়াজের পিছনেও মিউজিক ইউজ করে অনলাইনে ছেড়ে দিচ্ছে,তাহলে কি ওয়াজ শোনে সাওয়াব আর ব্যকগ্রাউন্ড মিউজিকের জন্য গুনাহ দুটোই একসাথে নিব আমরা!

একটা জিনিস একটু এদিক থেকে ওদিক হলেই সেটা নিয়ে আমরা ট্রল করে পোস্ট করতে শুরু করি। আমরা যে মানুষকে উপহাস করতে খুব বেশি পছন্দ করি! আমরা ভাল কিছু ভাইরাল করতে চাইনা। অনৈতিক কোনকিছু নিয়ে ট্রল করে কিংবা পোস্ট করে আমরা আরেকজনকেও দেখার সুযোগ করে দিয়ে সাথে তার আমলনামাটাও ভারি করে দিচ্ছি!

কোন একটা হিট গাণ কিংবা মুভি বের হলে সেটা নিয়েও অনেকদিন নিউজফিড ভর্তি থাকে.. এসব যে শুধু যারা পোস্ট করে শুধু তারা নয়। যারা সাপোর্ট করে লাইক,কমেন্ট করে তারাও উৎসাহ দিয়ে সেইম অপরাধটাই করে।

টিভি,মোবাইল সব জায়গাতেই যেন শুধু নারীর বিজ্ঞাপন। দুই টাকার শেম্পু বিক্রির জন্যও ব্যবহার করা হচ্ছে নারীদেরকে! সাবান বিক্রির জন্য নারীর দেহের অশ্লীল প্রদর্শনী আমরা সবাই দেখে থাকি। অর্ধনগ্ন নারীকে দিয়ে করানো হচ্ছে সাবানের বিজ্ঞাপন!

তাছাড়া বর্তমানে প্রায় প্রতিটা এপ্স আমাদের এড দেখায় যেটা কিনা আমরা না চাইলেও আমাদের সামনে চলে আসে, আর দুঃখের বিষয় হচ্ছে প্রায় প্রতিটা এডই কিন্তু নারীরা থাকে সাথে ব্যকগ্রাউন্ড মিউজিক তো থাকেই। আমরা প্রায় সব মুসলিমরাই সেটাকে normally নিচ্ছি দ্বীনের বুঝটা না থাকার কারণে। ছেলে কিংবা মেয়ের ছবিতে সতর দেখা যাচ্ছে এমন জায়গায় রিয়েক্ট দেয়াই নাজায়েজ (সেটা ছেলের ক্ষেএে ছেলে কিংবা মেয়ের ক্ষেএে মেয়ে হোক)।

আমাদের অতীতে টাইমলাইনে ছবি, ভিডিও পোস্ট কিংবা শেয়ার করা সব ভিডিওগুলো চেক করে দেখি। শরীয়তসম্মত না হলে এক্ষুনি ডিলিট করি। ডিলিট করতে পারছি না?খারাপ লাগছে? কত কত স্মৃতি, কত ভালোবাসা। আহ....ঈমান টা যে খুব বেশি দুর্বল আমাদের। আল্লাহর জন্য এইটুকু করতে পারছি না। কিন্তু পরকালের কঠিন বাস্ততার সম্মুখীন হতে হবে আমাদের সবাইকেই। ওই স্মৃতির কোন মূল্য নেই যা আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিবে! ওই আবেগগুলো এক্ষুনি ঝেড়ে ফেলি যেই আবেগের জন্য পরকালের প্রত্যেকটা স্টেপে আমরা ক্ষতিগ্রস্ত হবো!

আমরা হুট করেই যেন কোন জায়গায় রিয়েক্ট না করি,হুট করেই যেন কোন অনৈতিক ভিডিও দেখে না বসি,হুট করেই যেন যে কোন পোস্ট শেয়ার করে না দি,কিংবা কোন জায়গায় কমেন্ট করে না দিই। নানারকম অশ্লীল কন্টেন্ট এ ভরে গেছে অনলাইন, দৃষ্টির হেফাজতটা যে খুব বেশি দরকার...💔

আমরা দিনে যত-না সাওয়াব কামাচ্ছি তার অনেকগুণ বেশি গুনাহ কামাচ্ছি এই লাইক,কমেন্ট,শেয়ার,পোস্টের কারণে। একটু ভেবে দেখি....

~ সংগৃহীত










প্রিয় বোন, আপনি কি একজন দ্বীনদার, আল্লাহভীরু স্বামী চান? আপনি কি জানেন (দ্বীনদার স্বামী) এর মানে কী? একজন দ্বীনদার স্বাম...
23/08/2025

প্রিয় বোন, আপনি কি একজন দ্বীনদার, আল্লাহভীরু স্বামী চান?

আপনি কি জানেন (দ্বীনদার স্বামী) এর মানে কী?

একজন দ্বীনদার স্বামী, কখনো আপনার জন্মদিন উপলক্ষে কোনো আয়োজন করবেন না। তিনি বিবাহবার্ষিকী উদযাপন করবেন না। তার কাছে আপনার দেয়া প্রতিটি দিনই স্পেশাল।

তিনি কখনোই আপনাকে এমন বিয়েতে যেতে দেবেন না যেখানে পুরুষ ও নারীর ফ্রি-মিক্সিং থাকে। তিনি আপনাকে ইচ্ছেমতো যেকোনো সময় বাইরে যেতে বা বাসায় ফিরতে দেবেন না। তিনি চাইবেন আপনি যখনই বের হবেন, কুরআন ও সুন্নাহ অনুযায়ী পোশাক পরুন।

তিনি এমন বন্ধুদের সাথে যোগাযোগ করতে দেবেন না যারা দ্বীন থেকে দূরে রয়েছে। তিনি আশা করবেন আপনি জ্ঞান অর্জনের চেষ্টা করবেন, কারণ তিনিও একই চেষ্টা করবেন। এতে ভবিষ্যৎ সন্তানরা আপনার থেকে উপকৃত হবে।

তিনি আপনাকে পুরুষদের সাথে কাজ করা, হাসি-ঠাট্টা করতে দিবেন না। তিনি আপনাকে সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করতে দেবেন না, এমনকি আপনি নিকাব পরলেও। কারণ তিনি প্রকৃত পুরুষ এবং এটা তার গাইরত।।

তাই যখন আপনি এমন একজন উত্তম পুরুষ চান, যার দাড়ি আছে এবং যার পায়জামা টাখনুর উপরে, এবং আপনি দ্বীন পালনের জন্য বিয়ে করতে চান, তখন জেনে রাখুন আপনাকেও দ্বীন অনুযায়ী জীবন যাপন করা নারী হতে হবে।

সুতরাং, যখন আপনি এমন একজন পুরুষের স্বপ্ন দেখেন যিনি আপনাকে তাহাজ্জুদের জন্য জাগিয়ে তুলবেন, তখন জেনে রাখুন আপনাকেও রাতে সলাত আদায়কারী একজন নারী হতে হবে।

যখন আপনি এমন একজন মানুষ চান যিনি আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে, তখন আগে আপনাকেই সেই পথে চলতে হবে।

• পারিবারিক টিপস (পর্ব-১) চলবে...!

~ Alhamdulillah-الحمد لله
#আদর্শজীবন

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে?হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরে, জীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপ...
23/08/2025

মৃত্যুর পর আপনার স্মার্টফোনের কি হবে?
হয়তো কোনো এক ব্যস্ত দুপুরে, অথবা ঘুম ভাঙা ভোরে, জীবন থেমে যাবে। নিঃশব্দে, হঠাৎ। আপনার ঘর, কাপড়, চায়ের কাপ—সব কিছুই থাকবে। থাকবে আপনার স্মার্টফোনটিও। শুধু আপনিই থাকবেন না।
আপনি যখন থাকবনে না, স্মার্টফোনটা তখন হবে এক নিঃশব্দ স্মৃতিকার। তাতে থাকবে আপনার প্রিয়জনের গলা—ভয়েস নোটে। থাকবে সেই একটাই ছবি—যেটা আপনি শেষবার তুলেছিলেন সূর্যাস্তের দিকে তাকিয়ে। থাকবে কিছু অসমাপ্ত খসড়া, কেউ হয়তো কখনও পড়বেই না। থাকবে সেই হোয়াটসঅ্যাপ মেসেজ—"পরে লিখছি" বলে রেখে যাওয়া, যেটা আর কখনও লেখা হবে না।
আপনার মা কিংবা স্ত্রী হয়তো সেটা তুলে নিবে একদিন। বিছানার পাশে রাখা সেই ফোন, যেটা প্রতিদিন ঘুম ভাঙার আগে আপনি হাতে নিতেন। যেটা আপনি নিয়ে ঘুরেছেন চারদিকে, তুলে রেখেছেন হাজারটা মুহূর্ত।
হঠাৎ চোখে পরবে কিছু ছবি। একটা সেলফি, যেখানে আপনি হেসেছিলেন ঠিক তার দিকে তাকিয়ে। একটা নোট—যেখানে লেখা ছিল “ঈদের বাজারের তালিকা”, কিংবা “মাকে ফোন দিতে হবে।” হয়তো খুঁজে পায় এমন কোনো মেসেজ, যেটা আপনি কাউকে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু পাঠাননি। তাতে লেখা ছিল: “আমি আসলে খুব একা।”
আপনার সন্তান একদিন বড় হয়ে খুঁজে পাবে আপনার ফোন। খেলাচ্ছলে খুলে দেখবে কিছু ভিডিও। দেখবে আপনি তাকে কোলে নিয়ে রেখেছিলেন, আর বলছিলেন, “বাবা, তুমি আমার দুনিয়া।” সে তখন বুঝবে—একটা ফোন আসলে শুধু ফোন ছিল না, এটা ছিল এক জীবনের কাঁচা দলিল।
মৃত্যু অনিবার্য, এবং আমাদের উচিত মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের স্মার্টফোনে থাকা তথ্যগুলো আমাদের জীবনের প্রতিচ্ছবি। তাই আমাদের উচিত, স্মার্টফোনে এমন কিছু সংরক্ষণ করা, যা আমাদের মৃত্যুর পরেও আমাদের জন্য সওয়াবের কারণ হতে পারে। অন্তত এমন কিছু না রাখা যা প্রকাশিত হলে আমাদের লজ্জায় পরতে হয়।
তাই আমাদের উচিত, স্মার্টফোনকে এমন এক বন্ধু বানানো, যে মৃত্যু পরবর্তী জীবনেও আমাদের জন্য সাক্ষী হবে কল্যাণের। মৃত্যুর প্রস্তুতি শুধু জানাজা বা কবরের কাপড়েই নয়—প্রস্তুতি লাগে ডিজিটাল দুনিয়াতেও।

~সংগ্রহীত
Alhamdulillah-الحمد لله .
#আদর্শজীবন

বয়ফ্রেন্ডের সাথে অ*শ্লীল প্রেম আলাপে মগ্ন তুলি।পাশের রুম থেকে তুলির মা তুলিকে ডেকে বলছে, 'কি রে,এশার নামায পড়ে নিয়েছিস ত...
22/08/2025

বয়ফ্রেন্ডের সাথে অ*শ্লীল প্রেম আলাপে মগ্ন তুলি।পাশের রুম থেকে তুলির মা তুলিকে ডেকে বলছে, 'কি রে,এশার নামায পড়ে নিয়েছিস তো?
প্রতুত্তরে তুলি কর্কশ গলায় বলে উঠলো ধুর ঘোড়ার ডিম সারাক্ষণ নামায গলায় ঝুলিয়ে বসে থাকবো নাকি তোমার জন্য? বিজি আছি সময় পেলে পড়ে নেব, আমাকে এখন একদম ডাকবে না বলে দিচ্ছি।

তুলির জবাবের উত্তর স্বরূপ পাশের রুম থেকে নিরবতা ভেসে আসলো।

আজ জিসানের (তুলির বয়ফ্রেন্ড) সাথে অনেকদিন পর এত কথা বলে প্রচুর হেসেছে তুলি। ফুরফুরে মন নিয়েই ঘুমের জগতে পাড়ি জমিয়ে বেঘোরে ঘুমাচ্ছে সে।

সকাল সাড়ে ছয়টায় নামায, কুরআন পড়া শেষে তুলিদের বাসার পাশে হাঁটতে যাওয়ার সময় হঠাৎ কান্নার আওয়াজ শুনে বুকের ভেতর ধক করে উঠলো আমার।বাসার ভেতর ঢুকে দেখি তুলিকে সাদা কাফনে মুড়িয়ে খাটিয়ার উপর সুইয়ে রাখা হয়ছে। আমি এই দৃশ্য সহ্য করতে পারলাম না, বুক চিড়ে কান্না বের হয়ে আসতে লাগলো কিন্তু আমি কান্না করতে পারছি না। নিজের চোখ কে বিশ্বাস করতে পারছিলাম না কিভাবে কি হয়ে গেলো।

হতভম্ব হয়ে দাড়িয়ে আছি আমি, পাশ থেকে সবাই বলা বলি করছে "ইস" মেয়েটা বড্ড ভালো ছিলো। কে জানতো ঘুমের মধ্যেই স্ট্রোক করে মারা যাবে !! কথাগুলো বলেই আঁচলে মুখ লুকিয়ে মহিলারা কান্না করতে লাগলো।

কিছুক্ষণ পর তুলির মৃ*ত্যু সংবাদ মাইকিং করে জানিয়ে দেওয়া হলো। বাদ যোহর পর তুলির জানাযা অনুষ্ঠিত হবে।

আমি তুলির পাশে গিয়ে ধপাস করে বসে ওর মুখের দিকে চেয়ে রইলাম। সেদিন কলেজ যাওয়ার সময় তুলি বলেছিলো "আমার সাদা রঙ একদম পছন্দ না"। অথচ তুলি আজ সাদা কাফনে মোড়ানো!!

অবাধ্য নফস বাধ্য হবে দাফনে। আঁধার ঘরে জড়াবে সাদা কাফনে!

~ সংগৃহীত
Alhamdulillah-الحمد لله

Address


Telephone

+8801743727230

Website

https://wa.me/qr/XKUVHYAUKUE6B1, https://wa.me/qr/XKUVHYAUKUE6B1

Alerts

Be the first to know and let us send you an email when Alhamdulillah-الحمد لله posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alhamdulillah-الحمد لله:

  • Want your business to be the top-listed Media Company?

Share