
30/07/2025
📚 "স্যার/হুজুর, আরেকবার বুঝিয়ে বলবেন?" — এই প্রশ্নটা মনে আছে?"
স্কুল-কলেজ/মাদ্রাসায় আমরা সবাই এমন কাউকে চেয়েছি, যিনি ধৈর্য ধরে আমাদের বুঝিয়ে বলেন, আবারও বলেন, যতক্ষণ না পুরোপুরি মাথায় ঢুকে যাচ্ছে।
আর এখন... ChatGPT-তে এসেছে ঠিক তেমনই এক স্যার — "Study Mode"! 🎓✨
অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলাম। ভাবছিলাম – AI যদি গল্প বলতে পারে, ছবি আঁকতে পারে, গান লিখতে পারে… তবে আমাকে শেখাতে পারবে না কেন?
✅ অবশেষে সেটা সম্ভব হচ্ছে। এখন আপনি শুধু প্রশ্ন করে উত্তর পাবেন না —
বরং আপনি শিখবেন ধাপে ধাপে, নিজে চেষ্টা করে, ভুল করলে সেটা ঠিক করে, একদম একজন প্রাইভেট টিউটরের মতো সাহায্যে।
Study Mode কি পারে?
🔹 কোন কিছু বুঝতে চাইলে আপনাকে প্রশ্ন করে ধাপে ধাপে গাইড করবে
🔹 আপনার জানা–না–জানা ট্র্যাক করে, শেখার প্যাটার্ন বুঝে
🔹 আপনার শেখার গতি অনুযায়ী কনটেন্ট সাজাবে
🔹 এমনকি কুইজ, ফ্ল্যাশকার্ড দিয়েও প্র্যাকটিস করাবে!
👩💻 ছাত্র না হয়েও আমি এখন আবার শিখছি।
AI আর আমি — একসাথে!
👉 লিঙ্ক: https://chatgpt.com/?hints=study
📌 আপনি কি এমন কিছু কখনো মিস করেছেন — যে কেউ পাশে বসে আপনাকে বুঝিয়ে দিচ্ছে?
Study Mode এবার সেই অভাব পূরণ করবেই!
কমেন্টে জানান, আপনি কোন বিষয়টা এই নতুন Study Mode দিয়ে প্রথমে শিখবেন? 🎯
আর বন্ধুদের ট্যাগ করুন যারা জানলে আজই এটা ট্রাই করবে! ❤️
িক্ষক #শেখা_হোক_মজার