12/08/2025
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (IHT ) ও মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (Mats)- এ শিক্ষার্থীদের ভর্তি নীতিমালা- ২০২৫
✅ এসএসসি পাশ করতে হবে অবশ্যই বিজ্ঞান বিভাগ।
✅ বায়োলজি থাকতে হবে।
✅ নূন্যতম জিপিএ = ৩.০০
✅ পাশ মার্ক = ৪০
✅পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে ২০২১-২০২৫ সালে এসএসসি পাশ করা শিক্ষার্থীরা।
✅ পাশ না করিলে কোনো সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার যোগ্যতা রাখবে না।
💥 IHT সংক্ষিপ্ত পরিচিতি :-
↗️ IHT এর পূর্ণরূপ- Institute of Health Technology
📌 Medical Technologist -MT
📌কোর্সের মেয়াদ -৪ বছর
📌২৩টি IHT তে ৮টি অনুষদ নিয়ে মোট আসন সংখ্যা: ৩৬১৯ টি (প্রায়)
👉মেডিকেল টেকনোলজিস্টের কাজ কী?
▶️ Radiology & Imaging-আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন হাসপাতালে ও ডায়াগনিস্টিক সেন্টারে এক্স-রে,ইসিজি, সিটি স্ক্যান ,ডেন্টাল এক্স-রে,এমআরাআই সহ বিভিন্ন পরীক্ষা করে থাকেন।
▶️Labrotory Madicine- রোগ সঠিক ভাবে নির্ণয়ের জন্য ল্যাবরেটরী টেকনোলজিস্টগণ রক্ত,মলমূত্র,থুথু, প্রভৃতির নমুনা শ বিভিন্ন জটিল ও কঠিন রোগের পরীক্ষা করে থাকেন।
▶️Pharmacy- ফার্মাসিস্টগন (বি-গ্রেড) সাধারণত ঔষধ উতপাদন্ন, বিতরণ, সংরক্ষণ, ব্যাবহার বিধি,মাত্রা ও মান নিয়ন্ত্রন,গুনাগুন ইত্যাদি সম্পর্কে কাজ করে থাকেন।
▶️Dentistry - একজন ডেন্টাল টেকনোলজিস্ট দাঁত ও মুখের ছোট ও রোগ ভেদে বড় রোগের চিকিৎসা দিয়ে থাকেন। এরা দাঁত তোলা, বাঁধা, দাঁত স্কেলিং ও ফিলিং সহ মুখের বিভিন্ন চিকিৎসা প্রদান করে থাকেন।
▶️Physiotheraphy - ফিজিওথেরাপি টেকনোলগিস্টগণ দূর্ঘটনা কবলিত,শারীরিকভাবে অক্ষম এবং প্যারালাইসিস রোগীদের বিশেষ ধরণের থেরাপী প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।
▶️Readiotheraphy- ক্যান্সার আক্রান্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য রেডিওথেরাপী টেকনোলজিস্টগ্ণ লিনার এক্স-রে, স্টিমুলেটর,কোভাল্ট প্রভৃতি অত্যাধুনিক মেশিনের সাহায্যে বিশেষ ধরণের থেরাপী দিয়ে থাকেন।
▶️(OTA)- অপারেশন থিয়েটারে ডাক্তারকে বিভিন্ন কাজে সহযোগিতা করা এবং অপারেশনে ব্যবহৃত ওটি টেবিল, ওটি লাইট, ডায়থার্মি, এন্ডোস্কোপ, লেজার, সি-আর্ম, মাইক্রোস্কোপ ইত্যাদি পরিচালনা করা। অস্ত্রোপচার পদ্ধতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ এবং সহায়তা করা।রোগীর বিভিন্ন তথ্য সংরক্ষন করা।
▶(ICA)- আইসিএ টেকনোলজিস্টগণ নিবিড় পরিচর্চা করে আইসিও থাকা পেশেন্টদের।