Md Abul Hashem

  • Home
  • Md Abul Hashem

Md Abul Hashem ✅ নামাজ ছেড়ে দিও না, বন্ধু 🤲

09/08/2025

হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত
হিসাবে একবার শুকরিয়া আদায়
করি!
Alhamdulillah ♥️

25/07/2025

পবিত্র জুম্মার নামাজের শুভেচ্ছা 🌺

24/07/2025

আল্লাহ যাকে সম্মান দেয়
তার সম্মান
কেউ কমাতে পারে না

24/07/2025

পুরুষ মানুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা 💰
আর বাকি অর্ধেক নারী 🫵

24/07/2025
24/07/2025

Thanks Allah for everything 🤲

একটি স্বাচ্ছন্দ্যময় ইফতার পার্টি ছিল ❤️ ২০২৫
24/07/2025

একটি স্বাচ্ছন্দ্যময় ইফতার পার্টি ছিল ❤️ ২০২৫

24/07/2025

লোভী আর স্বার্থপর মানুষ কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না।
তারা লাভ দেখলেই সম্পর্ক বদল করে।

24/07/2025

🫵ধীরে ধীরে তোমার সময় কমে যাচ্ছে..! ⏳
ফিরে এসো রবের দিকে.!🤲

23/10/2024

সুবহানাল্লাহ!
আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত!
অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি।

‘নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী’
[সূরা আনফাল : আয়াত : ৩০]

৫ই আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পাড়টায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝ...
06/09/2024

৫ই আগস্ট গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পাড়টায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে মুক্তির আনন্দ।

এর মধ্যে এক মধ্য বয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষণ্ণ হয়ে যায়।

একটা পর্যায়ে বলে - জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে ১০-১২ পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল। একদম গরম টাটকা খাবার।

তার ফ্রিজগুলো খুলে দেখেছিলাম। এত বড় বড় পাঙ্গাস মাছ আমি জীবনেও দেখিনি। একেকটা ১৫-২০ কেজি ওজনের নদীর পাঙ্গাস।

অন্তত ১০-১২টা আস্ত ইলিশ মাছ দেখেছি। একেকটা ১.৫ কেজির কম না।

একটা গরিব দেশে এই মহিলা রানির মত বসবাস করছিল। অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলত, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো।

আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না। সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো।

আমি কিচ্ছু ধরি নাই। খুব ঘৃনা লেগেছে এই খাবারগুলো দেখে।

তারপর চোখ মুছতে মুছতে বললো, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কস্ট দেখে আনন্দ পেতেন।

কথা সত্য। উনি আমাদেরকে ঘৃনা করতেন, অসম্ভব রকমের ঘৃনা করতেন।

তার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়া। তার রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে প্রতিশোধ। আর সে ছিল বাংলার জমিনে শ্রেষ্ঠ অভিনেত্রী।

28/08/2024

ব্যাংকিং ক্যারিয়ারের 8 বছরে দেখলাম "যত বিবাহিত মেয়ে একাউন্ট ওপেন করতে আসে বা ডিপিএস, সঞ্চয় পত্র কিনতে আসে ৯০% মেয়ে বা মহিলা তার স্বামীকে নমিনি দিতে চায় না, নমিনী দেয় তার মা বাবা অথবা ভাই বোনকে!
কিন্তু বিবাহিত পূরুষদের ৯৫% ই স্ত্রীকে নমিনি দিতে চায়।"
তার মধ্যে অনেক প্রায় ২০% আসে তার সম্পূর্ণ আয় স্ত্রীর নামে ব্যাংকে রাখে।
কিন্তু ২% স্ত্রী পাওয়া যাবে কিনা সন্দেহ যে নিজের ইনকাম স্বামীর নামে রাখা!

এটাই নারী ও পুরুষের মধ্যে পার্থক্য।

লেখকঃ একজন ব্যাংকার

©️আমি শুধু শেয়ার করলাম

Address


Telephone

+8801871784340

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Abul Hashem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Abul Hashem:

  • Want your business to be the top-listed Media Company?

Share