Its Nurul

Its Nurul ভদ্রতার একটা লিমিট থাকা দরকার,, www.youtube/itsnurul
(1)

কি অবস্থা মনা 😏😏
20/10/2025

কি অবস্থা মনা 😏😏

তিন বছর আগের ছবিটি
30/09/2025

তিন বছর আগের ছবিটি

❤️❤️
21/09/2025

❤️❤️

ইমাম শাফিয়ি (রাহি.) বলেন,'যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে। আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি...
12/09/2025

ইমাম শাফিয়ি (রাহি.) বলেন,

'যা কিছু তোমার জন্য লিখিত সেটি পাহাড়ের চূড়ায় থাকলেও তোমারই হবে। আর যা কিছু তোমার জন্য লেখা হয়নি, সেটি দুই ঠোঁটের মধ্যখানে থাকলেও তোমার হবে না।'

চার  বছর আগের একটি ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, একবার দুপুরের খাবারের সময় আলোচনার একপর্যায়ে নাসুম রেগে তাকে বলেছিলেন...
08/09/2025

চার বছর আগের একটি ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, একবার দুপুরের খাবারের সময় আলোচনার একপর্যায়ে নাসুম রেগে তাকে বলেছিলেন, “তোমাকে কে দিয়েছে জায়গা, কে বলছে থাকতে।” এরপর থেকেই তিনি বাড়ি ছেড়ে চলে আসেন।

এ যেন ‘বাতির নিচে অন্ধকার’। ছেলে দেশের তারকা ক্রিকেটার। আর সংসার চালাতে মাত্র ৮ হাজার টাকা বেতনের নিরাপত্তাকর্মীর চাকরি করেন বাবা।

07/09/2025

সব ছেলেদের সফলতা না দেখা পর্যন্ত আল্লাহ তায়ালা যেন সবার মা-বাবাকে বাঁচিয়ে রাখেন! আমিন

একবার পড়ার অনুরোধ রইলো! মোবাইলে আসক্ত এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য...
07/09/2025

একবার পড়ার অনুরোধ রইলো!
মোবাইলে আসক্ত এক অস্থির জেনারেশন তৈরি করছি আমরা। বিলিভ অর নট এই জেনারেশনের স্পেসিফিক কোনো লক্ষ্য নাই। এদের আদর্শিক কোনো এমবিশান নাই। পবিত্র কোনো মিশন নাই।

এরা বই পড়ে না, নিউজপেপার পড়ে না। আউটডোর খেলাধুলায়ও এদের অনীহা। সকালে ঘুম থেকে উঠেই ফোন চালায়,আবার ঘুমানোর আগেও ফোন চালায়। রাত-দিন সবসময় ফোন দিয়েই শুরু হয়।

এরা রৌদ্রে হাঁটতে পছন্দ করে না। বৃষ্টিতে ভিজতে চায় না। কাঁদামাটি, ঘাস, লতাপাতায় এদের এলার্জি। এরা আধা কিলোমিটার গন্তব্যে যেতে আধা ঘন্টা রিক্সার জন্য অপেক্ষা করে।
এরা অস্থির। প্রচণ্ডরকম অস্থির এক জেনারেশন।

এরা অপরিচিত সিনিয়রদের সালাম দেবে না। পাশ কাটিয়ে হনহন করে চলে যাবে। অথবা গা ঘেষে পা পাড়া দিয়ে চলে যাবে। সরি বলার টেণ্ডেন্সি এদের মধ্যে নাই। এরা অনর্থক তর্ক জুড়ে দেবে। না পাবেন বিনয়ী ভঙ্গি, না পাবেন কৃতজ্ঞতাবোধ। এদের উদ্ধত আচরণ, সদম্ভ চলাফেরায় আপনি ভয়ে কুকড়ে যাবেন। সংযত হওয়ার উপদেশ দিতে চাইলেই বিপদ, নাজেহাল হওয়ার সম্ভাবনা অধিক।

আপনি পাব্লিক বাসে চড়ছেন, দেখবেন খালি সীটটায় জায়গা পেতে সবচেয়ে জুনিয়র ছেলেটা বেশি প্রতিযোগিতা করবে। আপনাকে ধাক্কাটাক্কা দিয়ে সটান বসে পড়বে। তার বয়সের দ্বিগুন এই আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া তেমন কিছু করার থাকে না।

বলছিলাম এই জেনারেশনের কথা। সবচেয়ে ভয়াবহ ফিতনার কথা যে মজলিসে এই জেনারেশন দাঁড়িয়ে থাকার কথা, সেই মজলিসে তারা নিজের জন্য চেয়ার খোঁজ করে। যেখানে চুপ থাকার কথা, সেখানে জ্ঞান দিতে চেষ্টা করে।

সারা রাত ধরে অনলাইনে থাকে, সারা সকাল ঘুমায়। এরা সূর্যোদয় দেখে না, সূর্যাস্ত দেখে না। সূর্যোদয়ে বিছানায় থাকে, সূর্যাস্তে মোবাইলে থাকে।

এরা ফার্স্টফুডে আসক্ত।
এরা আউটডোর খেলা অপছন্দ করে। এরা ইনডোরে স্বস্তি পায়। নিদৃষ্ট করে বললে মূলত অনলাইন গেম তাদের ফার্স্ট প্রায়োরিটি।

এরা ইতিহাস পড়ে না। সাহিত্য বুঝে না। এরা নজরুল চিনে না, রবীন্দ্রনাথ চিনে না, ফররুখ চিনে না। সাদী, রুমি, হাফিজ ত বহু অচেনা প্রসঙ্গ। এরা বই বুঝে না, বই পড়ে না, বই কিনে না৷

এরা নন-স্কিলড। এরা হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, গাছে চড়তে জানে না, সাতার কাটতে পারে না। সাগর পাড়ি দেওয়ার সেই দু:সাহসিকতা নাই, পাহাড় কেটে পথ তৈরি করার সেই অদম্য মনোবল নাই। এদের উচ্ছ্বাস নাই। আবেগ নাই। সৎ সাহস নাই। এদের একটাই স্কিল- স্মার্ট ফোন দ্রুত স্ক্রল করতে পারা৷

এদের না আছে মূল্যবোধ, না আছে শ্রদ্ধাবোধ, না আছে শৃঙ্খলাবোধ।
কখন চলতে হবে, কখন থামতে হবে, কখন বলতে হবে, কখন শুনতে হবে এরা জানে না। এরা কি যে জানেনা সেইটাও জানেনা।তবে, সবাই এক নয়। কিছু আলাদা আছে। তবে, বেশিরভাগই এরকম। এটা আমাদেরই ব্যর্থতা নয় কী?

পোস্ট টা ভালো লাগলে শেয়ার করবেন।
ধন্যবাদ..।
Copy past

৪০ বছরের লম্বা সংসার, অগণিত ত্যাগ আর সংগ্রামের গল্প নিয়ে দাঁড়িয়ে আছেন নেত্রকোনা জেলার পূর্বধলার জারিয়া ইউনিয়নের জারিয়া গ...
04/09/2025

৪০ বছরের লম্বা সংসার, অগণিত ত্যাগ আর সংগ্রামের গল্প নিয়ে দাঁড়িয়ে আছেন নেত্রকোনা জেলার পূর্বধলার জারিয়া ইউনিয়নের জারিয়া গ্রামের বৃদ্ধ মুসলিম উদ্দিন খান। জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তিনি কাটিয়েছেন সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের স্বপ্ন, নিজের চাওয়া—সবকিছু বিসর্জন দিয়ে শুধু পরিবারটাকেই আগলে রেখেছিলেন। স্ত্রীকে ভালোবেসে ১৯৮৫ সালে বিয়ে করেছিলেন তিনি। চার সন্তান—তিন ছেলে, এক মেয়ে। এই সন্তানদের জন্যই ছিল তার বেঁচে থাকা, তার লড়াই।

কিন্তু জীবনের শেষ বয়সে এসে যে মানুষটি সব দিয়েছে, তার প্রাপ্য ঠাঁইটুকুও রইল না। বন্যায় ভেসে যাওয়া এলাকায় জমি কিনেছিলেন তিনি—নিজের স্বপ্নের ঘর গড়ার জন্য, আর সেটা কিনেছিলেন স্ত্রীর শশুরবাড়ির এলাকায়। কারণ ভেবেছিলেন—পরিবারের ভালো চাই, স্ত্রী-সন্তানদের নিরাপদ চাই। নিজের নামে না করে স্ত্রীর নামে জমি করে দিয়েছিলেন, ভেবেছিলেন—এটাই ভালোবাসার নিদর্শন, এটাই বিশ্বাসের চিহ্ন।

কিন্তু, সেই বিশ্বাসই হলো তার সর্বনাশের কারণ। চাকরি থেকে অবসর নেওয়ার পর যখন নিজের নামে জমিটি করতে গেলেন, তখন জানতে পারলেন—স্ত্রীর ভাইয়েরা সেই জমি আগে থেকেই বন্ধক দিয়ে দিয়েছে। বিশ্বাসঘাতকতার আঘাতে স্তব্ধ হয়ে গেলেন মুসলিম উদ্দিন। যখন স্ত্রীকে বললেন—"তুমি আমার পাশে দাঁড়াও," তখনই তিনি শুনলেন হৃদয়বিদারক উত্তর—
“আমি আর স্বামীর বাড়ি আসব না।”

৪০ বছরের ভালোবাসা, ত্যাগ আর আস্থার বিনিময়ে আজ বৃদ্ধ মুসলিম উদ্দিন পেলেন শুধু প্রতারণা আর পরিত্যাগ। সন্তানদের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের শেষ বয়সের ভরসা হারালেন তিনি। এখন তিনি একা, অসহায়। ভালোবাসা যার কাছে দিয়েছিলেন, সেই ভালোবাসার মানুষই আজ দূরে সরে গেছে।

আইনের দ্বারস্থ হয়েছেন মুসলিম উদ্দিন খান। হয়তো আদালত তাকে ন্যায় দেবে, কিন্তু যে হৃদয়ের ভেতর রক্তক্ষরণ শুরু হয়েছে, সেই ক্ষত কে ভরাট করবে?

জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মুসলিম উদ্দিনের চোখে শুধু প্রশ্ন—
"আমি কী ভুল করেছিলাম, যে ভালোবাসার বিনিময়ে প্রতারণা পেলাম?"

কালেক্টেড

02/09/2025

মৃ*ত্যু কার কখন আসে কেউ জানে না 😥😥

মিম আই লাভ ইউ 🤣🤣🤣 mention করুন আপনার বন্ধুকে
02/09/2025

মিম আই লাভ ইউ 🤣🤣🤣 mention করুন আপনার বন্ধুকে

এটাই প্রবাস 😥😥
31/08/2025

এটাই প্রবাস 😥😥

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭সিলেট জেলার, গোয়াইনঘাট থানার, হাতিরপাড়া গ্রামের নিবাসী জনাব ইসরাইল মৌলভীর ছোট ছ...
28/08/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭
সিলেট জেলার, গোয়াইনঘাট থানার, হাতিরপাড়া গ্রামের নিবাসী জনাব ইসরাইল মৌলভীর ছোট ছেলে বন্ধু শাহিন আহমেদ ওমান প্রবাসী, দীর্ঘ কয়েকদিন ধরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলো।
গতকাল হঠাৎ খবর পাওয়া গেছে যে তিনি ইন্তেকাল করেছেন।
তিনি ওমানের মাসকাট শহরে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

🙏ওমান প্রবাসী যারা আছেন, সবার কাছে আমি অনুরোধ করছি, এই ব্যাক্তির কোনো সন্ধান পেয়ে থাকলে যোগাযোগ করবেন।

👍যদি কারো সাথে তার পরিচয় থাকে বা কোনো তথ্য জানা থাকে, দয়া করে জানাবেন।

👍এই পোস্ট টি সবাই শেয়ার করে দিবেন যাতে উনার পরিবারের লোকজন উনাকে খুজে পেতে পারে।

👍 পরিবার তার মরদেহ দেশে আনার জন্য আন্তরিকভাবে সহযোগিতা কামনা করছে।

Address

Juri, Moulvibazar, Sylhet

3251

Alerts

Be the first to know and let us send you an email when Its Nurul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share