DHAKA IHT

DHAKA IHT আসসালামু আলাইকুম। ঢাকা আইএইচটি কোনো ছবি/ভিডিও পোস্ট করালে পেইজে মেসেজ দিবেন,ক্রেডিট সহ পোস্ট করা হবে।

Institute of health technology, Mohakhali Dhaka
(8)

08/09/2025

আসসালামুয়ালাইকুম
আই এইচ টি পরিক্ষার্থীদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন😊
যাদের বিগত সালের প্রশ্নের পি ডি এফ লাগবে তারা নক দিতে পারেন। ফ্রিতে দেওয়া হবে ইনশাআল্লাহ।
whatsapp:01722230936

Md Sazzad Hossen Sagor
Department :ICA
student of Dhaka IHT.

08/09/2025

আসসালামু আলাইকুম🌼🤍

দেশের বিভিন্ন জেলা থেকে যারা ঢাকা আই.এইচ. টি-তে পরীক্ষা দিতে আসবেন তাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে । যারা আগের দিন আসবেন তাদের জন্য হোস্টেলে থাকার সু-ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। তাছাড়াও পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন।

08/09/2025

‎IHT ভর্তি পরীক্ষা নিয়ে আপনাদের কমন প্রশ্নগুলোর উত্তর৷

‎📌ডিপ্লোমা ভর্তি পরীক্ষার তারিখ কবে?
‎ উত্তর: ১৯ই সেপ্টেম্বর, ২০২৫৷ রোজ শুক্রবার৷
‎সময়:সকাল ১০ টা থেকে।
‎পরিক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে কেন্দ্র উপস্থিত থাকতে হবে।

‎📌Iht & mats এর পরিক্ষায় কি ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে?
‎উত্তর: না৷ শুধুমাত্র প্রবেশপত্র আর কলম নিয়ে প্রবেশ করা যাবে৷
‎[ক্যালকুলেটর ব্যাবহার করতে হবে এরকম অঙ্ক আসে না]

‎⛔পরিক্ষার সময় ৬০ মিনিট -১০০ MCQ.

‎📌Dhaka IHT এর লোকেশন ঠিক কোন জায়গায়?
‎উত্তর: মহাখালী রেলগেইট/ জনস্বাস্থ্য গেইট থেকে প্রায় ৫০০মিটার সামনে (সাততলা রোড) ৷ জনসাস্থ্য গেইট এ IHT আসার রিকশা পাওয়া যাবে৷ ২০ টাকা নিবে।

‎📌এক্সাম সেন্টার পরিবর্তনের সুযোগ আছে কি??
‎উত্তর: না এক্সাম সেন্টার পরিবর্তনের সুযোগ নেই৷

‎যদি কারো বাসা দূরে থাকার কেউ নাই ঢাকায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
‎Fakhrul Kajol
‎Physiotherapy
‎Mbl No:01839198780(whatsapp)
‎এছাড়া কোনো তথ্য জানতে বা বুজতে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ করুন৷

08/09/2025

when she studied at Dhaka iht

06/09/2025

আসসালামু আলাইকুম

আগামী ১৯-০৯-২০২৫ইং, রোজ শুক্রবার যে সকল শিক্ষার্থী Dhaka IHT -তে পরীক্ষা দিবেন বা লক্ষ্য যাদের Dhaka IHT তাদের যে কোন প্রকার সাহায্যের জন্য আমরা Dhaka IHT এর সকল শিক্ষার্থী সর্বদা তাদের পাশে আছি এবং যারা দূর-দূরান্ত থেকে Dhaka IHT -তে পরীক্ষা দিতে আসবেন তাদের যদি থাকা নিয়ে কোন সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন.. আমরা আপনাদের Dhaka IHT এর হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিব ইন-শাহ্-আল্লাহ্

নাম:- দুর্লভ

অনুষদ:- রেডিথেরাপি, ঢাকা আই.এইচ.টি

মোবাইল নং:01817384744

06/09/2025

আসসালামু আলাইকুম

আগামী ১৯-০৯-২০২৫ইং, রোজ শুক্রবার যে সকল শিক্ষার্থী Dhaka IHT -তে পরীক্ষা দিবেন বা লক্ষ্য যাদের Dhaka IHT তাদের যে কোন প্রকার সাহায্যের জন্য আমরা Dhaka IHT এর সকল শিক্ষার্থী সর্বদা তাদের পাশে আছি এবং যারা দূর-দূরান্ত থেকে Dhaka IHT -তে পরীক্ষা দিতে আসবেন তাদের যদি থাকা নিয়ে কোন সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন.. আমরা আপনাদের Dhaka IHT এর হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিব ইন-শাহ্-আল্লাহ্

নাম:- জিম

অনুষদ:- রেডিওলজি, ঢাকা আই.এইচ.টি

মোবাইল নং: 01760743480

ক্যাম্পাসে এমন কিছু মানুষ থাকে, যারা কখনো সিনিয়রের মতো না, আবার শুধু জুনিয়রও না। ওরা আসলে "Brother from another Mom"এক...
05/09/2025

ক্যাম্পাসে এমন কিছু মানুষ থাকে, যারা কখনো সিনিয়রের মতো না, আবার শুধু জুনিয়রও না। ওরা আসলে "Brother from another Mom"একটা অদ্ভুত বন্ধন, যেখানে সিনিয়র-জুনিয়রের পার্থক্য টের পাওয়া যায় না।
হুটহাট রাতে গল্প জমে ওঠা, লাইফের কষ্ট-সুখ শেয়ার করা, হোস্টেলের বারান্দায় বসে এক কাপ চা হাতে ঘন্টার পর ঘন্টা আড্ডা… এগুলোই আসল সুখ। কখনো মন খারাপ হয়ে আসলেও, পাশে থাকা মানুষগুলোই আবার হাসি ফিরিয়ে দেয়।
সিনিয়ররা শুধু গাইডই করে না, অনেক সময় ভাইয়ের মতো আগলে রাখে। আবার জুনিয়ররাও শুধু ছোট ভাই-নয়, বরং মন খুলে বলা যায় এমন সঙ্গী হয়ে ওঠে। 💙
এই কয়েকটা মানুষই ক্যাম্পাস আর হোস্টেল লাইফকে করে তোলে রঙিন, করে তোলে স্মৃতিময়। 🌸
তাদের জন্যই আমরা হাফ ছেড়ে বাঁচতে শিখি, বুঝি—পরিবার শুধু রক্তের সম্পর্কেই হয় না, মনের টানেও গড়ে ওঠে। ♥

কপি

01/09/2025

Dhaka iht Sharif Mohammed hall

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT ) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (Mats)- এ শিক্ষার্থীদের  ভর্তি নীতিমালা- ২০২৫✅ এ...
12/08/2025

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT ) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (Mats)- এ শিক্ষার্থীদের ভর্তি নীতিমালা- ২০২৫

✅ এসএসসি পাশ করতে হবে অবশ্যই বিজ্ঞান বিভাগ।
✅ বায়োলজি থাকতে হবে।
✅ নূন্যতম জিপিএ = ৩.০০
✅ পাশ মার্ক = ৪০
✅পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ২০২১-২০২৫ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা।
✅ পাশ না করিলে কোনো সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার যোগ্যতা রাখবে না।

💥 IHT সংক্ষিপ্ত পরিচিতি :-
↗️ IHT এর পূর্ণরূপ- Institute of Health Technology
📌 Medical Technologist -MT
📌কোর্সের মেয়াদ -৪ বছর
📌২৩টি IHT তে ৮টি অনুষদ নিয়ে মোট আসন সংখ্যা: ৩৬১৯ টি (প্রায়)

👉মেডিকেল টেকনোলজিস্টের কাজ কী?

▶️ Radiology & Imaging-আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন হাসপাতালে ও ডায়াগনিস্টিক সেন্টারে এক্স-রে,ইসিজি, সিটি স্ক্যান ,ডেন্টাল এক্স-রে,এমআরাআই সহ বিভিন্ন পরীক্ষা করে থাকেন।

▶️Labrotory Madicine- রোগ সঠিক ভাবে নির্ণয়ের জন্য ল্যাবরেটরী টেকনোলজিস্টগণ রক্ত,মলমূত্র,থুথু, প্রভৃতির নমুনা শ বিভিন্ন জটিল ও কঠিন রোগের পরীক্ষা করে থাকেন।

▶️Pharmacy- ফার্মাসিস্টগন (বি-গ্রেড) সাধারণত ঔষধ উতপাদন্ন, বিতরণ, সংরক্ষণ, ব্যাবহার বিধি,মাত্রা ও মান নিয়ন্ত্রন,গুনাগুন ইত্যাদি সম্পর্কে কাজ করে থাকেন।

▶️Dentistry - একজন ডেন্টাল টেকনোলজিস্ট দাঁত ও মুখের ছোট ও রোগ ভেদে বড় রোগের চিকিৎসা দিয়ে থাকেন। এরা দাঁত তোলা, বাঁধা, দাঁত স্কেলিং ও ফিলিং সহ মুখের বিভিন্ন চিকিৎসা প্রদান করে থাকেন।

▶️Physiotheraphy - ফিজিওথেরাপি টেকনোলগিস্টগণ দূর্ঘটনা কবলিত,শারীরিকভাবে অক্ষম এবং প্যারালাইসিস রোগীদের বিশেষ ধরণের থেরাপী প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।

▶️Readiotheraphy- ক্যান্সার আক্রান্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য রেডিওথেরাপী টেকনোলজিস্টগ্ণ লিনার এক্স-রে, স্টিমুলেটর,কোভাল্ট প্রভৃতি অত্যাধুনিক মেশিনের সাহায্যে বিশেষ ধরণের থেরাপী দিয়ে থাকেন।

▶️(OTA)- অপারেশন থিয়েটারে ডাক্তারকে বিভিন্ন কাজে সহযোগিতা করা এবং অপারেশনে ব্যবহৃত ওটি টেবিল, ওটি লাইট, ডায়থার্মি, এন্ডোস্কোপ, লেজার, সি-আর্ম, মাইক্রোস্কোপ ইত্যাদি পরিচালনা করা। অস্ত্রোপচার পদ্ধতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সহায়তা করা।রোগীর বিভিন্ন তথ্য সংরক্ষন করা।

▶(ICA)- আইসিএ টেকনোলজিস্টগণ নিবিড় পরিচর্চা করে আইসিও থাকা পেশেন্টদের।

23/07/2025

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

Copy♥HABIB

Happy International Operation Theatre Technologist's Day, 20 July 2025.
21/07/2025

Happy International Operation Theatre Technologist's Day, 20 July 2025.

Address

Panchagarh

Alerts

Be the first to know and let us send you an email when DHAKA IHT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DHAKA IHT:

Share