12/10/2024
সম্মানিত সদস্যবৃন্দ
লিয়াজোঁ কমিটি
আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত
আসসালামু আলাইকুম।
সকলের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক, আশা রাখি মওলায়ে কারীমের অশেষ ফজল ও করমে আপনারা সুস্থ ও নিরাপদ আছেন।
পর আরজ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিদ্যমান তিন সংগঠনের মধ্যকার মতভেদ, মতানৈক্য মিটিয়ে একীভূত করার লক্ষ্যে গঠিত লিয়াজোঁ কমিটি ইতোধ্যে কিছু কাজ করার উদ্যোগ নিয়েছে। যা অপামর সুন্নি জনতার মাঝে আশার সঞ্চার করলেও দুইমাস অতিবাহিত হতে চলা কমিটির কাছ থেকে কার্যত: কোন পদক্ষেপ না পাওয়ায় তা হতাশায় রূপ নিচ্ছে। আপনাদের কাজ ত্বরান্বিত হোক, কার্যকর হোক, ফলপ্রসু হোক- এই কামনায় আপনাদের খেদমতে আমার সবিনয়ে নিবেদন:
লিয়াজোঁ কমিটি সমীপে কিছু প্রস্তাবনা:
০১. দ্রুত, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের স্বার্থে লিয়াজোঁ কমিটির সকল সদস্য নিজ নিজ কমিটি হতে পদত্যাগ করা।
০২. অনতিবিলম্বে আহলে সুন্নাত ওয়াল জামাআতের তিন সংগঠনের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা।
০৩. বিদ্যমান তিন সংগঠনের কমিটিতে যারা সুদীর্ঘ সময় যাবত মূল পদে দায়িত্ব পালন করে আসছেন এবং যারা রাজনৈতিক দলের মূল পদে দায়িত্ব পালন করছেন- তাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কমিটি হতে অব্যহতি দেওয়া।
০৪. বিদ্যমান ও পূর্বের কমিটির অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা সম্পন্নদের মধ্য হতে একটি উপদেষ্টা কমিটি গঠন করা।
০৫. সাংগঠনিক দক্ষতা ও আধুনিক মনন-চিন্তা সম্পন্ন, ক্লিন ইমেজ তথা বিতর্কিত নন ব্যক্তিদের সমন্বয়ে, সর্বমহলে গ্রহণযোগ্য, সকল তরিকা ও মসলকের প্রতিনিধিত্ব হয়, এমন একটি নতুন কমিটি গঠন করা।
০৬. আহলে সুন্নাত ওয়াল জামাআত সংগঠনের কেন্দ্রীয় অফিস হবে রাজধানীতে এবং কেন্দ্রীয় সকল কর্মসূচি রাজধানী কেন্দ্রিক হবে। আঞ্চলিক কর্মসূচি কেন্দ্রীয় কমিটির সমর্থনে আঞ্চলিক কমিটির মাধ্যমে ঘোষণা ও পালিত হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাতে শরীক থাকবেন।
০৭. নতুন কমিটিতে সকল তরিকা ও মসলকের এবং দেশের প্রতিটি বিভাগের প্রতিনিধিত্ব থাকতে হবে।
০৮. আহলে সুন্নাত ওয়াল জামাআত সংগঠন সম্পূর্ণভাবে অরাজনৈতিক তথা রাজনৈতিক প্রভাবমুক্ত থাকবে।
০৯. আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শে বিশ্বাসী সকলের ভরসা, আস্থা ও নির্ভরতার দিকে লক্ষ্য রেখে যুগোপযোগী, পরিকল্পিত ও গঠনতান্ত্রিক কর্মসূচি প্রণয় এবং বাস্তবায়ন করতে হবে।
১০. সংগঠনে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মূল বৈশিষ্ট্য ও মতাদর্শের সকল দরবার/খানকার সদস্যপদ নিশ্চিত করতে হবে।
১১. যে বা যারা পক্ষ বিপক্ষ ফতওয়া আরোপকৃত করণে বিভক্ত, সমাধান না হওয়া পর্যন্ত তাদের উভয় পক্ষকে বাদ রেখেই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলবে। ফতওয়া সংক্রান্ত সমাধান হলে তাদের সংগঠনে সম্পৃক্তকরণের সিদ্ধান্ত নেওয়া হবে।
১২. আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শে বিশ্বাসী সকল আলেম ওলামাগণ, ওয়ায়েজিন সংগঠনের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবেন। সংগঠনের সকল সিদ্ধান্ত তারা মেনে চলতে বাধ্য থাকবেন।
১৩. দেশের সকল দরবার খানকার নিজস্ব অজিফা ও বৈশিষ্ট্য ছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদাগত ও শরীয়তের আমলের ক্ষেত্রে ভিন্নতা পেলে সাংগঠনিক উদ্যোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১৪. আহলে সুন্নাত ওয়াল জামাআতের একটি ফতওয়া বোর্ড থাকবে, যা সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে। উক্ত বোর্ডের সিদ্ধান্ত ছাড়া অনলাইন ও অফলাইনে কেউ কারো বিরুদ্ধ কোনো বক্তব্য, সমালোচনা, ফতওয়াবাজী করতে পারবেন না। তবে, কারো সম্পর্কে কোন অভিযোগ, মতামত থাকলে তা প্রমাণসহ ফতওয়া বোর্ডকে লিখিতভাবে জানাবেন।
১৫. প্রবীণ বা তরুণ কোন আলেম আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় ফতওয়া বোর্ডের অনুমোদন ব্যতিত ওয়াজ মাহফিলের আলোচক হতে পারবেন না।
১৬. সুন্নিয়তের খেদমত আঞ্জাম দেওয়ার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন, দেশ-জাতির স্বার্থে মানবিক, সামাজিক সংস্কার ও সেবামূলক কাজে আহলে সুন্নাত ওয়াল জামাআতের অংশগ্রহণ থাকতে হবে।
১৭. সর্বোপরি সুন্নিয়তের মূলধারা তথা প্রকৃত তাসাউফ চর্চা প্রতিষ্ঠায় কাজ করবে আহলে সুন্নাত ওয়াল জামাআত।
Copy মুহাম্মদ শফিক আল মুজাদ্দেদী
ঢাকা; ১২.১০.২০২৪