ᴅᴀᴡᴀᴀ'ʜ

ᴅᴀᴡᴀᴀ'ʜ ᴱᵛᵉⁿ ᴵᶠ ʸᵒᵘʳ "ᴵˢˡᵃᵐ" ᴵˢ ᴬ ᴹᵉˢˢᵃᵍᵉ ᴼᶠ ᴾᵉᵃᶜᵉ, ᶜᵒⁿᵛᵉʸ ᴵᵗ ᵀᵒ ᴼᵗʰᵉʳˢ.

Alhamdulillah ! We Have Reached 100 Followers . Jaa-jak Allahu Shukran For Your Support                                 ...
18/05/2025

Alhamdulillah ! We Have Reached 100 Followers .
Jaa-jak Allahu Shukran For Your Support
-Dawah

27/03/2025

শবে কদরের সম্ভাব্য তারিখ ও ২৭তম রাতের বিশেষ গুরুত্ব

শবে কদর এমন একটি রাত, যা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। রাসূলুল্লাহ ﷺ-এর হাদিস থেকে জানা যায়, এটি ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রাতের মধ্যে কোনো একটিতে হতে পারে। তবে অধিকাংশ সাহাবী ও উলামায়ে কেরামের মতে, ২৭তম রাতেই শবে কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

শবে কদর নির্দিষ্ট কোন রাত তা নিয়ে বিভিন্ন হাদিস

🔹 বিজোড় রাতগুলোতে খোঁজার নির্দেশ:
রাসূলুল্লাহ ﷺ বলেন—
"তোমরা শবে কদর রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে তালাশ করো।" (সহিহ বুখারি: ২০২৩, সহিহ মুসলিম: ১১৬৭)

🔹 ২৭তম রাতের অধিক সম্ভাবনা:
উবাই ইবনে কা’ব (রাদিয়াল্লাহু আনহু) শপথ করে বলেন—
"আল্লাহর কসম! এটি সেই রাত, যা আমাদের নবী ﷺ আমাদের ইবাদতের জন্য নির্দেশ দিয়েছেন—এটি ২৭তম রাত।" (সহিহ মুসলিম: ৭৬২)

🔹 ইবনে আব্বাস (রাদিয়াল্লাহু আনহু)-এর ব্যাখ্যা:
তিনি বলেন, "আল্লাহ তাআলা কুরআনে সাতটি স্থানে ‘লাইলাতুল কদর’ শব্দটি উল্লেখ করেছেন এবং এই রাত রমজানের মধ্যে রয়েছে, যা ৭ম মাস (রজব) থেকে গণনা করলে ২৭তম রাতে পড়ে।"

শবে কদরের মর্যাদা: কুরআনের আলোকে

আল্লাহ তাআলা বলেন—

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ۝ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ۝ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ ۝

অর্থ:
“নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি কদরের রাতে। তুমি কি জানো, শবে কদর কী? শবে কদর এক হাজার মাসের চেয়েও উত্তম।” (সূরা আল-কদর: ১-৩)

এই আয়াত থেকে বোঝা যায়, এই এক রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাসের ইবাদতের চেয়েও উত্তম!

---

সাহাবায়ে কেরামের শবে কদরের আমল

১. উবাই ইবনে কা’ব (রাদিয়াল্লাহু আনহু):

তিনি শবে কদরের রাত কাটাতেন অব্যাহত নামাজ, কুরআন তিলাওয়াত ও ইস্তিগফারে।

২. আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু):

তিনি বলতেন, "যে ব্যক্তি শবে কদরের রাত ইবাদতে কাটাবে, সে যেন তাহাজ্জুদ ও অধিক পরিমাণ কুরআন তিলাওয়াত করে।"

৩. আয়েশা (রাদিয়াল্লাহু আনহা):

তিনি নবী ﷺ-কে জিজ্ঞাসা করেন, "হে আল্লাহর রাসূল! যদি আমি শবে কদর পাই, তাহলে কী দোয়া পড়বো?"
রাসূলুল্লাহ ﷺ বললেন:

اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي

উচ্চারণ:
"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফা'ফু আন্নি"

অর্থ:
"হে আল্লাহ! তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, সুতরাং আমাকে ক্ষমা করে দাও।" (তিরমিজি: ৩৫১৩)

৪. ওমর ইবনে খাত্তাব (রাদিয়াল্লাহু আনহু):

তিনি এই রাতে অত্যন্ত বিনয়ের সঙ্গে কাঁদতেন এবং বলতেন—
"হে আল্লাহ! তুমি আমাদের গুনাহ ক্ষমা করো এবং আমাদের নেক আমল কবুল করো।"

---

শবে কদরের আমল

✅ নফল নামাজ:
রাসূল ﷺ বলেন—
"যে ব্যক্তি ঈমান ও সওয়াবের নিয়তে শবে কদরে ইবাদত করবে, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।" (সহিহ বুখারি: ২০১৪, সহিহ মুসলিম: ৭৬০)

✅ বিশেষ দোয়া:

"আল্লাহুম্মা ইন্নাকা আফুউন..." দোয়া পড়া

নিজের ও উম্মাহর জন্য বেশি বেশি দোয়া করা

✅ কুরআন তিলাওয়াত:
এই রাতে বেশি পরিমাণে কুরআন পড়া এবং অর্থ ও তাফসির বোঝার চেষ্টা করা।

✅ ইস্তিগফার ও তওবা:
নিজের গুনাহ থেকে মুক্তির জন্য খাঁটি অন্তরে ক্ষমা প্রার্থনা করা।

✅ দরুদ শরীফ:
নবী ﷺ-এর প্রতি দরুদ পাঠ করা এক মহামূল্যবান আমল।

✅ দান-সদকা:
শবে কদরের রাতের দান ৭০ গুণ বেশি সওয়াবের কারণ হয়!

---

উপসংহার: আজকের রাত কি শবে কদর?

যদি আজকের রাত ২৭ রমজানের রাত হয়, তাহলে এটি শবে কদর হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় রাত। যদিও নির্দিষ্ট রাত সম্পর্কে নিশ্চিত বলা যায় না, তবে নবী ﷺ-এর ইঙ্গিত, সাহাবীদের মতামত এবং ইমামদের ব্যাখ্যার ভিত্তিতে ২৭তম রাতের গুরুত্ব বেশি।

সুতরাং, আজকের রাতকে শবে কদর ধরে নিয়ে সর্বোচ্চ ইবাদত করা উচিত।

আমাদের করণীয়:

🔹 রাতের শুরু থেকেই নফল নামাজ ও ইবাদতে মগ্ন হওয়া
🔹 নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া
🔹 বেশি বেশি দোয়া করা, বিশেষত "আল্লাহুম্মা ইন্নাকা আফুউন..." দোয়াটি পড়া
🔹 সম্ভব হলে কিছু দান-সদকা করা
🔹 কুরআন তিলাওয়াত ও দরুদ শরীফ পাঠে সময় ব্যয় করা

আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় রাতে সর্বোচ্চ ইবাদত করার তাওফিক দান করুন এবং আমাদের গুনাহ মাফ করে জান্নাতের উপযুক্ত বানান। আমীন।

25/03/2025

যেনা করলে অন্যান্য ইবাদত কবুল হবে কি?

উত্তর : যেনা কাবীরা গুনাহের অন্যতম। আল্লাহ তা‘আলা বার বার এই জঘন্য কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন (সূরা বানী ইসরাঈল : ৩২; সূরা আন-নূর : ২)।

যেনা বিভিন্ন প্রকার হতে পারে। নিজের স্ত্রী বা দাসী ব্যতীত অন্য মহিলার সাথে জৈবিক চাহিদা পূরণ করাকে যৌনাঙ্গের যেনা বলে। এছাড়া চোখের যেনা হচ্ছে দেখা, মুখের বা জিহ্বার যেনা হচ্ছে কথা বলা, কুপ্রবৃত্তি কামনা ও খাহেশ সৃষ্টি করা এবং যৌনাঙ্গ তা সত্য অথবা মিথ্যা প্রমাণ করে’ (ছহীহ বুখারী, হা/৬২৪৩; মিশকাত, হা/৮৬)।

যেনাকারীর শাস্তি হল- অবিবাহিত ব্যভিচারীর শাস্তি ১০০ বেত্রাঘাত এবং বিবাহিতের শাস্তি হচ্ছে রজম করা তথা কোমর পর্যন্ত পোতে পাথর মেরে হত্যা করা (ছহীহ মুসলিম, হা/১৬৯০; ইবনু মাজাহ হা/২৫৫০; মিশকাত, হা/২৫৫৮)।

উল্লেখ্য, দেশের শাসক বা তার প্রতিনিধিই কেবল এই শাস্তি কার্যকর করবেন (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ, ২২তম খণ্ড, পৃ. ৩৫)।

যেনা-ব্যভিচার যেহেতু কাবীরা গুনাহ, সেহেতু তওবা ব্যতীত এ গুনাহ মাফ হয় না। ব্যভিচারী ব্যক্তি ঐ গর্হিত কর্ম থেকে ফিরে আসার জন্য অনুতপ্ত হয়ে খাছ অন্তরে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ (সূরা আত-তওবা : ৮২; সূরা আল-ফুরকান : ৬৮-৭০)।

অন্যত্র বর্ণিত হয়েছে, ঈমান থাকা অবস্থায় কোন মানুষ যিনা করতে পারে না (ছহীহ বুখারী, হা/৫৫৭৮; ছহীহ মুসলিম, হা/২১১; মিশকাত, হা/৫৩)।

সুতরাং যেনায় লিপ্ত থাকা অবস্থায় কোন ইবাদত করলে সেটা কবুল হবে না (তিরমিযী, হা/২৮৬৩, সনদ ছহীহ)।

কেননা সে সময় তো ঈমানই থাকে না। তবে পরবর্তীতে একনিষ্ঠচিত্তে তওবা করতে হবে এবং ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। আল্লাহ চাইলে ক্ষমা করবেন।

13/03/2025

শশুর বাড়ি থেকে ইফতারি খাওয়া থেকে ভিক্ষা করেন আমরাও ভিক্ষা দিবো।
মুফতি রেজাউল কারীম আবরার হাফি.

09/03/2025

আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম, যে জায়গায় পেঁয়াজের গন্ধ নিতে পারতেন না - ঘাম শরীরে থাকলে বলতেন গোসল করার কথা, এই জায়গায় সিগারেট খেয়ে তুমি কি করে মসজিদে প্রবেশ করো ?

07/03/2025

মসজিদে এখন 5g গতিতে নামাজ পড়ে , সব মসজিদের কথা বলছি না - ইল্লাহ মাশা আল্লাহ। Abu Tawha Tv

06/03/2025

বিতিরের নামাজ ওয়াজিব। তাই কখনো বিতির নামায ছুটে গেলে তা ক্বাযা আদায় করাও আবশ্যক

ইবনু কুদামা রহ. বলেন,

قال أبو حنيفة : هو واجب . ثم قال : قال أحمد : من ترك الوتر عمدا فهو رجل سوء ، ولا ينبغي أن تقبل له شهادة ، وأراد المبالغة في تأكيده لما قد ورد فيه من الأحاديث في الأمر به ، والحث عليه

আবু হানিফা বলেছেন, এটি ওয়াজিব। এরপর তিনি বলেন, আহমাদ বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে বিতিরের নামায পড়ে না সে একজন খারাপ লোক। তার সাক্ষ্য গ্রহণ করা উচিত নয়। এ বিষয়ের প্রতি নির্দেশ ও উৎসাহ প্রদানকারী অনেক হাদিস বর্ণিত হওয়ার কারণে তিনি জেনে-বুঝে এর উপর জোর তাগিদ দিয়েছেন। (মুগনি ১/৮২৭)

১. আলী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

يَا أَهْلَ الْقُرْآنِ ، أَوْتِرُوا ، فَإِنَّ اللَّهَ وِتْرٌ يُحِبُّ الْوِتْرَ

ওহে আহলে কুরআন, তোমরা বিতির (বেজোড়) নামায আদায় কর। কারণ নিশ্চয় আল্লাহ হচ্ছেন বেজোড়। তিনি বেজোড়কে পছন্দ করেন। (আবু দাউদ ১৪১৬ নাসায়ী ১৮৭৮ ইবনু মাজাহ ১১৬৯)

২. খারিজাহ ইবন হুযাফা আল-আদাবী রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, এক বার আমাদের নিকট রাসূলুল্লাহ ﷺ এসে বলেন,

‏ إِنَّ اللَّهَ أَمَدَّكُمْ بِصَلاَةٍ هِيَ خَيْرٌ لَكُمْ مِنْ حُمْرِ النَّعَمِ الْوِتْرُ جَعَلَهُ اللَّهُ لَكُمْ فِيمَا بَيْنَ صَلاَةِ الْعِشَاءِ إِلَى أَنْ يَطْلُعَ الْفَجْرُ

নিশ্চয় আল্লাহ তাআলা একটি নামায দিয়ে তোমাদের সাহায্য করেছেন। এটা তোমাদের জন্য অনেক লাল উটের চেয়েও উত্তম তা হল বিতিরের নামায। আল্লাহ তা’আলা তোমাদের জন্য এটা ইশা ও ফজরের মধ্যবর্তী সময়ে আদায়ের জন্য নির্ধারণ করেছেন।
(আবু দাউদ ১৪১৮ তিরমিযী ৪৫২ ইবনু মাজাহ ১১৬8)

৩. বুরাইদা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا الْوِتْرُ حَقٌّ فَمَنْ لَمْ يُوتِرْ فَلَيْسَ مِنَّا

বিতির নামাজ অপরিহার্য। যে বিতর পড়বে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। বিতর নামাজ অপরিহার্য। যে বিতর পড়বে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। বিতর নামাজ অপরিহার্য। যে বিতর পড়বে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়। (আবু দাউদ ১৪২১)

৪. বিতির ওয়াজিব বিধায় কেউ যদি সময় মত না পড়ে তাহলে কাজা করতে হয়। এ মর্মে আবু সাঈদ খুদরী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

مَنْ نَامَ عَنْ وِتْرِهِ أَوْ نَسِيَهُ فَلْيُصَلِّهِ إِذَا ذَكَرَهُ

যে ব্যক্তি নিদ্রা বা ভুলের কারণে বিতিরের নামায আদায় করে নাই, সে যেন তা স্মরণ হওয়ার পরপরই আদায় করে নেয়।
(আবু দাউদ ১৪৩১)

এই ভুলগুলো করে রমাদানের বারাক্বাহ হারিয়ে ফেলছেন না তো?
05/03/2025

এই ভুলগুলো করে রমাদানের বারাক্বাহ হারিয়ে ফেলছেন না তো?

04/03/2025

ইফতারের সময় বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন।
একমাত্র মূসা নবীই আল্লাহর সাথে ঘন ঘন সাক্ষাৎ করার বায়না ধরতেন এবং সুযোগও পেতেন।

একবার তিনি মহান আল্লাহ সুবহানাহু তাআলার কে জিজ্ঞেস করেছিলেন__

"হে আল্লাহ্ একমাত্র আমাকে আপনার সাথে সরাসরি কথা বলার সম্মান ও সুযোগ দিয়েছেন। এমন সুযোগ কি অন্য কাউকে দিয়েছেন বা দিবেন?"

আল্লাহ সুবহানাহু তা'আলা বললেন __

"পরবর্তীকালে আমি একদল লোক পাঠাবো যারা মুহাম্মদ (সঃ) এর উম্মত হবে, যারা রোজা রাখবে এবং রোজা অবস্থায় তারা তোমার চেয়েও আমার অধিক নিকটবর্তী হবে। হে মূসা যখন তুমি আমার সাথে কথা বলো তখন আমার আর তোমার মধ্যে ৭০,০০০ সূক্ষ পর্দা থাকে যা তুমি দেখতে পাও না। কিন্তু ইফতারের সময় আমার ও আমার ঐ সব বান্দার মাঝে একটি পর্দা ও থাকবে না। (সুবহানাল্লাহ)
হে মূসা আমি দায়িত্ব নিচ্ছি__ইফতারের সময় আমি একজন রোজাদারের দোয়াও অস্বীকার করব না।"

সুবহানাল্লাহ!

03/03/2025

রোজা ভ*ঙ্গকা*রীর শা*স্তি সম্পর্কে হাদিসে এসেছে-

আবু উমামা (রা.) বলেন, আমি রাসুল (সা.)-কে বলতে শুনেছি তিনি বলেন, ‘একবার আমি ঘুমিয়ে ছিলাম। এ সময় দুইজন ব্যক্তি এসে আমার দুই বাহু ধরে আমাকে দু*র্গ*ম পাহাড়ে নিয়ে যায়। সেখানে তারা বলল, পাহাড়ে উঠুন।

আমি বললাম, আমার পক্ষে সম্ভব নয়। তারা বলল, আমরা আপনার জন্য সহজ করে দিচ্ছি। আমি উঠা শুরু করি এবং পাহা*ড়ের চূড়ায় পৌঁ*ছি। সেখানে প্র'চণ্ড চিৎ*কা*রের শব্দ শোনা যায়। আমি জিজ্ঞেস করলাম, এটা কিসের শব্দ? তারা বলল, এটা জা*হা*ন্নামিদের আওয়াজ।

এরপর তারা আমাকে এমন কিছু লোকদের কাছে নিয়ে যায় যাদেরকে পায়ের টাখ'নুতে বেঁ'ধে ঝু'লিয়ে রাখা হয়েছে। তাদের গা'ল ছি'ন্নবি'ন্ন, তা হতে র*ক্ত প্রবাহিত হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বললেন, এরা এমন রোজাদার যারা (অকারণে রমজান মাসের) রোজা শেষ না করেই ভ*ঙ্গ করত।’

(সহিহ ইবনে খু'জা'ইমা, হাদিস নং : ১৫০৯)

03/03/2025

এক মুসল্লি হুজুরকে প্রশ্ন করলেন__

আচ্ছা হুজুর !! দাজ্জালের কপালে কাফের লেখা থাকা সত্ত্বেও মানুষ কিভাবে তার অনুসারী হবে?

হুজুর তার প্রশ্নের জবাবে বললেন, যেভাবে মানুষ সিগারেটের প্যাকেটে "ধূমপান মৃত্যুর কারণ" লেখা থাকা সত্ত্বেও ধূমপান করে ঠিক সেভাবেই !!

হে আল্লাহ্ ! আপনি আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন !!🤲

31/12/2024

আমাদের দেশের ৯৯.৯৯% হসপিটাল শহর অঞ্চলে। যারা এমন বিকট শব্দে তাবত সৃষ্টি কুলের ক্ষতি করছেন,বিরক্তির কারণ হচ্ছেন; আল্লাহ আপনাদের এই খুশী, এই আতশবাজি যাতে কবরেও জারি রাখে,সে দোয়া! (আমিন)

Address

Sylhet

Telephone

+8801303079929

Website

Alerts

Be the first to know and let us send you an email when ᴅᴀᴡᴀᴀ'ʜ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ᴅᴀᴡᴀᴀ'ʜ:

Share

Category