08/09/2025
আমার কাছে পারফেক্ট বা ফিট এর সঙ্গা হলো নিজের ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখার দক্ষতা,প্রিয় মানুষদের রান্না করে খাওয়ানো তাদের যত্ন নিতে পারার দক্ষতা,যেকোন কাজ সুন্দর করে করতে পারা,হাসিখুশি থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুস্থ থাকা।আমি পারফেক্ট কোনো বডি ম্যাজারমেন্টকে ফিটনেস বলে ভাবি না।যেকোনো পরিস্থিতিতে দায়িত্ববোধ থাকাটাও একরকম ফিটনেসেরই অংশ কিন্তু আমাদের আশেপাশের সবার কাছে ফিটনেস বলতে সুন্দর সেইপের বডি ম্যাজারমেন্ট,সুন্দর কেশ,উচ্চ শিক্ষিত,বড়লোক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আরও অনেক কিছু.......এখন আমি যদি নিজের শরীরটাকে শুধু ফিট রাখার মিশনে নেমে যাই অথবা সৌন্দর্য ঠিক রাখার জন্য নিজেকে তৈরি করি তাহলে কাজ কে করবে?এই যে ঘর ঝা চকচক করে সেটা তো আর থাকবে না,রান্না হবে না,কাপড় কাচা হবে না আসলে কোনো কাজই হবে না....নখ সুন্দর রাখতে চাইলে সবই বাদ দিতে হবে...কেশ সুন্দর রাখতে গরমে চুলার পারে সিদ্ধ হওয়া যাবে না,ঘন্টার পর ঘন্টা ঘর পরিষ্কার না করে নিজের গলার ময়লা পরিষ্কার করি তাহলে না খেয়ে আমার ফিটনেস দেখে জীবন পার করতে হবে অথবা কাজের লোক রাখতে হবে যেটাও সম্ভব না।
মানুষের বৌ এর ফিটনেস এর তারিফ করার সময় ভাবা উচিত যে ঠিক কতটুকু যত্নে সে থাকলে ফিটনেসের, কেশের চর্চা করতে পারে...তাকে সেই সুযোগ দেয়া হয়েছে,কার বৌ কত বিসিএস পর্যন্ত দিতে পারবে সেই খোঁজ না নিয়ে নিজের ঘরেরটার খোঁজ নেওয়া তো বেশি জরুরি.....এমন না হয় মরলে পরে বৌ এর দূর্দশা দেখে কুকুর শিয়ালও কাদে....!অবশ্য তাতেই কি আসে যায়,যেসব লোক ঘরে বৌ রেখে আরেকজনের বৌ এর খবর রাখে তাদের আর ঘর-সংসার😂