Fast Fashion

Fast Fashion অথেনটিক পণ্যের একটি বিশ্বস্ত নাম।

17/08/2025

বেলকুচি ও শাহজাদপুরের ভালোমানের লুংগি পাইকারি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

16/08/2025

সিরাজগঞ্জের লুঙ্গী পাইকারী দামে কিনুন?

16/08/2025

ভালোমানের লুংগি পাইকারি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন।

ভালো মানের  গামছা পেতে আমাদের পেজ ফলো করুন।
14/08/2025

ভালো মানের গামছা পেতে আমাদের পেজ ফলো করুন।

13/08/2025

কেউ ভালো মানের গামছা ও লুংগি পাইকারি দিতে পারবেন?

26/04/2025

সবাই কেমন আছেন?

আমার ইউটিউব চ্যানেলে Subscribe করে পাশে থাকুন।
05/11/2024

আমার ইউটিউব চ্যানেলে Subscribe করে পাশে থাকুন।

Share your videos with friends, family, and the world

28/10/2024

৮৮ বছর বয়সের চার্লি চ্যাপলিন- আমাদের জন্য চারটি গুরুত্বপূর্ণ কথা রেখে গেছেন।

১) জগতে কোনো কিছুই চিরস্থায়ী না। এমনকি আমাদের সমস্যাও না।
২) আমি বৃষ্টিতে হাঁটি যেন কেউ আমার অশ্রু দেখতে না পায়।
৩) যেদিন হাসলাম না সে দিনটি নষ্ট করলাম। দেহের য"ন্ত্র'ণা থেকে তাই মুখের ঠোঁটকে সবসময় আলাদা রাখি।
৪) জগতে সবচেয়ে ভালো ছয় জন ডাক্তার হলোঃ
সূর্য,
বিশ্রাম,
শরীর চর্চা,
পরিমিত খাবার,
আত্ম মর্যাদা এবং
বিশ্বস্ত বন্ধু।

এই ছয় ডাক্তারের সাথে সুসম্পর্ক যার, সুন্দর শরীর আর দেহ মন তার।তুমি যদি চাঁদের সৌন্দর্য্য দেখো, তবে স্রষ্টার সৌন্দর্য্য কিছুটা হলেও অনুভব করতে পারবে।যদি তুমি সূর্য দেখো, তবে মহাপরাক্রমশালী বিধাতার ক্ষমতার নিদর্শন একটু হলেও বুঝতে পারবে।
আর তুমি যদি আয়নায় নিজের চেহারার প্রতিফলন দেখো, তবে ঈশ্বরের সবচেয়ে সুন্দর সৃষ্টি তুমি দেখতে পাবে।

আমরা সবাই যার যার গন্তব্যের পথে অভিযাত্রী। স্রষ্টা এই যাত্রাপথের মহাপরিকল্পনাকারী। কারো যাত্রা শুরু হচ্ছে, কারো যাত্রা শেষ হয়ে যাচ্ছে। মহাকালের হিসাবে এই যাত্রাপথ খুবই ক্ষণস্থায়ী ভাই। আজ আছি কাল নাই। ঘৃ^না য় সময় নষ্ট না করে তাই, এই যাত্রাপথটুকু ভালোবাসা দিয়েই উপভোগ কর #সংগৃহীত

27/10/2024

সফলতার ১৬ সূত্রঃ
১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, প্রচেষ্টার ফলাফল। কোন আকষ্মিক ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।
নিয়তই নিয়তি পাল্টে দিতে পারে।
১৬. স্বপ্নপুরণে শুধু আবেগ নয় বেগ দরকার। সাথে বিনয়ী মনোভাব, শেখার তাড়না ও প্রেরণা........

Follow page 👉 My page ✅

O' MAYLN HAIR VITAMIN - A,C,E (40 PIECES)Made in Chinaঅফার মূল্য ৭৫০/- টাকাভিটামিন সমৃদ্ধ - বাক্সের ক্যাপসুলগুলি কার্যকর...
27/10/2024

O' MAYLN HAIR VITAMIN - A,C,E (40 PIECES)
Made in China

অফার মূল্য ৭৫০/- টাকা

ভিটামিন সমৃদ্ধ - বাক্সের ক্যাপসুলগুলি কার্যকরভাবে চুলের ফলিকাগুলি গভীরভাবে অবস্থা, মেরামত ও জোরদার করতে সহায়তা করে। চুল একটি দুর্দান্ত চকমক সঙ্গে নরম এবং সিল্কি বোধ বাম।
নম্র এবং কার্যকর - চুলের বৃদ্ধির এই একমাত্র ভিটামিন চুলকে নরম ও মসৃণ করে, পুষ্টিতে লক করে এবং চুলকে স্বাস্থ্যকর, ক্ষতি-মুক্ত করে তোলে
সমস্ত চুলের ধরণের জন্য - সাধারণ, পাতলা, বর্ণচিকিত্সা, কোঁকড়ানো এবং / বা জাতিগত চুলের জন্য উপযুক্ত। পুরুষ এবং মহিলা ব্যবহার করতে পারেন।
চুলের সফটেন এসেন্সেন্স - আপনার চুলকে খুব নরম জমিন দেওয়ার জন্য ক্যাপসুল ভিটামিন ই সমৃদ্ধ, চুল এবং মাথার ত্বকে সম্পূর্ণ পুষ্টি দেয়।

ব্যবহারের নিয়মঃ
প্রতিদিন গোছল করার ২ থেকে ৩ ঘন্টা আগে দিবেন ক্যাপসুলটা ভালো ভাবে মেসেজ করে।
তার পর শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে।
এই ক্যাপসুলটা আপনি রাত এ ঘুমের আগে ব্যবহার করে ঘুম পড়তে পারেন।
তার পর পরেরদিন গোছল করে নিবেন শ্যাম্পু দিয়ে।

Address

Sirajganj

Telephone

+8801789047199

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fast Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fast Fashion:

Share