27/07/2025
টি-পি /টি-পি
বৃষ্টি ঝরা রাতে
আল্লাহর সান্নিধ্যে বসে,
লুটিয়ে রেখো চরণে।
হে প্রভু ক্ষমা করুন সকল অপরাধ।
""
তুমাতে হইবে আমার রাসুল আল্লাহর দরশন ""
আমি ধরি মুরশিদ তোমার দুই চরণ,।
কোরআনে তে গেল জানা, তুমি হও নূরেরী আয়না -- সেই আয়নাতে দেখবো,
আমি কোথায় -- আছেন নিরঞ্জন ।
আমি ধরি মুরশিদ তোমার দুই চরণ ।
(কাজী -নজরুল ইসলাম)