Track and find

  • Home
  • Track and find

Track and find হারিয়ে যাওয়া ফোন? কোনো প্রিয়জনকে খুঁজে পাচ্ছেন না? ট্র্যাক অ্যান্ড ফাইন্ড-এ সব সমস্যার টেক-সমাধান।

বিষয়: জরুরি প্রয়োজনে মানুষের পাশে আমরা আছি, "Track and Find"পোস্টের মূল লেখা:যখন আপনার প্রিয়জন হারিয়ে যায়, প্রতিটি ...
12/09/2025

বিষয়: জরুরি প্রয়োজনে মানুষের পাশে আমরা আছি, "Track and Find"
পোস্টের মূল লেখা:
যখন আপনার প্রিয়জন হারিয়ে যায়, প্রতিটি মুহূর্ত তখন মূল্যবান। এমন কঠিন সময়ে আমরা আপনার পাশে আছি। সম্প্রতি এক অসহায় বাবা আমাদের সাথে যোগাযোগ করেন, যার মেয়ে নিখোঁজ ছিল। তিনি থানায় জিডি করার পর আমাদের কাছে এসেছিলেন। আমরা তাদের কেসটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি এবং আমাদের "Track and Find" সার্ভিসের মাধ্যমে তাদের মেয়েকে খুঁজে পেতে সহায়তা করি।
আমাদের সার্ভিসটি শুধু প্রযুক্তি নির্ভর নয়, এটি মানুষের প্রয়োজনে মানবিক সহায়তার একটি প্ল্যাটফর্ম।
আমাদের সেবাগুলোর মধ্যে রয়েছে:
জরুরি পরিস্থিতিতে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার সহায়তা।
আইন প্রয়োগকারী সংস্থার সহায়তায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান।
নিরাপত্তার জন্য ব্যক্তিগত ও মূল্যবান জিনিস ট্র্যাক করা।
আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, প্রতিটি পদক্ষেপ আইনি প্রক্রিয়া মেনে এবং সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে করা হয়।
যদি আপনার এমন কোনো জরুরি সহায়তার প্রয়োজন হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

12/09/2025

তোমাদের ভালোবাসায় Find and Track আবার জেগে উঠেছে! পুরনো দিনগুলোর মতো, আমরা আবার তোমাদের পাশে থাকতে চাই। ২০২১ সালের পর, আমরা আবার ফিরে এসেছি নতুন উদ্যমে। তোমাদের জন্য অনেক নতুন চমক আর আপডেট অপেক্ষা করছে। আমাদের সাথেই থেকো

27/08/2025

*🟢 3 মাসের SMS লিস্ট সার্ভিস চালু ✅*

*🕒 ডেলিভারি সময়:* সর্বোচ্চ ২৪ ঘণ্টা
📌 আগে আসলে আগে পাবেন।

📑 সার্ভিস ডিটেইলস:

* সর্বোচ্চ ১ মাসের SMS রিপোর্ট পাওয়া যাবে।

* অপারেটর: জিপি, রবি-এয়ারটেল, বাংলালিংক (📵 টেলিটক বাদ)।

*⚠️ জরুরি নির্দেশনা:*
1️⃣ যদি নম্বরটি গত ৩০ দিন ধরে বন্ধ থাকে, তবে কোনো রিপোর্ট পাওয়া যাবে না।
2️⃣ অপারেটর পরিবর্তন হয়ে থাকলে তা না জানালে রিপোর্ট প্রাপ্তি সম্ভব নাও হতে পারে।
3️⃣ যেসব তথ্য ডাটায় পাওয়া যাবে, সেটিই চূড়ান্ত হিসেবে গ্রহণ করতে হবে।

23/11/2023

Walton s8mini LCD light done. Morning work. Alhamdulillah.

Send a message to learn more

10/11/2023

Samsung a127f LCD light done. Alhamdulillah.

Send a message to learn more

12/09/2023

সকল ব্যস্ততার মাঝে একটু স্বস্তির খোঁজে। আল্লাহ আপনি সবাইকে টেনশন মুক্ত রাখুন এবং আপনার রহমতের চাদর দিয়ে সব সময় আঁকড়ে রাখুন।

Send a message to learn more

31/08/2023

ক্রাস যখন ভিডিও করে ।😅





















BM এর বড় আপুই বেস্ট 😘
31/08/2023

BM এর বড় আপুই বেস্ট 😘

30/08/2023

-কথায় আছে না, যত্ন কইরা মাথায় রাখলে ছাইড়া চইলা যায়!

-বাস্তব উদাহরণ হলো 'আমার চুল' 🙂

😪
30/08/2023

😪

Confession Number :01~~~~~~~~~~~~~~From : ফ্রেন্ডলিস্টে থাকা কেউ একজন🙂To : sumaia islam anika 😊"তোমাকে কতটা ভালোবাসি ঠিক...
29/08/2023

Confession Number :01
~~~~~~~~~~~~~~
From : ফ্রেন্ডলিস্টে থাকা কেউ একজন🙂

To : sumaia islam anika 😊

"তোমাকে কতটা ভালোবাসি ঠিক জানিনা। তোমার প্রতি ভালোবাসা কোনো সাধারণ সমীকরণ জোট নয়, যে সরল করে তা নির্ণয় করবো। তোমার ভালোবাসা কোনো জ্যামিতিক সম্পাদ্য কিংবা উপপাদ্য নয় যে পেন্সিল দিয়ে এঁকে দেখাবো। তুমি জানো তুমি কতটা কিউট দেখতে। চন্ডিদাস আর রজকীনিকে চেনো নিশ্চয়? বারো বছর যাবৎ চন্ডিদাস রজকীনির জন্য অপেক্ষা করেছিল। আমিও ঠিক এমন বিশুদ্ধ প্রেম খুঁজি। তোমাকে ঠিক এই বিশুদ্ধ ভালোবাসা দিতে চাই। প্রেমের পূঁথি লিখতে আসিনি। কে তার প্রিয় মানুষকে কিভাবে মনের কথা জানায়, সেটা আমার জানা নেই।

জানার প্রয়োজনবোধ করিনা। আমি রবীন্দ্রনাথের কাব্য পড়ে প্রেম শিখিনি যে কাব্যিক করে ভালোবাসি জানাবো। আমি নজরুলের মত করে বলতে পারবো না, তুমি সুন্দর। তাই চেয়ে থাকি, প্রিয় বলে ভালোবাসি জানাবো। আমি প্রেমের মানুষ নই। আমি রাগী, আমি অভিমানি। তারপরও তোমাকে ভালোবাসি। অন্যদের মত নয়। নিজের মতই ভালোবাসি। তুমি একটু বিশুদ্ধ প্রেম দিও। আমি আজন্ম সেই প্রেম নিয়ে তোমার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকবো।

29/08/2023

হাতুড়ে ডাক্তার ও মুড়িওয়ালার মেয়ের ভাইরাল ডান্স ভিডিও 😸😺

(গোপন সূত্রে জানা গেছে তারা মাদ্রাসা ছাত্রী)🤷

(মিম)
ঝালকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ড এর বাসিন্দা ভুয়া ডাক্তার ( সালাম )
কে এই সালাম ডাক্তার? এসএসসি পরীক্ষায় ফেল করার পরে তার বাবা তাকে বাসা থেকে বের করে দেয় পরবর্তীতে ঝালকাঠি পৌরসভার ৭নং এর একটি বাসায় বিনা ভাড়ায় আস্রয় গ্রহন করে এখন সে প্রায় ২-৩কোটি টাকার মালিক ।
এসএসসি ফেল সালাম এখন কি করে ডাক্তার সালাম হলো । আমাদের জানা মতে সে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ।তাহলে কি এই টাকার উত্স জামায়াত ।

সালাম ডাক্তার এর মেয়ে জিন্নাতুন নেছা মহিলা মাদ্রাসার ছাত্রী ( ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা ) সে তার বাবার অবৌধ টাকায় নিজ উল্লাস করে এবং ছেলে ভাড়া করে রুমে নিয়ে জায় । কথায় আছে না পাপ বাপকেও ছাড়ে না ।লকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ড এর বাসিন্দা ভুয়া ডাক্তার ( সালাম )
কে এই সালাম ডাক্তার? এসএসসি পরীক্ষায় ফেল করার পরে তার বাবা তাকে বাসা থেকে বের করে দেয় পরবর্তীতে ঝালকাঠি পৌরসভার ৭নং এর একটি বাসায় বিনা ভাড়ায় আস্রয় গ্রহন করে এখন সে প্রায় ২-৩কোটি টাকার মালিক ।
এসএসসি ফেল সালাম এখন কি করে ডাক্তার সালাম হলো । আমাদের জানা মতে সে জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ।তাহলে কি এই টাকার উত্স জামায়াত ।

সালাম ডাক্তার এর মেয়ে জিন্নাতুন নেছা মহিলা মাদ্রাসার ছাত্রী ( ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা ) সে তার বাবার অবৌধ টাকায় নিজ উল্লাস করে এবং ছেলে ভাড়া করে রুমে নিয়ে জায় । কথায় আছে না পাপ বাপকেও ছাড়ে না!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Track and find posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share